পরিবারের কেউ অসুস্থ হলে স্বাভাবিকভাবেই তা কোনো খেলোয়াড়ের পারফরম্যান্সে প্রভাব ফেলার কথা। তবে মানসিক শক্তির পরীক্ষায় গতকাল যেন ‘লেটার মার্কস’ পেয়ে পাস করলেন মহসিন খান। বাবা আইসিইউতে ভর্তি হওয়া সত্ত্বেও খেলায় তার প্রভাব পড়তে দেননি তিনি। আইপিএলে গতকাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে এনে দিয়েছেন রুদ্ধশ্বাস এক জয়।
লক্ষ্ণৌর অটলবিহারি বাজপেয়ি স্টেডিয়ামে গতকাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের প্রতিপক্ষ ছিল মুম্বাই ইন্ডিয়ানস। ১৭৮ রান তাড়া করতে নামা মুম্বাইয়ের শেষ ওভারে জিততে দরকার ছিল ১১ রান। উইকেটে তখন ছিলেন ক্যামেরন গ্রিন ও টিম ডেভিড। ঝোড়ো ব্যাটিংয়ে বিখ্যাত অস্ট্রেলিয়ার এই দুই ব্যাটারকে হাত খুলে খেলতে দেননি মোহসিন। শেষ ওভারে লক্ষ্ণৌর এই বাঁহাতি পেসার দিয়েছেন মাত্র ৫ রান। ক্রুনাল পান্ডিয়ার লক্ষ্ণৌও জিতেছে পাঁচ রানে। ম্যাচসেরা না হলেও এই জয় নিজের বাবাকে উৎসর্গ করেছেন মহসিন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লক্ষ্ণৌর এই বাঁহাতি পেসার বলেন, ‘বাবা হাসপাতালের আইসিইউতে ছিলেন। গতকাল (গত পরশু) তিনি ছাড়া পেয়েছেন এবং আশা করি আজ (গতকাল) তিনি দেখছেন। বাবার জন্য আমি আজ খেলেছি। তিনি হাসপাতাল থেকে আজ ছাড়া পেয়েছেন।’ দল ও সাপোর্টিং স্টাফকে ধন্যবাদ আমার ওপর বিশ্বাস রাখায়।’
এবারের আইপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছেন মহসিন। ১১.৩৩ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। লক্ষ্ণৌ এবারের আইপিএলে রয়েছে ভালো অবস্থানে। ১৩ ম্যাচে ৭ জয়, ৫ পরাজয় ও ১ ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে রয়েছে ক্রুনালের দল।
পরিবারের কেউ অসুস্থ হলে স্বাভাবিকভাবেই তা কোনো খেলোয়াড়ের পারফরম্যান্সে প্রভাব ফেলার কথা। তবে মানসিক শক্তির পরীক্ষায় গতকাল যেন ‘লেটার মার্কস’ পেয়ে পাস করলেন মহসিন খান। বাবা আইসিইউতে ভর্তি হওয়া সত্ত্বেও খেলায় তার প্রভাব পড়তে দেননি তিনি। আইপিএলে গতকাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে এনে দিয়েছেন রুদ্ধশ্বাস এক জয়।
লক্ষ্ণৌর অটলবিহারি বাজপেয়ি স্টেডিয়ামে গতকাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের প্রতিপক্ষ ছিল মুম্বাই ইন্ডিয়ানস। ১৭৮ রান তাড়া করতে নামা মুম্বাইয়ের শেষ ওভারে জিততে দরকার ছিল ১১ রান। উইকেটে তখন ছিলেন ক্যামেরন গ্রিন ও টিম ডেভিড। ঝোড়ো ব্যাটিংয়ে বিখ্যাত অস্ট্রেলিয়ার এই দুই ব্যাটারকে হাত খুলে খেলতে দেননি মোহসিন। শেষ ওভারে লক্ষ্ণৌর এই বাঁহাতি পেসার দিয়েছেন মাত্র ৫ রান। ক্রুনাল পান্ডিয়ার লক্ষ্ণৌও জিতেছে পাঁচ রানে। ম্যাচসেরা না হলেও এই জয় নিজের বাবাকে উৎসর্গ করেছেন মহসিন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লক্ষ্ণৌর এই বাঁহাতি পেসার বলেন, ‘বাবা হাসপাতালের আইসিইউতে ছিলেন। গতকাল (গত পরশু) তিনি ছাড়া পেয়েছেন এবং আশা করি আজ (গতকাল) তিনি দেখছেন। বাবার জন্য আমি আজ খেলেছি। তিনি হাসপাতাল থেকে আজ ছাড়া পেয়েছেন।’ দল ও সাপোর্টিং স্টাফকে ধন্যবাদ আমার ওপর বিশ্বাস রাখায়।’
এবারের আইপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছেন মহসিন। ১১.৩৩ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। লক্ষ্ণৌ এবারের আইপিএলে রয়েছে ভালো অবস্থানে। ১৩ ম্যাচে ৭ জয়, ৫ পরাজয় ও ১ ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে রয়েছে ক্রুনালের দল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫