ক্রিকেটে দল হিসেবে পাকিস্তান বেশ ‘আনপ্রেডিক্টেবল’। কখনো জেতা ম্যাচ এমনভাবে হারে, যা কল্পনার বাইরে। আবার হারতে বসা ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে। আগে থেকে কোনো কিছুই অনুমান করা যায় না তাদের নিয়ে।
ঠিক তেমনি পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে কখন মনোমালিন্য হয়ে যায়, সেটাও অনুমান করা যায় না। শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফের ঝামেলা সবার জানা। নিজেদের মধ্যে ছাড়াও প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে প্রায় সময় তর্কে জড়াতে দেখা যায়। ২০২২ এশিয়া কাপেই যেমন আফগানিস্তানের পেসার ফরিদ আহমেদের সঙ্গে আসিফ আলির ধাক্কাধাক্কি। এমন ছোট ছোট ঝামেলা অবশ্য অন্যান্য দলেও রয়েছে। তবে পাকিস্তানের ক্ষেত্রে একটু বেশিই দেখা যায়।
তার পরও পাকিস্তান দলের শৃঙ্খলা নিয়ে বেশ প্রশংসা করেছেন ম্যাথু হেইডেন। অস্ট্রেলিয়ান কিংবদন্তির মতে, পাকিস্তানের ক্রিকেটাররা বেশ শৃঙ্খলাপরায়ণ। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের এই শৃঙ্খলার পেছনে ইসলাম ধর্মের প্রভাব আছে বলে জানিয়েছেন তিনি।
গতকাল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তান দলের সঙ্গে হেইডেনের কাজ করার অভিজ্ঞতা জানতে চেয়েছিলেন পিসিবির সাবেক সভাপতি রমিজ রাজা। দুজনই গতকাল পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন। সেই সময়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে হেইডেন বলেছেন, ‘ইসলাম ধর্মের প্রতি খুব মনোযোগী, যেটা এই দলের মূল ভিত্তি। পাকিস্তান দলের এই জীবনপদ্ধতি তাদের মহৎ শৃঙ্খলার দিকে নিয়ে যায়। আমি এটার প্রশংসা করি। কারণ, ক্রিকেট হচ্ছে শৃঙ্খলারই খেলা। আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ, নিবেদিত ও ধারাবাহিক হতে হবে। এসব ইসলামের প্রতিনিধিত্ব করে।’
পাকিস্তানের বর্তমান দল সম্পর্কে এমনটা বলতে পারার কারণ দুই বিশ্বকাপে বাবর-রিজওয়ানদের সঙ্গে কাজ করেছেন হেইডেন। ফলে তাঁদের জীবনবোধ সম্পর্কে খুব ভালো ধারণা আছে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপজয়ী ওপেনারের। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং কনসালট্যান্ট হিসেবে ছিলেন। আর সর্বশেষ সংস্করণের বিশ্বকাপে মেন্টর হিসেবে ছিলেন ৫১ বছর বয়সী সাবেক ব্যাটার।
ক্রিকেটে দল হিসেবে পাকিস্তান বেশ ‘আনপ্রেডিক্টেবল’। কখনো জেতা ম্যাচ এমনভাবে হারে, যা কল্পনার বাইরে। আবার হারতে বসা ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে। আগে থেকে কোনো কিছুই অনুমান করা যায় না তাদের নিয়ে।
ঠিক তেমনি পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে কখন মনোমালিন্য হয়ে যায়, সেটাও অনুমান করা যায় না। শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফের ঝামেলা সবার জানা। নিজেদের মধ্যে ছাড়াও প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে প্রায় সময় তর্কে জড়াতে দেখা যায়। ২০২২ এশিয়া কাপেই যেমন আফগানিস্তানের পেসার ফরিদ আহমেদের সঙ্গে আসিফ আলির ধাক্কাধাক্কি। এমন ছোট ছোট ঝামেলা অবশ্য অন্যান্য দলেও রয়েছে। তবে পাকিস্তানের ক্ষেত্রে একটু বেশিই দেখা যায়।
তার পরও পাকিস্তান দলের শৃঙ্খলা নিয়ে বেশ প্রশংসা করেছেন ম্যাথু হেইডেন। অস্ট্রেলিয়ান কিংবদন্তির মতে, পাকিস্তানের ক্রিকেটাররা বেশ শৃঙ্খলাপরায়ণ। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের এই শৃঙ্খলার পেছনে ইসলাম ধর্মের প্রভাব আছে বলে জানিয়েছেন তিনি।
গতকাল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তান দলের সঙ্গে হেইডেনের কাজ করার অভিজ্ঞতা জানতে চেয়েছিলেন পিসিবির সাবেক সভাপতি রমিজ রাজা। দুজনই গতকাল পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন। সেই সময়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে হেইডেন বলেছেন, ‘ইসলাম ধর্মের প্রতি খুব মনোযোগী, যেটা এই দলের মূল ভিত্তি। পাকিস্তান দলের এই জীবনপদ্ধতি তাদের মহৎ শৃঙ্খলার দিকে নিয়ে যায়। আমি এটার প্রশংসা করি। কারণ, ক্রিকেট হচ্ছে শৃঙ্খলারই খেলা। আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ, নিবেদিত ও ধারাবাহিক হতে হবে। এসব ইসলামের প্রতিনিধিত্ব করে।’
পাকিস্তানের বর্তমান দল সম্পর্কে এমনটা বলতে পারার কারণ দুই বিশ্বকাপে বাবর-রিজওয়ানদের সঙ্গে কাজ করেছেন হেইডেন। ফলে তাঁদের জীবনবোধ সম্পর্কে খুব ভালো ধারণা আছে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপজয়ী ওপেনারের। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং কনসালট্যান্ট হিসেবে ছিলেন। আর সর্বশেষ সংস্করণের বিশ্বকাপে মেন্টর হিসেবে ছিলেন ৫১ বছর বয়সী সাবেক ব্যাটার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫