নিজের ৩৫তম জন্মদিনটা দুর্দান্তভাবেই রাঙালেন তামিম ইকবাল। ডিপিএলের শুরুর তিন ম্যাচে ছন্দে না থাকা বাঁহাতি ব্যাটার আজ ফিফটি তুলে নিয়েছেন। তামিমের মতো ম্যাচে ফিফটি পেয়েছেন তাঁর সতীর্থ পারভেজ হোসেন ইমন।
দুই ওপেনারের ফিফটিতে টানা চতুর্থ জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপির ৩ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে চতুর্থ জয় পেয়েছে প্রাইম ব্যাংক। ১৩৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ১১৮ রান তোলেন তামিম-পারভেজ। তবে ২ রানের ব্যবধানে দুজনে আউট হয়ে যান। ৬৭ রানে ফিরে যাওয়ার আগে তামিম ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ২ ছক্কায়। ইনিংসটির জন্য ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন বাঁহাতি ব্যাটার। আর আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা পারভেজ ৫০ রানের ইনিংসটি সাজিয়েছেন ৩ চারে। জয়ের বাকি কাজটুকু সেরেছেন বিশাল চৌধুরী (৬) ও নাঈম ইসলাম (৮)।
প্রাইম ব্যাংকের জয়ের কাজটা অবশ্য আগেই করে রেখেছেন দলের বোলাররা। প্রতিপক্ষ রূপগঞ্জকে ১৩২ রানে আটকিয়ে দিয়ে। প্রাইমের বোলাদের দাপটের দিনে দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেছেন শামসুর রহমান শুভ। ২৪ রানে ৩ উইকেট নিয়ে প্রাইমের সেরা বোলার নাজমুল ইসলাম অপু।
বিকেএসপির ৪ নম্বর মাঠে জয় পেয়েছেন সাকিব আল হাসান-নুরুল হাসান সোহানরাও। প্রতিপক্ষ সিটি ক্লাবকে ৪০ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যাটিংয়ে ভালো কিছু করতে না পারলেও বোলিংয়ে দলের জয়ে অবদান রেখেছেন সাকিব। বৃষ্টির কারণে ৩৪ ওভারে নেমে আসা ম্যাচে ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ৯ উইকেটে ১৭৮ রানে আটকিয়ে রাখতে অবদান রেখেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তাঁর মতোই ৩ উইকেট নিয়েছেন রিপন মন্ডলও। তবে সাকিবের চেয়ে বোলিংয়ে ২ রান কম দিয়ে। বাঁহাতি স্পিনারের ৩৯ রানের বিপরীতে ৩৭ রান দিয়েছেন পেসার রিপন।
এর আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২১৮ রান করে শেখ জামাল। শুরুটা অবশ্য ভালো ছিল না শেখ জামালের। ৭৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল তারা। এ সময় ১৪ বলে ১৯ রান করে আউট হন সাকিব। পরে সেই ধাক্কা পঞ্চম উইকেটে সামলিয়ে নেন সোহান ও ইয়াসির আলী রাব্বি। দুজনে মিলে ১৩৮ রানের জুটি গড়েন তাঁরা। দুর্দান্ত জুটি গড়ার পথে ফিফটিও তুলে নিয়েছে দুই ব্যাটার। সোহানের অপরাজিত ৭২ রানের বিপরীতে ৭৮ রান আউট হন ইয়াসির আলী। আউট হলেও ৫৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় সাজানো ইনিংসটির জন্য ম্যাচসেরা হয়েছেন তিনি।
দিনের আরেক ম্যাচ দুপুরের দিকেই জয় তুলে নিয়েছে আবাহনী। নারায়ণগঞ্জে ব্রাদার্স ইউনিয়নকে ৭১ রানে অলআউট করে ২২৫ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। প্রতিপক্ষকে একাই ধসিয়ে দিয়েছেন তানভীর ইসলাম। মাত্র ৭ রানে ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কারও তাঁর হাতে উঠেছে।
নিজের ৩৫তম জন্মদিনটা দুর্দান্তভাবেই রাঙালেন তামিম ইকবাল। ডিপিএলের শুরুর তিন ম্যাচে ছন্দে না থাকা বাঁহাতি ব্যাটার আজ ফিফটি তুলে নিয়েছেন। তামিমের মতো ম্যাচে ফিফটি পেয়েছেন তাঁর সতীর্থ পারভেজ হোসেন ইমন।
দুই ওপেনারের ফিফটিতে টানা চতুর্থ জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপির ৩ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে চতুর্থ জয় পেয়েছে প্রাইম ব্যাংক। ১৩৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ১১৮ রান তোলেন তামিম-পারভেজ। তবে ২ রানের ব্যবধানে দুজনে আউট হয়ে যান। ৬৭ রানে ফিরে যাওয়ার আগে তামিম ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ২ ছক্কায়। ইনিংসটির জন্য ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন বাঁহাতি ব্যাটার। আর আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা পারভেজ ৫০ রানের ইনিংসটি সাজিয়েছেন ৩ চারে। জয়ের বাকি কাজটুকু সেরেছেন বিশাল চৌধুরী (৬) ও নাঈম ইসলাম (৮)।
প্রাইম ব্যাংকের জয়ের কাজটা অবশ্য আগেই করে রেখেছেন দলের বোলাররা। প্রতিপক্ষ রূপগঞ্জকে ১৩২ রানে আটকিয়ে দিয়ে। প্রাইমের বোলাদের দাপটের দিনে দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেছেন শামসুর রহমান শুভ। ২৪ রানে ৩ উইকেট নিয়ে প্রাইমের সেরা বোলার নাজমুল ইসলাম অপু।
বিকেএসপির ৪ নম্বর মাঠে জয় পেয়েছেন সাকিব আল হাসান-নুরুল হাসান সোহানরাও। প্রতিপক্ষ সিটি ক্লাবকে ৪০ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যাটিংয়ে ভালো কিছু করতে না পারলেও বোলিংয়ে দলের জয়ে অবদান রেখেছেন সাকিব। বৃষ্টির কারণে ৩৪ ওভারে নেমে আসা ম্যাচে ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ৯ উইকেটে ১৭৮ রানে আটকিয়ে রাখতে অবদান রেখেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তাঁর মতোই ৩ উইকেট নিয়েছেন রিপন মন্ডলও। তবে সাকিবের চেয়ে বোলিংয়ে ২ রান কম দিয়ে। বাঁহাতি স্পিনারের ৩৯ রানের বিপরীতে ৩৭ রান দিয়েছেন পেসার রিপন।
এর আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২১৮ রান করে শেখ জামাল। শুরুটা অবশ্য ভালো ছিল না শেখ জামালের। ৭৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল তারা। এ সময় ১৪ বলে ১৯ রান করে আউট হন সাকিব। পরে সেই ধাক্কা পঞ্চম উইকেটে সামলিয়ে নেন সোহান ও ইয়াসির আলী রাব্বি। দুজনে মিলে ১৩৮ রানের জুটি গড়েন তাঁরা। দুর্দান্ত জুটি গড়ার পথে ফিফটিও তুলে নিয়েছে দুই ব্যাটার। সোহানের অপরাজিত ৭২ রানের বিপরীতে ৭৮ রান আউট হন ইয়াসির আলী। আউট হলেও ৫৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় সাজানো ইনিংসটির জন্য ম্যাচসেরা হয়েছেন তিনি।
দিনের আরেক ম্যাচ দুপুরের দিকেই জয় তুলে নিয়েছে আবাহনী। নারায়ণগঞ্জে ব্রাদার্স ইউনিয়নকে ৭১ রানে অলআউট করে ২২৫ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। প্রতিপক্ষকে একাই ধসিয়ে দিয়েছেন তানভীর ইসলাম। মাত্র ৭ রানে ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কারও তাঁর হাতে উঠেছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে