ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
জাকির হাসানের জয়সূচক বাউন্ডারির পর ড্রেসিংরুমে করতালি দিয়ে দাঁড়িয়ে গেলেন সতীর্থ ও কোচিং স্টাফরা। টিভি স্ক্রিনে ধরা দিলেন হাস্যোজ্জ্বল সাকিবও, যখন তিনি মাঠের বাইরে হত্যা মামলার আসামি! এমন কঠিন পরিস্থিতির মধ্যেও দুর্দান্ত পারফরম আর মুখে জয়ের হাসি—সাকিব বলেই হয়তো সম্ভব।
মাঠের বাইরের বিতর্ক সাকিবের খেলায় বাধা হবে, এটি বিশ্বাস করেন না তাঁর গুরু নাজমুল আবেদীন ফাহিমও। মাঠে নামলে ২২ গজের বাইরে অন্য কিছু চিন্তা করেন না সাকিব। গতকাল ম্যাচ শেষে এমন মন্তব্য করেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
সাকিব মনোযোগটা ক্রিকেটে ফেরাতেই রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় দেখেছে বাংলাদেশ। তাঁর শরীরী ভাষায় ছিল জয়ের ক্ষুধা, দায়িত্ববোধ আর প্রতিপক্ষের ওপর আক্রমণাত্মক থাবা। ঠিক একই ব্যাপার যেন লক্ষ্য করেছেন গুরু ফাহিমও। কথা বলেছেন সাকিবের সঙ্গে। মিরপুরে আজ দুপুরে সংবাদমাধ্যমকে ফাহিম বললেন, ‘আমার দুটো পরিচয় আছে। বোর্ডের পক্ষ থেকে নয়, আমি সাকিবের সঙ্গে কথা বলেছি গুরু হিসেবে। ওর পারফরম্যান্স নিয়ে, কীভাবে কি করলে ভালো হবে, এটা নিয়ে কথা বলেছি।’
সাকিবের পরিবর্তন নিয়ে ফাহিম বলেছেন, ‘সাকিবের বোলিংয়ের মধ্যে দেখেছি আগে বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে বল করতে স্বাচ্ছন্দ্যে বোধ করত না। কিন্তু গতকাল একজন পুরোদস্তুর টেস্ট ক্রিকেটার যেভাবে বল করে সেভাবে সে পারফরম্যান্স করেছে। নিজের ওপর যে আস্থা থাকতে হয় একজন বোলারের, সেই আস্থা নিয়ে বোলিং করেছে। ডানহাতি-বাঁহাতি সব ব্যাটারের বিপক্ষেই আস্থা নিয়ে বোলিং করেছে।’
ফাহিম বললেন উইকেটের ক্ষুধা নিয়ে বোলিং করেছেন সাকিব, ‘ওকে যখনই বোলিং দেওয়া হয়েছে। উইকেট নেওয়ার জন্যই বল করেছে মনে হয়েছে। সতীর্থ অন্য ক্রিকেটারদের সঙ্গে মাঠেই ছোট ছোট আলাপ করেছে। মিরাজকে পরামর্শ দিয়েছে। ম্যাচের মধ্যে ঢুকেছিল। খুব উপভোগ করেছে মনে হয়েছে। এখান থেকে দারুণ প্রেরণা পেয়েছে। সে যদি দ্বিতীয় ম্যাচে সুযোগ পায় তাহলে দারুণ কিছু হবে।’
জাকির হাসানের জয়সূচক বাউন্ডারির পর ড্রেসিংরুমে করতালি দিয়ে দাঁড়িয়ে গেলেন সতীর্থ ও কোচিং স্টাফরা। টিভি স্ক্রিনে ধরা দিলেন হাস্যোজ্জ্বল সাকিবও, যখন তিনি মাঠের বাইরে হত্যা মামলার আসামি! এমন কঠিন পরিস্থিতির মধ্যেও দুর্দান্ত পারফরম আর মুখে জয়ের হাসি—সাকিব বলেই হয়তো সম্ভব।
মাঠের বাইরের বিতর্ক সাকিবের খেলায় বাধা হবে, এটি বিশ্বাস করেন না তাঁর গুরু নাজমুল আবেদীন ফাহিমও। মাঠে নামলে ২২ গজের বাইরে অন্য কিছু চিন্তা করেন না সাকিব। গতকাল ম্যাচ শেষে এমন মন্তব্য করেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
সাকিব মনোযোগটা ক্রিকেটে ফেরাতেই রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় দেখেছে বাংলাদেশ। তাঁর শরীরী ভাষায় ছিল জয়ের ক্ষুধা, দায়িত্ববোধ আর প্রতিপক্ষের ওপর আক্রমণাত্মক থাবা। ঠিক একই ব্যাপার যেন লক্ষ্য করেছেন গুরু ফাহিমও। কথা বলেছেন সাকিবের সঙ্গে। মিরপুরে আজ দুপুরে সংবাদমাধ্যমকে ফাহিম বললেন, ‘আমার দুটো পরিচয় আছে। বোর্ডের পক্ষ থেকে নয়, আমি সাকিবের সঙ্গে কথা বলেছি গুরু হিসেবে। ওর পারফরম্যান্স নিয়ে, কীভাবে কি করলে ভালো হবে, এটা নিয়ে কথা বলেছি।’
সাকিবের পরিবর্তন নিয়ে ফাহিম বলেছেন, ‘সাকিবের বোলিংয়ের মধ্যে দেখেছি আগে বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে বল করতে স্বাচ্ছন্দ্যে বোধ করত না। কিন্তু গতকাল একজন পুরোদস্তুর টেস্ট ক্রিকেটার যেভাবে বল করে সেভাবে সে পারফরম্যান্স করেছে। নিজের ওপর যে আস্থা থাকতে হয় একজন বোলারের, সেই আস্থা নিয়ে বোলিং করেছে। ডানহাতি-বাঁহাতি সব ব্যাটারের বিপক্ষেই আস্থা নিয়ে বোলিং করেছে।’
ফাহিম বললেন উইকেটের ক্ষুধা নিয়ে বোলিং করেছেন সাকিব, ‘ওকে যখনই বোলিং দেওয়া হয়েছে। উইকেট নেওয়ার জন্যই বল করেছে মনে হয়েছে। সতীর্থ অন্য ক্রিকেটারদের সঙ্গে মাঠেই ছোট ছোট আলাপ করেছে। মিরাজকে পরামর্শ দিয়েছে। ম্যাচের মধ্যে ঢুকেছিল। খুব উপভোগ করেছে মনে হয়েছে। এখান থেকে দারুণ প্রেরণা পেয়েছে। সে যদি দ্বিতীয় ম্যাচে সুযোগ পায় তাহলে দারুণ কিছু হবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫