এশিয়া কাপের সূচির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারত-পাকিস্তান ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মহাকাব্যিক লড়াই দেখার অপেক্ষায় সমর্থকেরা। ম্যাচের সময় যত ঘনিয়ে আসছে, সমর্থকদের মধ্যে খেলার উত্তেজনা তত বেড়ে যাচ্ছে। আর মাঠে নামার আগে দুই দলের ক্রিকেটাররা নিজেদের চূড়ান্ত প্রস্তুতি সেরে নিচ্ছেন। ম্যাচকে কেন্দ্র করে দুই দলই নিজেদের মতো পরিকল্পনা সাজাচ্ছে। তেমনি মহারণে নামার আগে সতীর্থদের অতীতের স্মৃতি টেনে অনুপ্রেরণা জোগাচ্ছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম।
পাকিস্তানের চূড়ান্ত অনুশীলন শেষে গতকাল সতীর্থদের অতীতের স্মৃতি স্মরণ করিয়ে দিয়েছেন বাবর। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানো ঐতিহাসিক ম্যাচের কথা বলেছেন তিনি। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদিকেও স্মরণ করেছেন অধিনায়ক। তিনি বলেছেন, ‘সেই শারীরিক ভাষাতেই লড়াই করতে হবে, যেভাবে আমরা খেলে আসছি। যেমনটা বিশ্বকাপে খেলেছি। পেছনে ফিরে ওই ম্যাচটা মনে করো। দেখবে সবকিছু মনে পড়ে যাবে। ওই ম্যাচের প্রস্তুতি মনে পড়বে। আসল প্রস্তুতি ওটাই, যা এখানে করছি। মাঠে যা কাজে লাগাতে হবে। আর নিশ্চয়ই ফল আসবে। নিজেদের ওপর বিশ্বাস রাখো। জানি, আমাদের সেরা পেসার নেই। কিন্তু ওর অভাব বুঝতে দেওয়া যাবে না। বিশেষ করে পেসারদের বলছি। সবাইকে শুভকামনা।’
দুবাই স্টেডিয়ামে আজ ভারতের বিপক্ষে খেলতে নামবেন বাবর-মোহাম্মদ রিজওয়ানরা। এই মাঠেই শেষ দেখাতে প্রতিপক্ষকে হারিয়েছিল তাঁরা। যার নেতৃত্ব দিয়েছিলেন পেসার শাহিন শাহ আফ্রিদি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে ১০ উইকেটের জয় পাওয়ার আগে তাঁর বোলিং তোপে ধসে পড়েছিল ভারতের টপ অর্ডার। ৩১ রানে ৩ উইকেট নিয়েছিলেন পাকিস্তানি এই পেসার। এবার শেষ মুহূর্তে হাঁটুর চোটে ছিটকে গেছেন দল থেকে। তাই সবকিছু মিলে ঐতিহাসিক জয় থেকেই সতীর্থদের আত্মবিশ্বাস বাড়ানোর কথা বলছেন বাবর।
এশিয়া কাপের সূচির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারত-পাকিস্তান ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মহাকাব্যিক লড়াই দেখার অপেক্ষায় সমর্থকেরা। ম্যাচের সময় যত ঘনিয়ে আসছে, সমর্থকদের মধ্যে খেলার উত্তেজনা তত বেড়ে যাচ্ছে। আর মাঠে নামার আগে দুই দলের ক্রিকেটাররা নিজেদের চূড়ান্ত প্রস্তুতি সেরে নিচ্ছেন। ম্যাচকে কেন্দ্র করে দুই দলই নিজেদের মতো পরিকল্পনা সাজাচ্ছে। তেমনি মহারণে নামার আগে সতীর্থদের অতীতের স্মৃতি টেনে অনুপ্রেরণা জোগাচ্ছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম।
পাকিস্তানের চূড়ান্ত অনুশীলন শেষে গতকাল সতীর্থদের অতীতের স্মৃতি স্মরণ করিয়ে দিয়েছেন বাবর। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানো ঐতিহাসিক ম্যাচের কথা বলেছেন তিনি। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদিকেও স্মরণ করেছেন অধিনায়ক। তিনি বলেছেন, ‘সেই শারীরিক ভাষাতেই লড়াই করতে হবে, যেভাবে আমরা খেলে আসছি। যেমনটা বিশ্বকাপে খেলেছি। পেছনে ফিরে ওই ম্যাচটা মনে করো। দেখবে সবকিছু মনে পড়ে যাবে। ওই ম্যাচের প্রস্তুতি মনে পড়বে। আসল প্রস্তুতি ওটাই, যা এখানে করছি। মাঠে যা কাজে লাগাতে হবে। আর নিশ্চয়ই ফল আসবে। নিজেদের ওপর বিশ্বাস রাখো। জানি, আমাদের সেরা পেসার নেই। কিন্তু ওর অভাব বুঝতে দেওয়া যাবে না। বিশেষ করে পেসারদের বলছি। সবাইকে শুভকামনা।’
দুবাই স্টেডিয়ামে আজ ভারতের বিপক্ষে খেলতে নামবেন বাবর-মোহাম্মদ রিজওয়ানরা। এই মাঠেই শেষ দেখাতে প্রতিপক্ষকে হারিয়েছিল তাঁরা। যার নেতৃত্ব দিয়েছিলেন পেসার শাহিন শাহ আফ্রিদি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে ১০ উইকেটের জয় পাওয়ার আগে তাঁর বোলিং তোপে ধসে পড়েছিল ভারতের টপ অর্ডার। ৩১ রানে ৩ উইকেট নিয়েছিলেন পাকিস্তানি এই পেসার। এবার শেষ মুহূর্তে হাঁটুর চোটে ছিটকে গেছেন দল থেকে। তাই সবকিছু মিলে ঐতিহাসিক জয় থেকেই সতীর্থদের আত্মবিশ্বাস বাড়ানোর কথা বলছেন বাবর।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫