ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার থেকে লন্ডনে ফিরতেই পরিস্থিতি উত্তপ্ত। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে লন্ডনের ওভালের পিচ কিউরেটরের বাকবিতণ্ডার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল। এমন ঘটনায় অবশ্য কোচ গম্ভীরের কোনো দোষ দেখছেন না ভারতীয় টেস্ট অধিনায়ক শুবমান গিল।
ওভালের পিচ কিউরেটর লি ফর্টিসের সঙ্গে গম্ভীরের ঝগড়ার ঘটনা ঘটেছে পরশু। ভারতের কোচিং স্টাফদের আড়াই মিটার দূর থেকে উইকেট দেখতে বলেন বলে জানা গেছে। গম্ভীর এসে যোগ দিলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। ফর্টিসের সঙ্গে গম্ভীরের তুমুল কথা কাটাকাটির ব্যাপারে জিজ্ঞেস করা হলে গিল কোচের পক্ষ নিয়েই কথা বলেছেন। ওভালে গতকাল সংবাদ সম্মেলনে ভারতীয় টেস্ট অধিনায়ক বলেন, ‘গতকাল (২৯ জুলাই) যা ঘটেছে, সেটা একেবারেই অপ্রয়োজনীয় ছিল। আমাদের উইকেট দেখার ঘটনা তো এবারই প্রথমবার নয়। প্রায় দুই মাস ধরে এখানে আছি আমরা। একজন কোচের কাছে গিয়ে উইকেট দেখার অধিকার রয়েছে। এখানে মনে হয় না কোনো ভুল হয়েছে। কিউরেটর আমাদের উইকেট দেখার কেন সুযোগ দেবেন না, ঠিক আছে।’
যে উইকেট দেখা নিয়ে পরিস্থিতি এত উত্তপ্ত, গিল এমন ঘটনার কোনো মানেই দেখেন না। লন্ডনের ওভালে গতকাল সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, ‘যতদূর জানি, আমরা কখনো কোনো নির্দেশনা পাইনি। রাবার স্পাইক পরে থাকেন বা খালি পায়ে থাকেন, কাছ থেকে উইকেট দেখা যাবে। এই সিরিজে এরই মধ্যে আমরা চার ম্যাচ খেলেছি। কেউ আমাদের পিচ দেখতে বাধা দেননি। কোচ ও অধিনায়কসহ আমরা অনেকবার পিচের কাছে গিয়েছি। যদি কিউরেটর এসে উইকেট দেখতে না করেন বা ৩ মিটার দূর থেকে দেখতে বলেন, তাহলে কিছু বলার থাকে না। এখানে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কারণ কী, আমি জানি না।’
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সিরিজের পঞ্চম টেস্ট ভারত জিতলে সিরিজ শেষ হবে ২-২ সমতায়। লন্ডনের ওভালে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ইংল্যান্ড-ভারত সিরিজের শেষ টেস্ট। এই টেস্টে জসপ্রীত বুমরা খেলবেন কিনা, সেই ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি গিল। যদিও ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগে-পরে বারবার শোনা গেছে, বুমরা এই সিরিজে তিন টেস্ট খেলবেন। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ভারতীয় তারকা পেসারের তিন ম্যাচ এরই মধ্যে খেলা হয়েছে।
ম্যানচেস্টার থেকে লন্ডনে ফিরতেই পরিস্থিতি উত্তপ্ত। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে লন্ডনের ওভালের পিচ কিউরেটরের বাকবিতণ্ডার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল। এমন ঘটনায় অবশ্য কোচ গম্ভীরের কোনো দোষ দেখছেন না ভারতীয় টেস্ট অধিনায়ক শুবমান গিল।
ওভালের পিচ কিউরেটর লি ফর্টিসের সঙ্গে গম্ভীরের ঝগড়ার ঘটনা ঘটেছে পরশু। ভারতের কোচিং স্টাফদের আড়াই মিটার দূর থেকে উইকেট দেখতে বলেন বলে জানা গেছে। গম্ভীর এসে যোগ দিলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। ফর্টিসের সঙ্গে গম্ভীরের তুমুল কথা কাটাকাটির ব্যাপারে জিজ্ঞেস করা হলে গিল কোচের পক্ষ নিয়েই কথা বলেছেন। ওভালে গতকাল সংবাদ সম্মেলনে ভারতীয় টেস্ট অধিনায়ক বলেন, ‘গতকাল (২৯ জুলাই) যা ঘটেছে, সেটা একেবারেই অপ্রয়োজনীয় ছিল। আমাদের উইকেট দেখার ঘটনা তো এবারই প্রথমবার নয়। প্রায় দুই মাস ধরে এখানে আছি আমরা। একজন কোচের কাছে গিয়ে উইকেট দেখার অধিকার রয়েছে। এখানে মনে হয় না কোনো ভুল হয়েছে। কিউরেটর আমাদের উইকেট দেখার কেন সুযোগ দেবেন না, ঠিক আছে।’
যে উইকেট দেখা নিয়ে পরিস্থিতি এত উত্তপ্ত, গিল এমন ঘটনার কোনো মানেই দেখেন না। লন্ডনের ওভালে গতকাল সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, ‘যতদূর জানি, আমরা কখনো কোনো নির্দেশনা পাইনি। রাবার স্পাইক পরে থাকেন বা খালি পায়ে থাকেন, কাছ থেকে উইকেট দেখা যাবে। এই সিরিজে এরই মধ্যে আমরা চার ম্যাচ খেলেছি। কেউ আমাদের পিচ দেখতে বাধা দেননি। কোচ ও অধিনায়কসহ আমরা অনেকবার পিচের কাছে গিয়েছি। যদি কিউরেটর এসে উইকেট দেখতে না করেন বা ৩ মিটার দূর থেকে দেখতে বলেন, তাহলে কিছু বলার থাকে না। এখানে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কারণ কী, আমি জানি না।’
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সিরিজের পঞ্চম টেস্ট ভারত জিতলে সিরিজ শেষ হবে ২-২ সমতায়। লন্ডনের ওভালে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ইংল্যান্ড-ভারত সিরিজের শেষ টেস্ট। এই টেস্টে জসপ্রীত বুমরা খেলবেন কিনা, সেই ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি গিল। যদিও ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগে-পরে বারবার শোনা গেছে, বুমরা এই সিরিজে তিন টেস্ট খেলবেন। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ভারতীয় তারকা পেসারের তিন ম্যাচ এরই মধ্যে খেলা হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে