নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে পাকিস্তানের। আগামীকাল হায়দরাবাদে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাবর আজমের দল। গত পরশু দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রানবন্যার ম্যাচে বড় ব্যবধানে হারলেও ৩০০-র বেশি রান করেছে দাসুন শানাকারা। এমন লড়াকু লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে বেশ সতর্ক মিকি আর্থার।
পাকিস্তানি কোচ জানিয়েছেন, তিনি লঙ্কানদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে বেশ ভালোভাবে অবগত। দ্বিতীয় মেয়াদে গত দুই বছর বাবরদের দায়িত্ব তাঁর কাঁধে। তার আগে লঙ্কানদের কোচ ছিলেন এই দক্ষিণ আফ্রিকান। গত দুই এশিয়া কাপে সাবেক শিষ্যদের কাছেই তাঁকে হার মানতে হয়েছে।
বিশ্বকাপে শ্রীলঙ্কা ফেবারিট না হলেও বড় মঞ্চে তারা কী করতে পারে, সেটি ভালো জানা আর্থারের। যার কারণে এবার বেশ সাবধান পাকিস্তানি কোচ। লঙ্কানদের বিপক্ষে পরিকল্পনার ছক কষছেন আর্থার, ‘আমি তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানি। তাই ওদের সবার বিপক্ষেই আমাদের পরিকল্পনা থাকবে। তারা বিপজ্জনক দল। তাদের হারাতে আমাদের সেরাটা দিতে হবে।’
গত শুক্রবার হায়দরাবাদে ডাচদের বিপক্ষে ৮১ রানের জয় পেলেও ব্যাটিংয়ে ভুগতে হয়েছে পাকিস্তানের টপ অর্ডারকে। ৩৮ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। তবে মিডল অর্ডারে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের ফিফটিতে দাঁড় করায় ২৮৬ রানের স্কোর। শুরুর ম্যাচে শিষ্যদের পারফরম্যান্স মন ভরাতে না পারলেও দলের জয় উপভোগ করছেন আর্থার। ৫৫ বছর বয়সী কোচ এএফপিকে বলেন, ‘আমি প্রথম জয় উপভোগ করেছি, যদিও সেটা ভালো পারফরম্যান্স হয়নি।’
শ্রীলঙ্কার বিপক্ষে একই একাদশ মাঠে নামাতে পারেন আর্থার। ফর্মে না থাকলেও ফখর জামান পাচ্ছেন আরেকটি সুযোগ। তবে পাকিস্তানি ওপেনারকে নিয়ে উদ্বিগ্ন নন আর্থার, ‘আমি তার (ফখর) ফর্ম নিয়ে চিন্তিত নই। সে ভালো খেলোয়াড়। বড় স্কোর গড়ার পথে শুধু এক ইনিংস দূরে।’
নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে পাকিস্তানের। আগামীকাল হায়দরাবাদে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাবর আজমের দল। গত পরশু দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রানবন্যার ম্যাচে বড় ব্যবধানে হারলেও ৩০০-র বেশি রান করেছে দাসুন শানাকারা। এমন লড়াকু লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে বেশ সতর্ক মিকি আর্থার।
পাকিস্তানি কোচ জানিয়েছেন, তিনি লঙ্কানদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে বেশ ভালোভাবে অবগত। দ্বিতীয় মেয়াদে গত দুই বছর বাবরদের দায়িত্ব তাঁর কাঁধে। তার আগে লঙ্কানদের কোচ ছিলেন এই দক্ষিণ আফ্রিকান। গত দুই এশিয়া কাপে সাবেক শিষ্যদের কাছেই তাঁকে হার মানতে হয়েছে।
বিশ্বকাপে শ্রীলঙ্কা ফেবারিট না হলেও বড় মঞ্চে তারা কী করতে পারে, সেটি ভালো জানা আর্থারের। যার কারণে এবার বেশ সাবধান পাকিস্তানি কোচ। লঙ্কানদের বিপক্ষে পরিকল্পনার ছক কষছেন আর্থার, ‘আমি তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানি। তাই ওদের সবার বিপক্ষেই আমাদের পরিকল্পনা থাকবে। তারা বিপজ্জনক দল। তাদের হারাতে আমাদের সেরাটা দিতে হবে।’
গত শুক্রবার হায়দরাবাদে ডাচদের বিপক্ষে ৮১ রানের জয় পেলেও ব্যাটিংয়ে ভুগতে হয়েছে পাকিস্তানের টপ অর্ডারকে। ৩৮ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। তবে মিডল অর্ডারে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের ফিফটিতে দাঁড় করায় ২৮৬ রানের স্কোর। শুরুর ম্যাচে শিষ্যদের পারফরম্যান্স মন ভরাতে না পারলেও দলের জয় উপভোগ করছেন আর্থার। ৫৫ বছর বয়সী কোচ এএফপিকে বলেন, ‘আমি প্রথম জয় উপভোগ করেছি, যদিও সেটা ভালো পারফরম্যান্স হয়নি।’
শ্রীলঙ্কার বিপক্ষে একই একাদশ মাঠে নামাতে পারেন আর্থার। ফর্মে না থাকলেও ফখর জামান পাচ্ছেন আরেকটি সুযোগ। তবে পাকিস্তানি ওপেনারকে নিয়ে উদ্বিগ্ন নন আর্থার, ‘আমি তার (ফখর) ফর্ম নিয়ে চিন্তিত নই। সে ভালো খেলোয়াড়। বড় স্কোর গড়ার পথে শুধু এক ইনিংস দূরে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫