গত কদিনে বিশ্বকাপের উত্তেজনার মাঝে আলোচনার টেবিলে কুইন্টন ডি কক। পরশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে একাদশ থেকে নিজেকে সরিয়ে নিয়ে এই আলোচনায় আসেন তিনি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ‘ব্ল্যাক লাইভ ম্যাটারস আন্দোলনে’ হাঁটু গেড়ে সংহতি জানানোর নিয়মটা মানতে না পেরে সরে দাঁড়িয়েছিলেন ডি কক।
তবে ঘটনার দুই দিন পর হাঁটু গেড়ে ‘ব্ল্যাক লাইভ ম্যাটারস আন্দোলনে’ সংহতি প্রকাশে সম্মতি দিয়েছেন ডি কক। একই সঙ্গে নিজের আচরণের জন্য সতীর্থ-ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। ২৮ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘আমার হাঁটু গেড়ে সংহতি প্রকাশ করা যদি কাউকে সচেতন করে তুলতে সাহায্য করে এবং অন্যদের জীবন সহজ করে তোলে, তবে আমি এটা করে খুশি হব।’
গত রাতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কর্মকর্তাদের সঙ্গে এক আবেগঘন আলাপ হয় ডি ককের। সেখানে দেশের হয়ে আবার মাঠে নামার কথা জানান তিনি। দেশের হয়ে খেলাটাকে যে নিজের মাঝে লালন করেন, সেটাও জানান বোর্ড কর্তাদের। বোর্ডের চেয়ারম্যান লওসন নাইডু এ ব্যাপারে বলেন, ‘আমি বিশ্বাস করি, ডি কক বর্ণবৈষম্যমূলক ভেদাভেদ নিয়ে ব্যক্তিগতভাবেই কাজ করে।’
ডি কক নিজেও চরম হতাশ হয়েছেন নিজের আচরণে। বলেছেন, ‘আমি জানি, কথা বলায় আমি ততটা পারদর্শী নই। কিন্তু আমার সর্বোচ্চটা দিয়ে তাদের বোঝানোর চেষ্টা করেছি এই ব্যাপারে কতটা হতাশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচ শেষে অবশ্য অধিনায়ক টেম্বা বাভুমাকে পাশেই পেয়েছিলেন ডি কক।
অধিনায়ককে ধন্যবাদ জানাতে ভোলেননি ডি কক, ‘আমার সতীর্থদের ধন্যবাদ দিতে চাই। সবাই দারুণভাবে সমর্থন দিয়েছে, বিশেষ করে আমার অধিনায়ক। মানুষ হয়তো বুঝতে পারবে না, কিন্তু সে দুর্দান্ত একজন নেতা। যদি সে, দল ও দক্ষিণ আফ্রিকা আমাকে চায়, দেশের হয়ে খেলার চেয়ে আমার কাছে খুশির আর কিছু হতে পারে না।’
গত কদিনে বিশ্বকাপের উত্তেজনার মাঝে আলোচনার টেবিলে কুইন্টন ডি কক। পরশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে একাদশ থেকে নিজেকে সরিয়ে নিয়ে এই আলোচনায় আসেন তিনি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ‘ব্ল্যাক লাইভ ম্যাটারস আন্দোলনে’ হাঁটু গেড়ে সংহতি জানানোর নিয়মটা মানতে না পেরে সরে দাঁড়িয়েছিলেন ডি কক।
তবে ঘটনার দুই দিন পর হাঁটু গেড়ে ‘ব্ল্যাক লাইভ ম্যাটারস আন্দোলনে’ সংহতি প্রকাশে সম্মতি দিয়েছেন ডি কক। একই সঙ্গে নিজের আচরণের জন্য সতীর্থ-ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। ২৮ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘আমার হাঁটু গেড়ে সংহতি প্রকাশ করা যদি কাউকে সচেতন করে তুলতে সাহায্য করে এবং অন্যদের জীবন সহজ করে তোলে, তবে আমি এটা করে খুশি হব।’
গত রাতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কর্মকর্তাদের সঙ্গে এক আবেগঘন আলাপ হয় ডি ককের। সেখানে দেশের হয়ে আবার মাঠে নামার কথা জানান তিনি। দেশের হয়ে খেলাটাকে যে নিজের মাঝে লালন করেন, সেটাও জানান বোর্ড কর্তাদের। বোর্ডের চেয়ারম্যান লওসন নাইডু এ ব্যাপারে বলেন, ‘আমি বিশ্বাস করি, ডি কক বর্ণবৈষম্যমূলক ভেদাভেদ নিয়ে ব্যক্তিগতভাবেই কাজ করে।’
ডি কক নিজেও চরম হতাশ হয়েছেন নিজের আচরণে। বলেছেন, ‘আমি জানি, কথা বলায় আমি ততটা পারদর্শী নই। কিন্তু আমার সর্বোচ্চটা দিয়ে তাদের বোঝানোর চেষ্টা করেছি এই ব্যাপারে কতটা হতাশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচ শেষে অবশ্য অধিনায়ক টেম্বা বাভুমাকে পাশেই পেয়েছিলেন ডি কক।
অধিনায়ককে ধন্যবাদ জানাতে ভোলেননি ডি কক, ‘আমার সতীর্থদের ধন্যবাদ দিতে চাই। সবাই দারুণভাবে সমর্থন দিয়েছে, বিশেষ করে আমার অধিনায়ক। মানুষ হয়তো বুঝতে পারবে না, কিন্তু সে দুর্দান্ত একজন নেতা। যদি সে, দল ও দক্ষিণ আফ্রিকা আমাকে চায়, দেশের হয়ে খেলার চেয়ে আমার কাছে খুশির আর কিছু হতে পারে না।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫