নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একবুক আশা নিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ। বিশ্বকাপের আগের ছয় আসরে নিজেদের ব্যর্থতার গল্পগুলো এবার মোছার আত্মবিশ্বাসের কথাও শুনিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বাংলাদেশ অধিনায়কের সেই আশা প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে। স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছে মাহমুদউল্লাহর দল।
ম্যাচ শেষে গতরাতে সংবাদ সম্মেলনে এ নিয়ে চূড়ান্ত হতাশা দেখা গেছে মাহমুদউল্লাহর চোখেমুখে। আইসিসির সহযোগী দেশটির কাছে এই হার মানতে পারছেন না নাজমুল হাসান পাপনও। আজ কোচ রাসেল ডমিঙ্গো, অধিনায়ক মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানের সঙ্গে এক ভার্চুয়াল সভা করেন বিসিবিপ্রধান। পরে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি।
নিজের হতাশার কথা বলতে গিয়ে পাপন বলেছেন, ‘আমরা শ্রীলঙ্কার সঙ্গে অনুশীলন ম্যাচ হেরেছি, আয়ারল্যান্ডের সঙ্গেও হেরেছি। তখন নিয়মিত চার ক্রিকেটার ছিল না। তামিম তো আগে থেকেই নেই। সাকিব, রিয়াদ, মোস্তাফিজও ছিল না। একটা দলের নিয়মিত তিন-চারজন খেলোয়াড় না খেললে এটা হতেই পারে। কিন্তু কাল তো আমাদের আসল দলটা খেলেছে। সত্যি কথা বলতে, কখনো চিন্তাও করিনি যে স্কটল্যান্ডের সঙ্গে আমরা হারতে পারি।’
বিশ্বকাপে তামিমের না খেলা নিয়েও কথা বলেছেন পাপন। এ ব্যাপারটা আগে থেকেই জানতেন তিনি। তবে তামিম ছাড়া আরও একজনের না খেলার কথা ছিল বলে জানালেন বিসিবিপ্রধান। সাংবাদিকদের তিনি বলেন, ‘তামিমের না খেলার ব্যাপারটা আপনারা (সাংবাদিকেরা) জানার অনেক আগে থেকেই আমি জানি। আমি ভেবেছিলাম আরও একজন খেলবে না। এ রকম তথ্য আমার কাছে ছিল। কিন্তু সে খেলছে। আমার কথা হচ্ছে, এগুলো মনের মধ্যে রাখার তো কিছু নাই। খেললে খেলবে না খেললে নেই। সোজা বলে দেবে।’
বিশ্বকাপ থেকে তামিমের সরে দাঁড়ানোকে অনেকেই অভিমান হিসেবে দেখছেন। তবে খেলোয়াড়দের এই ব্যাপারটাকে অগ্রহণযোগ্য বলছেন পাপন, ‘খেলোয়াড়েরা অভিমান করে বলে দেবে আমি খেলব না, এটা আমার কাছে গ্রহণযোগ্য না।’ বিসিবি সভাপতির প্রশ্ন, অভিমানটা কার সঙ্গে, ‘অভিমান, দেশের সঙ্গে? এ দেশেই তো থাকে সে। আমার কাছে এ ধরনের আবেগের কোনো জায়গা নেই। আমার কথা হচ্ছে, কেউ খেলতে চাইলে খেলবে, না চাইলে খেলবে না।’
একবুক আশা নিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ। বিশ্বকাপের আগের ছয় আসরে নিজেদের ব্যর্থতার গল্পগুলো এবার মোছার আত্মবিশ্বাসের কথাও শুনিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বাংলাদেশ অধিনায়কের সেই আশা প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে। স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছে মাহমুদউল্লাহর দল।
ম্যাচ শেষে গতরাতে সংবাদ সম্মেলনে এ নিয়ে চূড়ান্ত হতাশা দেখা গেছে মাহমুদউল্লাহর চোখেমুখে। আইসিসির সহযোগী দেশটির কাছে এই হার মানতে পারছেন না নাজমুল হাসান পাপনও। আজ কোচ রাসেল ডমিঙ্গো, অধিনায়ক মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানের সঙ্গে এক ভার্চুয়াল সভা করেন বিসিবিপ্রধান। পরে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি।
নিজের হতাশার কথা বলতে গিয়ে পাপন বলেছেন, ‘আমরা শ্রীলঙ্কার সঙ্গে অনুশীলন ম্যাচ হেরেছি, আয়ারল্যান্ডের সঙ্গেও হেরেছি। তখন নিয়মিত চার ক্রিকেটার ছিল না। তামিম তো আগে থেকেই নেই। সাকিব, রিয়াদ, মোস্তাফিজও ছিল না। একটা দলের নিয়মিত তিন-চারজন খেলোয়াড় না খেললে এটা হতেই পারে। কিন্তু কাল তো আমাদের আসল দলটা খেলেছে। সত্যি কথা বলতে, কখনো চিন্তাও করিনি যে স্কটল্যান্ডের সঙ্গে আমরা হারতে পারি।’
বিশ্বকাপে তামিমের না খেলা নিয়েও কথা বলেছেন পাপন। এ ব্যাপারটা আগে থেকেই জানতেন তিনি। তবে তামিম ছাড়া আরও একজনের না খেলার কথা ছিল বলে জানালেন বিসিবিপ্রধান। সাংবাদিকদের তিনি বলেন, ‘তামিমের না খেলার ব্যাপারটা আপনারা (সাংবাদিকেরা) জানার অনেক আগে থেকেই আমি জানি। আমি ভেবেছিলাম আরও একজন খেলবে না। এ রকম তথ্য আমার কাছে ছিল। কিন্তু সে খেলছে। আমার কথা হচ্ছে, এগুলো মনের মধ্যে রাখার তো কিছু নাই। খেললে খেলবে না খেললে নেই। সোজা বলে দেবে।’
বিশ্বকাপ থেকে তামিমের সরে দাঁড়ানোকে অনেকেই অভিমান হিসেবে দেখছেন। তবে খেলোয়াড়দের এই ব্যাপারটাকে অগ্রহণযোগ্য বলছেন পাপন, ‘খেলোয়াড়েরা অভিমান করে বলে দেবে আমি খেলব না, এটা আমার কাছে গ্রহণযোগ্য না।’ বিসিবি সভাপতির প্রশ্ন, অভিমানটা কার সঙ্গে, ‘অভিমান, দেশের সঙ্গে? এ দেশেই তো থাকে সে। আমার কাছে এ ধরনের আবেগের কোনো জায়গা নেই। আমার কথা হচ্ছে, কেউ খেলতে চাইলে খেলবে, না চাইলে খেলবে না।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫