ক্রীড়া ডেস্ক
পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্টেও ভারতকে চোখ রাঙানি দিচ্ছে হার। নিজেদের তৈরি করা ঘূর্ণি ফাঁদে পড়েছে ভারত নিজেরাই। ১০৩ রানে এগিয়ে থাকা নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছে আজ। এরই মধ্যে সফরকারীদের লিড হলো ৩০১।
রবিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজার সঙ্গে ওয়াশিংটন সুন্দর—তিন স্পিনার নিয়ে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ঘূর্ণি মঞ্চে নেমেছিল ভারত। সাড়ে তিন বছর পর টেস্ট দলে সুযোগ পেয়ে ওয়াশিংটন দেখালেন ঝলক। প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে কিউইদের থামালেন ২৫৯ রানে।
ব্যাটিংয়ে নেমে ভারত যেন আরও অসহায় হয়ে পড়ল স্পিন আক্রমণের সামনে। মিচেল স্যান্টনার-গ্লেন ফিলিপসদের জাদুতে ১৫৬ রানেই গুটিয়ে গেল তারা। ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেছেন জাদেজা। জশস্বী জয়সওয়াল ও শুবমান গিল দুজনই করেছেন ব্যক্তিগত ৩০ রান। কালেভদ্রে টেস্ট খেলা স্যান্টনার নিয়েছেন ৭ উইকেট। দুটি উইকেট নিয়েছেন ফিলিপস।
১০৩ রানে এগিয়ে থাকা নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসেও ভোগাচ্ছেন ওয়াশিংটন। ৫ উইকেটে ১৯৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছে কিউইরা। এর মধ্যে ৪টি উইকেট নিয়েছেন এই স্পিনার। টম ব্লান্ডেল ৩০ ও ৯ রানে অপরাজিত আছেন ফিলিপস। তার আগে ওপেনার টম লাথাম খেলেছেন দলের গুরুত্বপূর্ণ ইনিংসটি। ১৩৩ বলে ৮৬ রান করেছেন তিনি। যদিও আক্ষেপ থাকল সেঞ্চুরির।
প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। পুনে টেস্টে প্রথম দুই ইনিংসে স্কোর ৩০০ করতে পারেনি কোনো দল। কিন্তু এরই মধ্যে কিউইদের লিড ৩০১। আগামীকাল তৃতীয় দিন এই লিড আরও বড় হবে সেটিও স্পষ্ট। সব মিলিয়ে নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত যেন প্রথমবার সিরিজ হারের শঙ্কার মধ্যেই রয়েছে।
পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্টেও ভারতকে চোখ রাঙানি দিচ্ছে হার। নিজেদের তৈরি করা ঘূর্ণি ফাঁদে পড়েছে ভারত নিজেরাই। ১০৩ রানে এগিয়ে থাকা নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছে আজ। এরই মধ্যে সফরকারীদের লিড হলো ৩০১।
রবিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজার সঙ্গে ওয়াশিংটন সুন্দর—তিন স্পিনার নিয়ে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ঘূর্ণি মঞ্চে নেমেছিল ভারত। সাড়ে তিন বছর পর টেস্ট দলে সুযোগ পেয়ে ওয়াশিংটন দেখালেন ঝলক। প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে কিউইদের থামালেন ২৫৯ রানে।
ব্যাটিংয়ে নেমে ভারত যেন আরও অসহায় হয়ে পড়ল স্পিন আক্রমণের সামনে। মিচেল স্যান্টনার-গ্লেন ফিলিপসদের জাদুতে ১৫৬ রানেই গুটিয়ে গেল তারা। ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেছেন জাদেজা। জশস্বী জয়সওয়াল ও শুবমান গিল দুজনই করেছেন ব্যক্তিগত ৩০ রান। কালেভদ্রে টেস্ট খেলা স্যান্টনার নিয়েছেন ৭ উইকেট। দুটি উইকেট নিয়েছেন ফিলিপস।
১০৩ রানে এগিয়ে থাকা নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসেও ভোগাচ্ছেন ওয়াশিংটন। ৫ উইকেটে ১৯৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছে কিউইরা। এর মধ্যে ৪টি উইকেট নিয়েছেন এই স্পিনার। টম ব্লান্ডেল ৩০ ও ৯ রানে অপরাজিত আছেন ফিলিপস। তার আগে ওপেনার টম লাথাম খেলেছেন দলের গুরুত্বপূর্ণ ইনিংসটি। ১৩৩ বলে ৮৬ রান করেছেন তিনি। যদিও আক্ষেপ থাকল সেঞ্চুরির।
প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। পুনে টেস্টে প্রথম দুই ইনিংসে স্কোর ৩০০ করতে পারেনি কোনো দল। কিন্তু এরই মধ্যে কিউইদের লিড ৩০১। আগামীকাল তৃতীয় দিন এই লিড আরও বড় হবে সেটিও স্পষ্ট। সব মিলিয়ে নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত যেন প্রথমবার সিরিজ হারের শঙ্কার মধ্যেই রয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৫ দিন আগে