২০২৩ বিপিএলের শুরুটা দারুণ করেছে রংপুর রাইডার্স। মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৪ রানে হারিয়েছে রংপুর।
১৭৭ রানের লক্ষ্যে নামা কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ওপেনিং করেন লিটন দাস ও সৈকত আলী। ভালো শুরুর আভাস দিয়েও ইনিংস বড় করতে পারেননি লিটন দাস। চতুর্থ ওভারের তৃতীয় বলে ড্রেসিংরুমের পথ ধরেন ১২ বলে ১০ রান করা লিটন। রাকিবুল হাসানকে কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে হাসান মাহমুদের হাতে ধরা পড়েন লিটন। কুমিল্লার স্কোর তখন ১ উইকেটে ২৫ রান।
লিটনের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন ডেভিড মালান। এসেই রাকিবুলকে ছক্কা হাঁকান ইংলিশ এই ব্যাটার। ঝোড়ো শুরু করলেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি মালান। ৯ বলে ১৭ রান করা ইংলিশ বাঁহাতি ব্যাটারের উইকেট তুলে নেন সিকান্দার রাজা। মালানের পর সৈকত আলীকেও দ্রুত ড্রেসিংরুমের পথ দেখান রাজা।
মালান, সৈকত আলীর দ্রুত বিদায়ে কুমিল্লার স্কোর দাঁড়ায় ৭.৪ ওভারে ৩ উইকেটে ৫৭ রান। ৪র্থ উইকেট জুটিতে হাল ধরেন ইমরুল কায়েস ও মোসাদ্দেক হোসেন সৈকত। ৪৩ বলে ৫৮ রানের জুটি গড়েন ইমরুল ও সৈকত। ২৩ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৫ রান করেন ইমরুল। কুমিল্লার অধিনায়কের উইকেট তুলে নেন আজমতউল্লাহ ওমরজাই। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৯.১ ওভারে ১৪২ রানে অলআউট হয়ে যায় কুমিল্লা। সর্বোচ্চ ৩৫ রান আসে ইমরুলের ব্যাট থেকে। রংপুর বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। ৩.১ ওভার বোলিং করে ২০ রান খরচ করেন এই পেসার।
ম্যাচসেরা হয়েছেন রনি তালুকদার। ৩১ বলের এই ইনিংসে ১১ চার ও ১ ছক্কায় ৬৭ রানের ইনিংস খেলেন রনি। ১৯ বলে ফিফটি পেয়েছেন এই ওপেনিং ব্যাটার।
এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় রংপুর। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৬ রান করে রংপুর। ইনিংস সর্বোচ্চ ৬৭ রান আসে রনির ব্যাট থেকে। কুমিল্লার বোলারদের মধ্যে ১টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, খুশদিল শাহ ও ফজলহক ফারুকি।
২০২৩ বিপিএলের শুরুটা দারুণ করেছে রংপুর রাইডার্স। মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৪ রানে হারিয়েছে রংপুর।
১৭৭ রানের লক্ষ্যে নামা কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ওপেনিং করেন লিটন দাস ও সৈকত আলী। ভালো শুরুর আভাস দিয়েও ইনিংস বড় করতে পারেননি লিটন দাস। চতুর্থ ওভারের তৃতীয় বলে ড্রেসিংরুমের পথ ধরেন ১২ বলে ১০ রান করা লিটন। রাকিবুল হাসানকে কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে হাসান মাহমুদের হাতে ধরা পড়েন লিটন। কুমিল্লার স্কোর তখন ১ উইকেটে ২৫ রান।
লিটনের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন ডেভিড মালান। এসেই রাকিবুলকে ছক্কা হাঁকান ইংলিশ এই ব্যাটার। ঝোড়ো শুরু করলেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি মালান। ৯ বলে ১৭ রান করা ইংলিশ বাঁহাতি ব্যাটারের উইকেট তুলে নেন সিকান্দার রাজা। মালানের পর সৈকত আলীকেও দ্রুত ড্রেসিংরুমের পথ দেখান রাজা।
মালান, সৈকত আলীর দ্রুত বিদায়ে কুমিল্লার স্কোর দাঁড়ায় ৭.৪ ওভারে ৩ উইকেটে ৫৭ রান। ৪র্থ উইকেট জুটিতে হাল ধরেন ইমরুল কায়েস ও মোসাদ্দেক হোসেন সৈকত। ৪৩ বলে ৫৮ রানের জুটি গড়েন ইমরুল ও সৈকত। ২৩ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৫ রান করেন ইমরুল। কুমিল্লার অধিনায়কের উইকেট তুলে নেন আজমতউল্লাহ ওমরজাই। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৯.১ ওভারে ১৪২ রানে অলআউট হয়ে যায় কুমিল্লা। সর্বোচ্চ ৩৫ রান আসে ইমরুলের ব্যাট থেকে। রংপুর বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। ৩.১ ওভার বোলিং করে ২০ রান খরচ করেন এই পেসার।
ম্যাচসেরা হয়েছেন রনি তালুকদার। ৩১ বলের এই ইনিংসে ১১ চার ও ১ ছক্কায় ৬৭ রানের ইনিংস খেলেন রনি। ১৯ বলে ফিফটি পেয়েছেন এই ওপেনিং ব্যাটার।
এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় রংপুর। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৬ রান করে রংপুর। ইনিংস সর্বোচ্চ ৬৭ রান আসে রনির ব্যাট থেকে। কুমিল্লার বোলারদের মধ্যে ১টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, খুশদিল শাহ ও ফজলহক ফারুকি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫