ঢাকা: ২০১৯ বিশ্বকাপের পর দ্বিতীয় মেয়াদে আফগানিস্তানের অধিনায়কত্ব পেয়েছিলেন আসগর আফগান। তবে ১৫ মাসের বেশি অধিনায়কত্ব করতে পারলেন না আফগানদের প্রথম টেস্ট অধিনায়ক। মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে তাঁর কিছু সিদ্ধান্তে খুশি হতে পারেনি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সব সংস্করণের অধিনায়কত্ব থেকে তাই আসগরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে এসিবি।
আপাতত টেস্ট আর ওয়ানডের জন্য একজন অধিনায়ক বেছে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এই দুই সংস্করণের জন্য টেস্ট দলের নিয়মিত মুখ হাশমতউল্লাহ শহীদিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর ডেপুটি হিসেবে থাকছেন রহমত শাহ। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে কারও নাম ঘোষণা করা হয়নি। আগের মতোই সহ-অধিনায়ক হিসেবে থাকছেন লেগ-স্পিনার রশিদ খান।
গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম আফগান ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেন হাশমতউল্লাহ। আসগরের সঙ্গে গড়েন ৩০৭ রানের রেকর্ড জুটি। দুজনের দুর্দান্ত জুটিতে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র করেছিল আফগানিস্তান। তবে আসগরের জন্য কাল হয়েছে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচটি দুই দিনেই হেরেছিল আফগানরা। আর সে ম্যাচে আসগরের নেওয়া কিছু সিদ্ধান্তই নাকি দলের হারের কারণ। এ ব্যাপারে এসিবি এক বিবৃতিতে জানিয়েছে, তদন্ত কমিটির করা এক প্রতিবেদনের ভিত্তিতেই আসগরের থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে। অধিনায়ক হিসেবে আসগরের নেওয়া কিছু সিদ্ধান্তের কারণে মার্চে আবুধাবিতে হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে হেরেছিল আফগানিস্তান।
ঢাকা: ২০১৯ বিশ্বকাপের পর দ্বিতীয় মেয়াদে আফগানিস্তানের অধিনায়কত্ব পেয়েছিলেন আসগর আফগান। তবে ১৫ মাসের বেশি অধিনায়কত্ব করতে পারলেন না আফগানদের প্রথম টেস্ট অধিনায়ক। মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে তাঁর কিছু সিদ্ধান্তে খুশি হতে পারেনি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সব সংস্করণের অধিনায়কত্ব থেকে তাই আসগরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে এসিবি।
আপাতত টেস্ট আর ওয়ানডের জন্য একজন অধিনায়ক বেছে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এই দুই সংস্করণের জন্য টেস্ট দলের নিয়মিত মুখ হাশমতউল্লাহ শহীদিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর ডেপুটি হিসেবে থাকছেন রহমত শাহ। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে কারও নাম ঘোষণা করা হয়নি। আগের মতোই সহ-অধিনায়ক হিসেবে থাকছেন লেগ-স্পিনার রশিদ খান।
গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম আফগান ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেন হাশমতউল্লাহ। আসগরের সঙ্গে গড়েন ৩০৭ রানের রেকর্ড জুটি। দুজনের দুর্দান্ত জুটিতে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র করেছিল আফগানিস্তান। তবে আসগরের জন্য কাল হয়েছে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচটি দুই দিনেই হেরেছিল আফগানরা। আর সে ম্যাচে আসগরের নেওয়া কিছু সিদ্ধান্তই নাকি দলের হারের কারণ। এ ব্যাপারে এসিবি এক বিবৃতিতে জানিয়েছে, তদন্ত কমিটির করা এক প্রতিবেদনের ভিত্তিতেই আসগরের থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে। অধিনায়ক হিসেবে আসগরের নেওয়া কিছু সিদ্ধান্তের কারণে মার্চে আবুধাবিতে হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে হেরেছিল আফগানিস্তান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫