নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজুর রহমানের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের ডাকে।
ভারত-পাকিস্তানের দুই দেশের সংঘাতের জেরে স্থগিত আইপিএল-পিএসএল শুরু হওয়ার তারিখ ঘোষণা করলেও অনেক ফ্র্যাঞ্চাইজি ভালো মানের বিদেশি ক্রিকেটারের সংকটে পড়েছে। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা আবার আগামী মাসে মুখোমুখি হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। সেই ফাইনাল সামনে রেখে এই দুই দলের খেলোয়াড়দের আইপিএলের শেষ পর্যন্ত পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। বিদেশি খেলোয়াড়ের এই সংকটই মূলত মোস্তাফিজকে বিস্ময়জাগানিয়া ৬ কোটি রুপিতে (প্রায় ৮ কোটি টাকা) দিল্লিতে সুযোগ করে দিয়েছে। এত দামে বাংলাদেশের আর কোনো ক্রিকেটারকে নেয়নি আইপিএলের কোনো দল। আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইট জানানো হয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ানোয় তাঁর জায়গায় মোস্তাফিজকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পারিশ্রমিকের চেয়ে মোস্তাফিজের চিন্তা বেশি বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে। আজ সন্ধ্যায় বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আনুষ্ঠানিকভাবে এখনো আমাদের কাছে কোনো এনওসির আবেদন আসেনি। এলে সংশ্লিষ্ট বিভাগের সুপারিশ অনুযায়ী বোর্ড সিদ্ধান্ত নেবে।’ তবে মোস্তাফিজের পারিবারিক সূত্রে জানা গেছে, গত কদিনে মৌখিকভাবে বিসিবির দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে দিল্লির প্রস্তাব নিয়ে তাঁদের আলোচনা হয়েছে। তাদের আলোচনার বিষয় নাকি ছিল, দিল্লির হয়ে মোস্তাফিজ কটি ম্যাচ খেলার এনওসি পাবেন—দুটি নাকি তিনটি। বিসিবির কর্মকর্তারা এই যুক্তির বিপরীতে বলেছেন, মুখের কথায় কি আর সব চূড়ান্ত হয়!
দিল্লির পরের ম্যাচে ১৮ মে। আমিরাতের বিপক্ষে বাংলাদেশের সিরিজের প্রথম ম্যাচ ১৭ মে আর শেষ ম্যাচ ১৯ মে। মোস্তাফিজকে ১৮ মে দিল্লির হয়ে বিসিবি খেলতে দেবে কি না, সেটি অনিশ্চিত। দিল্লি ১১ ম্যাচ খেলে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে। দিল্লি যদি প্লে-অফ ও ফাইনালে ওঠে, মোস্তাফিজের বাড়তি দুটি ম্যাচ বেশি খেলার সুযোগ থাকলেও ওই সময়ে আবার পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা বাংলাদেশের। সব মিলিয়ে দিল্লির হয়ে ফিজের মাত্র ২টি ম্যাচ খেলার সুযোগ থাকছে। যদিও তিনি চাইছেন অন্তত ৩টি ম্যাচ খেলার। এনওসি পেতে আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন মোস্তাফিজ। এখন বিসিবি তাঁকে কটি ম্যাচ খেলতে এনওসি দেয় কিংবা আদৌ দেয় কি না, সেটিই দেখার।
ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজুর রহমানের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের ডাকে।
ভারত-পাকিস্তানের দুই দেশের সংঘাতের জেরে স্থগিত আইপিএল-পিএসএল শুরু হওয়ার তারিখ ঘোষণা করলেও অনেক ফ্র্যাঞ্চাইজি ভালো মানের বিদেশি ক্রিকেটারের সংকটে পড়েছে। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা আবার আগামী মাসে মুখোমুখি হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। সেই ফাইনাল সামনে রেখে এই দুই দলের খেলোয়াড়দের আইপিএলের শেষ পর্যন্ত পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। বিদেশি খেলোয়াড়ের এই সংকটই মূলত মোস্তাফিজকে বিস্ময়জাগানিয়া ৬ কোটি রুপিতে (প্রায় ৮ কোটি টাকা) দিল্লিতে সুযোগ করে দিয়েছে। এত দামে বাংলাদেশের আর কোনো ক্রিকেটারকে নেয়নি আইপিএলের কোনো দল। আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইট জানানো হয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ানোয় তাঁর জায়গায় মোস্তাফিজকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পারিশ্রমিকের চেয়ে মোস্তাফিজের চিন্তা বেশি বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে। আজ সন্ধ্যায় বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আনুষ্ঠানিকভাবে এখনো আমাদের কাছে কোনো এনওসির আবেদন আসেনি। এলে সংশ্লিষ্ট বিভাগের সুপারিশ অনুযায়ী বোর্ড সিদ্ধান্ত নেবে।’ তবে মোস্তাফিজের পারিবারিক সূত্রে জানা গেছে, গত কদিনে মৌখিকভাবে বিসিবির দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে দিল্লির প্রস্তাব নিয়ে তাঁদের আলোচনা হয়েছে। তাদের আলোচনার বিষয় নাকি ছিল, দিল্লির হয়ে মোস্তাফিজ কটি ম্যাচ খেলার এনওসি পাবেন—দুটি নাকি তিনটি। বিসিবির কর্মকর্তারা এই যুক্তির বিপরীতে বলেছেন, মুখের কথায় কি আর সব চূড়ান্ত হয়!
দিল্লির পরের ম্যাচে ১৮ মে। আমিরাতের বিপক্ষে বাংলাদেশের সিরিজের প্রথম ম্যাচ ১৭ মে আর শেষ ম্যাচ ১৯ মে। মোস্তাফিজকে ১৮ মে দিল্লির হয়ে বিসিবি খেলতে দেবে কি না, সেটি অনিশ্চিত। দিল্লি ১১ ম্যাচ খেলে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে। দিল্লি যদি প্লে-অফ ও ফাইনালে ওঠে, মোস্তাফিজের বাড়তি দুটি ম্যাচ বেশি খেলার সুযোগ থাকলেও ওই সময়ে আবার পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা বাংলাদেশের। সব মিলিয়ে দিল্লির হয়ে ফিজের মাত্র ২টি ম্যাচ খেলার সুযোগ থাকছে। যদিও তিনি চাইছেন অন্তত ৩টি ম্যাচ খেলার। এনওসি পেতে আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন মোস্তাফিজ। এখন বিসিবি তাঁকে কটি ম্যাচ খেলতে এনওসি দেয় কিংবা আদৌ দেয় কি না, সেটিই দেখার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে