জিততেই যেন ভুলে গিয়েছিল পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে আরও এক ধবলধোলাই চোখ রাঙাচ্ছিল তাদেরকে। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারানোর পথেই ছিল নিউজিল্যান্ড। সেখান থেকে হঠাৎ ধসে ৪২ রানে হেরে যায় কিউইরা। দীর্ঘ অপেক্ষার এক জয়ের মাধ্যমে পাকিস্তান এড়িয়েছে ধবলধোলাই।
টি-টোয়েন্টিতে ১৩৫ রানের লক্ষ্য হয়তো আহামরি তেমন কিছু নয়। সেই লক্ষ্যে বেশ সাবলীলভাবেই খেলছিল নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় কিউইরা। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে রাচিন রবীন্দ্রর উইকেট তুলে নেন মোহাম্মদ নওয়াজ। এরপর পঞ্চম ওভারের শেষ বলে ফিন অ্যালেনকে ফেরান জামান খান। তাতে নিউজিল্যান্ডের স্কোর হয়েছে ৫ ওভারে ২ উইকেটে ৩০ রান। কিউইদের রানরেট তখন কাটায় কাটায় ৬। অন্যদিকে ওভারপ্রতি রান দরকার ছিল ৭ করে। যা তেমন অসম্ভব কিছু নয়। সেখানে উইল ইয়ং ও টিম সাইফার্ট বেশ সাবলীলভাবে খেলছিলেন। তৃতীয় উইকেটে ২৭ বলে ২৩ রানের জুটি গড়েন ইয়ং ও সাইফার্ট। সাবলীলভাবে চলতে থাকা এই জুটি ভেঙেছেন নওয়াজ। দশম ওভারের তৃতীয় বলে নওয়াজকে স্লগ সুইপ করেন ইয়ং। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দ্বিতীয়বারের চেষ্টায় ক্যাচ ধরেন ইফতিখার আহমেদ।
ইয়ংয়ের আউটের পর নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৯.৩ ওভারে ৩ উইকেটে ৫৩ রান। প্রয়োজনীয় রান রেট ৭.৮২। ব্যাটিংয়ে তখনো আসতে বাকি গ্লেন ফিলিপস। এমন পরিস্থিতিতে পাকিস্তানের হারটাই যে অনেকে দেখতে পাচ্ছিলেন। তবে নামটা যখন পাকিস্তান আর তাদের নামের সঙ্গে আনপ্রেডিক্টেবল তকমা, তখন ম্যাচে যে কী হবে তা অনুমান করা মুশকিল। পাকিস্তানের আক্রমণাত্মক বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পাশাপাশি রান তোলার গতিও কমে যায় নিউজিল্যান্ডের। ২৮ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ৯২ রানে গুটিয়ে যায় কিউইরা। যেখানে ১৮তম ওভারের দ্বিতীয় বলে লকি ফার্গুসনকে বোল্ড করে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন শাহিন শাহ আফ্রিদি। ৪২ রানে হারলেও নিউজিল্যান্ড সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। ম্যাচসেরা হয়েছেন ইফতিখার। ৪ ওভার বোলিং করে ২৪ রান নিয়েছেন ৩ উইকেট। একটা ক্যাচও ধরেছেন তিনি।
এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শাহিন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান করে পাকিস্তান। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন মোহাম্মদ রিজওয়ান। তবে তিনি ৩৮ বল খেলেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন ফখর জামান। ১৬ বলের ইনিংসে ১ চার ও ৪ ছক্কা মেরেছেন পাকিস্তানি বাঁহাতি ব্যাটার। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সমান ২টি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি, টিম সাউদি, লকি ফার্গুসন ও ইশ সোধি।
সিরিজসেরা হয়েছেন ফিন অ্যালেন। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ২৭৫ রান করেন অ্যালেন। গড় ৫৫ ও স্ট্রাইকরেট ১৯৫.০৩। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে ১৭ জানুয়ারি ৬২ বলে ১৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ১৬ ছক্কা ও ৫ চার মেরেছেন নিউজিল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটার।
জিততেই যেন ভুলে গিয়েছিল পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে আরও এক ধবলধোলাই চোখ রাঙাচ্ছিল তাদেরকে। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারানোর পথেই ছিল নিউজিল্যান্ড। সেখান থেকে হঠাৎ ধসে ৪২ রানে হেরে যায় কিউইরা। দীর্ঘ অপেক্ষার এক জয়ের মাধ্যমে পাকিস্তান এড়িয়েছে ধবলধোলাই।
টি-টোয়েন্টিতে ১৩৫ রানের লক্ষ্য হয়তো আহামরি তেমন কিছু নয়। সেই লক্ষ্যে বেশ সাবলীলভাবেই খেলছিল নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় কিউইরা। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে রাচিন রবীন্দ্রর উইকেট তুলে নেন মোহাম্মদ নওয়াজ। এরপর পঞ্চম ওভারের শেষ বলে ফিন অ্যালেনকে ফেরান জামান খান। তাতে নিউজিল্যান্ডের স্কোর হয়েছে ৫ ওভারে ২ উইকেটে ৩০ রান। কিউইদের রানরেট তখন কাটায় কাটায় ৬। অন্যদিকে ওভারপ্রতি রান দরকার ছিল ৭ করে। যা তেমন অসম্ভব কিছু নয়। সেখানে উইল ইয়ং ও টিম সাইফার্ট বেশ সাবলীলভাবে খেলছিলেন। তৃতীয় উইকেটে ২৭ বলে ২৩ রানের জুটি গড়েন ইয়ং ও সাইফার্ট। সাবলীলভাবে চলতে থাকা এই জুটি ভেঙেছেন নওয়াজ। দশম ওভারের তৃতীয় বলে নওয়াজকে স্লগ সুইপ করেন ইয়ং। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দ্বিতীয়বারের চেষ্টায় ক্যাচ ধরেন ইফতিখার আহমেদ।
ইয়ংয়ের আউটের পর নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৯.৩ ওভারে ৩ উইকেটে ৫৩ রান। প্রয়োজনীয় রান রেট ৭.৮২। ব্যাটিংয়ে তখনো আসতে বাকি গ্লেন ফিলিপস। এমন পরিস্থিতিতে পাকিস্তানের হারটাই যে অনেকে দেখতে পাচ্ছিলেন। তবে নামটা যখন পাকিস্তান আর তাদের নামের সঙ্গে আনপ্রেডিক্টেবল তকমা, তখন ম্যাচে যে কী হবে তা অনুমান করা মুশকিল। পাকিস্তানের আক্রমণাত্মক বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পাশাপাশি রান তোলার গতিও কমে যায় নিউজিল্যান্ডের। ২৮ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ৯২ রানে গুটিয়ে যায় কিউইরা। যেখানে ১৮তম ওভারের দ্বিতীয় বলে লকি ফার্গুসনকে বোল্ড করে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন শাহিন শাহ আফ্রিদি। ৪২ রানে হারলেও নিউজিল্যান্ড সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। ম্যাচসেরা হয়েছেন ইফতিখার। ৪ ওভার বোলিং করে ২৪ রান নিয়েছেন ৩ উইকেট। একটা ক্যাচও ধরেছেন তিনি।
এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শাহিন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান করে পাকিস্তান। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন মোহাম্মদ রিজওয়ান। তবে তিনি ৩৮ বল খেলেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন ফখর জামান। ১৬ বলের ইনিংসে ১ চার ও ৪ ছক্কা মেরেছেন পাকিস্তানি বাঁহাতি ব্যাটার। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সমান ২টি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি, টিম সাউদি, লকি ফার্গুসন ও ইশ সোধি।
সিরিজসেরা হয়েছেন ফিন অ্যালেন। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ২৭৫ রান করেন অ্যালেন। গড় ৫৫ ও স্ট্রাইকরেট ১৯৫.০৩। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে ১৭ জানুয়ারি ৬২ বলে ১৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ১৬ ছক্কা ও ৫ চার মেরেছেন নিউজিল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫