সাবেক ক্রিকেটারদের দিয়ে নতুন করে নির্বাচক প্যানেল ঢেলে সাজাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছেন তিন সাবেক ক্রিকেটার কামরান আকমল, রাও ইফতিখার আনজুম ও সালমান বাট। প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের সঙ্গে পরামর্শক সদস্য হিসেবে কাজ করবেন আকমল, ইফতিখার ও বাট।
১৪ ডিসেম্বর পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টেস্ট। এরপর ২৬ ডিসেম্বর মেলবোর্নে ও ৩ জানুয়ারি সিডনিতে হবে সিরিজের শেষ দুই টেস্ট। এরপর ১২ জানুয়ারি নিউজিল্যান্ড সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। পিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে আকমল, ইফতিখার, বাট-এই তিন জনের দায়িত্ব নিউজিল্যান্ড সিরিজের দল নির্বাচন করা। যেহেতু তারা এখন দল নির্বাচনের দায়িত্বে নেই, তাঁরা স্কিল ক্যাম্প পরিচালনার মতো বাড়তি দায়িত্বও তাদের দেওয়া হতে পারে।
আকমল, ইফতিখার-দুজনের আগে নির্বাচকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। এ বছরের শুরুতে পিসিবির জুনিয়রদের নির্বাচক কমিটির চেয়ারম্যান ছিলেন আকমল। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার ৮ সদস্যের কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। এই কমিটির দায়িত্ব ছিল আঞ্চলিক ও জেলা পর্যায়ে আঞ্চলিক ও জেলা পর্যায়ে অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ দলের ট্রায়াল পরিচালনা করা। অন্যদিকে গত বছর পিসিবির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হয়েছিলেন শহীদ আফ্রিদি। তিন সদস্যের কমিটিতে ছিলেন ইফতিখার।
বাটের জন্য পিসিবির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়া এবারই প্রথম। ২০১০ এর আগস্টে লর্ডস টেস্টে স্পটফিক্সিং কাণ্ডে অভিযুক্ত হয়েছিলেন বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। এই টেস্টে পাকিস্তানের অধিনায়কও ছিলেন বাট। ১৩ বছর আগের লর্ডস টেস্টটাই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের সর্বশেষ ম্যাচ। ২০০৩ থেকে ২০১০-৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে ৩৩ টেস্ট, ৭৮ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি খেলেছেন। ১৩৫ ম্যাচে ৩৩.১৭ গড়ে ৫২০৯ রান করেছেন। ১১ সেঞ্চুরি ও ২৭ ফিফটি করেছেন। যার মধ্যে টেস্টে ৩ সেঞ্চুরি ও ৮ সেঞ্চুরি করেছেন ওয়ানডেতে।
সাবেক ক্রিকেটারদের দিয়ে নতুন করে নির্বাচক প্যানেল ঢেলে সাজাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছেন তিন সাবেক ক্রিকেটার কামরান আকমল, রাও ইফতিখার আনজুম ও সালমান বাট। প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের সঙ্গে পরামর্শক সদস্য হিসেবে কাজ করবেন আকমল, ইফতিখার ও বাট।
১৪ ডিসেম্বর পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টেস্ট। এরপর ২৬ ডিসেম্বর মেলবোর্নে ও ৩ জানুয়ারি সিডনিতে হবে সিরিজের শেষ দুই টেস্ট। এরপর ১২ জানুয়ারি নিউজিল্যান্ড সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। পিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে আকমল, ইফতিখার, বাট-এই তিন জনের দায়িত্ব নিউজিল্যান্ড সিরিজের দল নির্বাচন করা। যেহেতু তারা এখন দল নির্বাচনের দায়িত্বে নেই, তাঁরা স্কিল ক্যাম্প পরিচালনার মতো বাড়তি দায়িত্বও তাদের দেওয়া হতে পারে।
আকমল, ইফতিখার-দুজনের আগে নির্বাচকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। এ বছরের শুরুতে পিসিবির জুনিয়রদের নির্বাচক কমিটির চেয়ারম্যান ছিলেন আকমল। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার ৮ সদস্যের কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। এই কমিটির দায়িত্ব ছিল আঞ্চলিক ও জেলা পর্যায়ে আঞ্চলিক ও জেলা পর্যায়ে অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ দলের ট্রায়াল পরিচালনা করা। অন্যদিকে গত বছর পিসিবির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হয়েছিলেন শহীদ আফ্রিদি। তিন সদস্যের কমিটিতে ছিলেন ইফতিখার।
বাটের জন্য পিসিবির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়া এবারই প্রথম। ২০১০ এর আগস্টে লর্ডস টেস্টে স্পটফিক্সিং কাণ্ডে অভিযুক্ত হয়েছিলেন বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। এই টেস্টে পাকিস্তানের অধিনায়কও ছিলেন বাট। ১৩ বছর আগের লর্ডস টেস্টটাই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের সর্বশেষ ম্যাচ। ২০০৩ থেকে ২০১০-৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে ৩৩ টেস্ট, ৭৮ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি খেলেছেন। ১৩৫ ম্যাচে ৩৩.১৭ গড়ে ৫২০৯ রান করেছেন। ১১ সেঞ্চুরি ও ২৭ ফিফটি করেছেন। যার মধ্যে টেস্টে ৩ সেঞ্চুরি ও ৮ সেঞ্চুরি করেছেন ওয়ানডেতে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫