বক্সিং ডে টেস্টের দুই দিনেই জয়ের মঞ্চ তৈরি করে রেখেছে অস্ট্রেলিয়া। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন শেষে পরিষ্কার ব্যবধানে এগিয়ে প্যাট কামিন্সের দল। দ্বিতীয় ইনিংসে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার চেয়ে এখনো তারা পিছিয়ে আছে ৫১ রানে।
দ্বিতীয় দিন সকালটা অবশ্য ইংল্যান্ডেরই ছিল। ১ উইকেটে ৬১ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়ার টপ অর্ডার গুঁড়িয়ে দেন ইংলিশ পেসাররা। বিশেষ করে জেমস আন্ডারসনের দুর্দান্ত বোলিংয়ে লিড বড় করতে পারেনি অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত মার্কাস হ্যারিসের ৭৬ রানের সুবাদে অস্ট্রেলিয়ার ইনিংস থামে ২৬৭ রানে। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা মারনাস লাবুশেন ফিরেছেন মাত্র ১ রানে। স্টিভেন স্মিথ, ট্রাভিস হেডরাও এদিন রান পাননি। লেজের দিকের ব্যাটার মিচেল স্টার্ক আর প্যাট কামিন্স উপায় না পেয়ে দ্রুত রান তুলে ৮২ রানের লিড এনে দেন দলকে।
৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ে ইংলিশদের। পঞ্চম ওভারে পরপর দুই বলে ওপেনার জ্যাক ক্রলি আর ডেভিড মালানকে ফেরান স্টার্ক। খানিক বিরতি দিয়ে এবার স্কট বোল্যান্ডের জোড়া আঘাত, শিকার বানিয়েছেন ওপেনার হাসিব হামিদ ও লিচকে।
দলীয় ২২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে খাদের কিনারায় ইংল্যান্ড। সেই পুরোনো ছবিই যেন নতুন মোড়কে, অ্যাশেজের শুরু থেকে ব্যাটিং ব্যর্থতা ভোগাচ্ছে ইংল্যান্ডকে। দ্বিতীয় ইনিংসেও ছবিটা বদলায়নি। এই অবস্থাকে দলকে টেনে তোলার দায়িত্ব পড়েছে ফের জো রুটের কাঁধে। সঙ্গে উইকেটে আছেন বেন স্টোকস।
বক্সিং ডে টেস্টের দুই দিনেই জয়ের মঞ্চ তৈরি করে রেখেছে অস্ট্রেলিয়া। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন শেষে পরিষ্কার ব্যবধানে এগিয়ে প্যাট কামিন্সের দল। দ্বিতীয় ইনিংসে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার চেয়ে এখনো তারা পিছিয়ে আছে ৫১ রানে।
দ্বিতীয় দিন সকালটা অবশ্য ইংল্যান্ডেরই ছিল। ১ উইকেটে ৬১ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়ার টপ অর্ডার গুঁড়িয়ে দেন ইংলিশ পেসাররা। বিশেষ করে জেমস আন্ডারসনের দুর্দান্ত বোলিংয়ে লিড বড় করতে পারেনি অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত মার্কাস হ্যারিসের ৭৬ রানের সুবাদে অস্ট্রেলিয়ার ইনিংস থামে ২৬৭ রানে। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা মারনাস লাবুশেন ফিরেছেন মাত্র ১ রানে। স্টিভেন স্মিথ, ট্রাভিস হেডরাও এদিন রান পাননি। লেজের দিকের ব্যাটার মিচেল স্টার্ক আর প্যাট কামিন্স উপায় না পেয়ে দ্রুত রান তুলে ৮২ রানের লিড এনে দেন দলকে।
৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ে ইংলিশদের। পঞ্চম ওভারে পরপর দুই বলে ওপেনার জ্যাক ক্রলি আর ডেভিড মালানকে ফেরান স্টার্ক। খানিক বিরতি দিয়ে এবার স্কট বোল্যান্ডের জোড়া আঘাত, শিকার বানিয়েছেন ওপেনার হাসিব হামিদ ও লিচকে।
দলীয় ২২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে খাদের কিনারায় ইংল্যান্ড। সেই পুরোনো ছবিই যেন নতুন মোড়কে, অ্যাশেজের শুরু থেকে ব্যাটিং ব্যর্থতা ভোগাচ্ছে ইংল্যান্ডকে। দ্বিতীয় ইনিংসেও ছবিটা বদলায়নি। এই অবস্থাকে দলকে টেনে তোলার দায়িত্ব পড়েছে ফের জো রুটের কাঁধে। সঙ্গে উইকেটে আছেন বেন স্টোকস।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫