নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বেতন বাড়ছে সাকিব–তামিম–মুশফিকদের। কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের বেতন বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুরে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন আকরাম খান।
আকরাম জানিয়েছেন, প্রাথমিকভাবে কেন্দ্রীয় চুক্তিতে ২৩-২৪ ক্রিকেটারের নাম থাকলেও সেটা কমে আসবে। চূড়ান্ত তালিকাটা হতে পারে ১৮-২০ ক্রিকেটারের। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম সাংবাদিকদের বলেছেন, ‘করোনা পরিস্থিতিতে অন্য বোর্ডে খেলোয়াড়, স্টাফদের বেতন কমিয়েছে। আমরা বোর্ড সভাপতিকে অনুরোধ করেছি, বেতন যেন ১০-২০ শতাংশ বাড়ে। কীভাবে বাড়বে, এটা আমরা ভাবব। তবে মৌখিকভাবে অনুমোদন হয়েছে যে বেতনটা বাড়বে।’
বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়েছে জাতীয় দলের মতোই আরও একটি দল গঠন করা হবে। এই দলের নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ টাইগার্স’। এই ছায়া দলের কাজ কী বা কীভাবে এই দল পরিচালিত হবে—এই বিষয়ে অবশ্য পরিষ্কার নন আকরাম খান। ছায়া দল নিয়ে বিসিবির পরিচালক কাজী ইনাম আহমেদ পরশু সাংবাদিকদের জানিয়েছিলেন, জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটার ও যাঁদের জাতীয় দলে খেলার সম্ভাবনা আছে, এমন ক্রিকেটারদের নিয়ে ছায়া দল হবে। এখন প্রশ্ন উঠেছে, ‘এ’ দলের কাজ কী হবে তাহলে?
যেকোনো দেশে জাতীয় দলের পরই দ্বিতীয় সেরা দল বিবেচনা করা হয় ‘এ’ দলকে। ‘এ’ দল সব সময়ই জাতীয় দল ও জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের সেতু হিসেবে কাজ করে। ছায়া দল নিয়ে কাজী ইনামের যে ধারণা দিয়েছেন, তাতে বোঝা যাচ্ছে, জাতীয় দলের বদলি ক্রিকেটারদের প্রস্তুত রাখা হবে এই দলের মূল লক্ষ্য। সেটিই যদি হয়, ‘এ’ দল আর ছায়া দলের কাজ তো একই দাঁড়াচ্ছে। তাহলে একই আদলে দুই নামে দুই দল কেন গঠন করা?
এই প্রশ্নে আকরামের সরল স্বীকারোক্তি, ‘আমি পরিষ্কার নই, ওদের কাজটা কী। আমি জানি না। আমার সঙ্গে এটা নিয়ে ওদের আলাপ হয়নি। ব্যাপারটা নিয়ে ওদের সঙ্গে বসতে হবে।’
ঢাকা: বেতন বাড়ছে সাকিব–তামিম–মুশফিকদের। কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের বেতন বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুরে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন আকরাম খান।
আকরাম জানিয়েছেন, প্রাথমিকভাবে কেন্দ্রীয় চুক্তিতে ২৩-২৪ ক্রিকেটারের নাম থাকলেও সেটা কমে আসবে। চূড়ান্ত তালিকাটা হতে পারে ১৮-২০ ক্রিকেটারের। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম সাংবাদিকদের বলেছেন, ‘করোনা পরিস্থিতিতে অন্য বোর্ডে খেলোয়াড়, স্টাফদের বেতন কমিয়েছে। আমরা বোর্ড সভাপতিকে অনুরোধ করেছি, বেতন যেন ১০-২০ শতাংশ বাড়ে। কীভাবে বাড়বে, এটা আমরা ভাবব। তবে মৌখিকভাবে অনুমোদন হয়েছে যে বেতনটা বাড়বে।’
বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়েছে জাতীয় দলের মতোই আরও একটি দল গঠন করা হবে। এই দলের নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ টাইগার্স’। এই ছায়া দলের কাজ কী বা কীভাবে এই দল পরিচালিত হবে—এই বিষয়ে অবশ্য পরিষ্কার নন আকরাম খান। ছায়া দল নিয়ে বিসিবির পরিচালক কাজী ইনাম আহমেদ পরশু সাংবাদিকদের জানিয়েছিলেন, জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটার ও যাঁদের জাতীয় দলে খেলার সম্ভাবনা আছে, এমন ক্রিকেটারদের নিয়ে ছায়া দল হবে। এখন প্রশ্ন উঠেছে, ‘এ’ দলের কাজ কী হবে তাহলে?
যেকোনো দেশে জাতীয় দলের পরই দ্বিতীয় সেরা দল বিবেচনা করা হয় ‘এ’ দলকে। ‘এ’ দল সব সময়ই জাতীয় দল ও জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের সেতু হিসেবে কাজ করে। ছায়া দল নিয়ে কাজী ইনামের যে ধারণা দিয়েছেন, তাতে বোঝা যাচ্ছে, জাতীয় দলের বদলি ক্রিকেটারদের প্রস্তুত রাখা হবে এই দলের মূল লক্ষ্য। সেটিই যদি হয়, ‘এ’ দল আর ছায়া দলের কাজ তো একই দাঁড়াচ্ছে। তাহলে একই আদলে দুই নামে দুই দল কেন গঠন করা?
এই প্রশ্নে আকরামের সরল স্বীকারোক্তি, ‘আমি পরিষ্কার নই, ওদের কাজটা কী। আমি জানি না। আমার সঙ্গে এটা নিয়ে ওদের আলাপ হয়নি। ব্যাপারটা নিয়ে ওদের সঙ্গে বসতে হবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫