দক্ষিণ আফ্রিকায় অবিস্মরণীয় সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে ভারতের উদ্দেশে রওনা হয়েছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের কাটার মাস্টারের এবারের অভিযান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।
একমাত্র বাংলাদেশি হিসেবে এবার আইপিএলে খেলবেন মোস্তাফিজ। তাঁর নতুন ঠিকানা দিল্লি ক্যাপিটালস। অর্থের ঝনঝনানির আসরে সাকিব আল হাসান নিয়মিত মুখ হলেও এবার তাঁর প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। আফ্রিকা-বধের নায়ক তাসকিন আহমেদকে নতুন দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস নিতে চাইলেও তাসকিন জাতীয় দলকেই অগ্রাধিকার দিয়েছেন। সে কারণে দেশের ক্রিকেট অনুরাগীরা মোস্তাফিজের দলকেই সমর্থন করবেন বলে আশা তাঁর।
ভারতে রওনা হওয়ার প্রাক্কালে সাংবাদিকদের মোস্তাফিজ বলেছেন, ‘আগে যেটা হতো, আমি আর সাকিব ভাই খেললে বাংলাদেশের মানুষ দুই দলে ভাগ হয়ে যেত। এবার সবাই আমার দিকেই তাকিয়ে থাকবে। কারণ, এ বছর সাকিব ভাই (জাতীয় দলে) সব সংস্করণে খেলবেন।’
পেস-সতীর্থ তাসকিনের ব্যাপারে ফিজের ভাষ্য, ‘এই মুহূর্তে তাসকিন আমাদের সেরা বোলার। সেও সব সংস্করণে খেলার সিদ্ধান্ত নিয়েছে। (আইপিএলে না থাকায়) ওকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই।’
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ। তবে তাঁর ধারণা, খুব একটা খারাপ করেননি তিনি, ‘কখনো হয়তো আমি খারাপ করব, আরেকজন ভালো করবে। ক্রিকেট এমনই। আমি খুব খারাপ বোলিং করিনি।’
আইপিএলের শুরুতেই ছন্দ ফিরে পেতে উদ্গ্রীব ২৬ বছর বয়সী মোস্তাফিজ, ‘টি-টোয়েন্টিতে বড় দল-ছোট দল বলে কিছু নেই। দুই-তিনজন ক্লিক করলেই ফাইনালে ওঠা সম্ভব। আমি ছন্দে ফিরতে চাই। শুরু থেকেই ভালো করতে পারলে আত্মবিশ্বাস চলে আসবে। ছন্দ ধরে রাখাও তখন সহজ হবে।’
টেস্ট সিরিজে না থাকলেও সতীর্থদের নিয়ে আশাবাদী ফিজ, ‘ (জানুয়ারিতে) নিউজিল্যান্ড সফরেও আমি ছিলাম না। তবু কিন্তু আমরা টেস্ট জিতেছি। দক্ষিণ আফ্রিকাতেও আমাদের টেস্ট জয়ের সম্ভাবনা আছে। আমাদের পেস বোলিং লাইন আপ এখন শক্তিশালী। ব্যাটাররাও রান করছে। আমার বিশ্বাস, ওয়ানডের ধারাবাহিকতা টেস্টেও দলকে এগিয়ে নিয়ে যাবে।’
মোস্তাফিজুর রহমান সম্পর্কিত পড়ুন:
দক্ষিণ আফ্রিকায় অবিস্মরণীয় সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে ভারতের উদ্দেশে রওনা হয়েছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের কাটার মাস্টারের এবারের অভিযান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।
একমাত্র বাংলাদেশি হিসেবে এবার আইপিএলে খেলবেন মোস্তাফিজ। তাঁর নতুন ঠিকানা দিল্লি ক্যাপিটালস। অর্থের ঝনঝনানির আসরে সাকিব আল হাসান নিয়মিত মুখ হলেও এবার তাঁর প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। আফ্রিকা-বধের নায়ক তাসকিন আহমেদকে নতুন দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস নিতে চাইলেও তাসকিন জাতীয় দলকেই অগ্রাধিকার দিয়েছেন। সে কারণে দেশের ক্রিকেট অনুরাগীরা মোস্তাফিজের দলকেই সমর্থন করবেন বলে আশা তাঁর।
ভারতে রওনা হওয়ার প্রাক্কালে সাংবাদিকদের মোস্তাফিজ বলেছেন, ‘আগে যেটা হতো, আমি আর সাকিব ভাই খেললে বাংলাদেশের মানুষ দুই দলে ভাগ হয়ে যেত। এবার সবাই আমার দিকেই তাকিয়ে থাকবে। কারণ, এ বছর সাকিব ভাই (জাতীয় দলে) সব সংস্করণে খেলবেন।’
পেস-সতীর্থ তাসকিনের ব্যাপারে ফিজের ভাষ্য, ‘এই মুহূর্তে তাসকিন আমাদের সেরা বোলার। সেও সব সংস্করণে খেলার সিদ্ধান্ত নিয়েছে। (আইপিএলে না থাকায়) ওকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই।’
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ। তবে তাঁর ধারণা, খুব একটা খারাপ করেননি তিনি, ‘কখনো হয়তো আমি খারাপ করব, আরেকজন ভালো করবে। ক্রিকেট এমনই। আমি খুব খারাপ বোলিং করিনি।’
আইপিএলের শুরুতেই ছন্দ ফিরে পেতে উদ্গ্রীব ২৬ বছর বয়সী মোস্তাফিজ, ‘টি-টোয়েন্টিতে বড় দল-ছোট দল বলে কিছু নেই। দুই-তিনজন ক্লিক করলেই ফাইনালে ওঠা সম্ভব। আমি ছন্দে ফিরতে চাই। শুরু থেকেই ভালো করতে পারলে আত্মবিশ্বাস চলে আসবে। ছন্দ ধরে রাখাও তখন সহজ হবে।’
টেস্ট সিরিজে না থাকলেও সতীর্থদের নিয়ে আশাবাদী ফিজ, ‘ (জানুয়ারিতে) নিউজিল্যান্ড সফরেও আমি ছিলাম না। তবু কিন্তু আমরা টেস্ট জিতেছি। দক্ষিণ আফ্রিকাতেও আমাদের টেস্ট জয়ের সম্ভাবনা আছে। আমাদের পেস বোলিং লাইন আপ এখন শক্তিশালী। ব্যাটাররাও রান করছে। আমার বিশ্বাস, ওয়ানডের ধারাবাহিকতা টেস্টেও দলকে এগিয়ে নিয়ে যাবে।’
মোস্তাফিজুর রহমান সম্পর্কিত পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫