নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফুটবলের উত্তাপে কদিন আড়ালে চলে গিয়েছিল ক্রিকেট। ঈদের ছুটি শেষে এখন ধীরে ধীরে ফিরছে ক্রিকেটের ব্যস্ততা। আগামী পরশু পূর্ণাঙ্গ সফরে শ্রীলঙ্কায় যাচ্ছেন শান্তরা। ১৭ জুন দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবেন গলে। কিন্তু ব্যাটিং অর্ডারের পুরোনো দুর্বলতা ফুটে উঠেছে সফরের আগে নেওয়া প্রস্তুতিতে।
ম্যাচের আবহে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছেন মুশফিক-মুমিনুলরা। বিসিবি সবুজ দলের হয়ে ইবাদত হোসেন ও নাঈম হাসান ব্যাটারদের কাঁপিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছেন। এইচপি দল ও শ্রীলঙ্কা সফরের টেস্ট স্কোয়াড মিলিয়ে বিসিবি গঠন করেছে লাল ও সবুজ দল। এই প্রস্তুতি ম্যাচে নেই তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। তিন সেশনের কাছাকাছি সময় ব্যাটিং করে ৬৯.৩ ওভারে ৯ উইকেটে ২৪৭ রান তোলে লাল দল।
দ্বিতীয়বার ব্যাটিং করে সর্বোচ্চ ৭৮ রান করেন মুমিনুল হক। প্রথমবার তিনি ফিরেছেন শূন্য রানে। ফিফটি ছুঁতে পারেননি দলের আর কেউই। ওপেনিংয়ে নাজমুল হোসেন শান্তর সঙ্গী ছিলেন সাদমান ইসলাম। আগের মতোই বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন শান্ত। নাঈমকে রিভার্স সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
লিটন দাসের ব্যাট থেকেও আসেনি প্রত্যাশিত রান। প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ফেরেন ৪৩ রানে। তবে মজার ব্যাপার ছিল, এ উইকেটরক্ষক-ব্যাটার ব্যাটিংয়ের সময় খেলেছেন খালেদ আহমেদের জার্সি পরে। ব্যাটিংয়ের সময় লিটনের গায়ে ছিল খালেদের ১৪ নম্বর জার্সি। রাতে ব্যাটিংয়ের একটা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট করে লিটন লিখেছেন, ‘খালেদ না লিটন? লিটন, লিটন!’ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ইমোজি।
অনেক দিন নিজেকে হারিয়ে খোঁজা মুশফিকুর রহিম ফিরেছেন শূন্য রানে। ইবাদত যেভাবে তাঁকে বোল্ড করেছেন, বিস্ময়ের যেন শেষ ছিল না মুশির। দ্রুত আউট হয়ে ইনডোরে ব্যাটিং করে নিজের প্রস্তুতি সেরেছেন। দলের হয়ে শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বি করেন ৩৬ রান।
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময় পর ফেরার আগে আত্মবিশ্বাসী বোলিং নিশ্চয়ই ইবাদতের বড় প্রাপ্তি। টেস্ট স্কোয়াডের পেস ইউনিটেও এটা বাড়তি জ্বালানি হতে পারে। দিন শেষে সবুজ দল ১ উইকেটে ৩১ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে। ওপেনার এনামুল হক বিজয় ফেরেন ১০ রানে।
প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়াই হচ্ছে মূল কথা। সেখানে জাতীয় দলের ব্যাটাররা সতীর্থ বোলারদের খেলতে যেভাবে হিমশিম খেলেন; তাতে লঙ্কায় যে বড় পরীক্ষা অপেক্ষা করছে, না বললেও চলে।
ফুটবলের উত্তাপে কদিন আড়ালে চলে গিয়েছিল ক্রিকেট। ঈদের ছুটি শেষে এখন ধীরে ধীরে ফিরছে ক্রিকেটের ব্যস্ততা। আগামী পরশু পূর্ণাঙ্গ সফরে শ্রীলঙ্কায় যাচ্ছেন শান্তরা। ১৭ জুন দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবেন গলে। কিন্তু ব্যাটিং অর্ডারের পুরোনো দুর্বলতা ফুটে উঠেছে সফরের আগে নেওয়া প্রস্তুতিতে।
ম্যাচের আবহে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছেন মুশফিক-মুমিনুলরা। বিসিবি সবুজ দলের হয়ে ইবাদত হোসেন ও নাঈম হাসান ব্যাটারদের কাঁপিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছেন। এইচপি দল ও শ্রীলঙ্কা সফরের টেস্ট স্কোয়াড মিলিয়ে বিসিবি গঠন করেছে লাল ও সবুজ দল। এই প্রস্তুতি ম্যাচে নেই তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। তিন সেশনের কাছাকাছি সময় ব্যাটিং করে ৬৯.৩ ওভারে ৯ উইকেটে ২৪৭ রান তোলে লাল দল।
দ্বিতীয়বার ব্যাটিং করে সর্বোচ্চ ৭৮ রান করেন মুমিনুল হক। প্রথমবার তিনি ফিরেছেন শূন্য রানে। ফিফটি ছুঁতে পারেননি দলের আর কেউই। ওপেনিংয়ে নাজমুল হোসেন শান্তর সঙ্গী ছিলেন সাদমান ইসলাম। আগের মতোই বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন শান্ত। নাঈমকে রিভার্স সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
লিটন দাসের ব্যাট থেকেও আসেনি প্রত্যাশিত রান। প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ফেরেন ৪৩ রানে। তবে মজার ব্যাপার ছিল, এ উইকেটরক্ষক-ব্যাটার ব্যাটিংয়ের সময় খেলেছেন খালেদ আহমেদের জার্সি পরে। ব্যাটিংয়ের সময় লিটনের গায়ে ছিল খালেদের ১৪ নম্বর জার্সি। রাতে ব্যাটিংয়ের একটা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট করে লিটন লিখেছেন, ‘খালেদ না লিটন? লিটন, লিটন!’ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ইমোজি।
অনেক দিন নিজেকে হারিয়ে খোঁজা মুশফিকুর রহিম ফিরেছেন শূন্য রানে। ইবাদত যেভাবে তাঁকে বোল্ড করেছেন, বিস্ময়ের যেন শেষ ছিল না মুশির। দ্রুত আউট হয়ে ইনডোরে ব্যাটিং করে নিজের প্রস্তুতি সেরেছেন। দলের হয়ে শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বি করেন ৩৬ রান।
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময় পর ফেরার আগে আত্মবিশ্বাসী বোলিং নিশ্চয়ই ইবাদতের বড় প্রাপ্তি। টেস্ট স্কোয়াডের পেস ইউনিটেও এটা বাড়তি জ্বালানি হতে পারে। দিন শেষে সবুজ দল ১ উইকেটে ৩১ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে। ওপেনার এনামুল হক বিজয় ফেরেন ১০ রানে।
প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়াই হচ্ছে মূল কথা। সেখানে জাতীয় দলের ব্যাটাররা সতীর্থ বোলারদের খেলতে যেভাবে হিমশিম খেলেন; তাতে লঙ্কায় যে বড় পরীক্ষা অপেক্ষা করছে, না বললেও চলে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৭ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৭ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে