সর্বশেষ ফাইনালিস্টদের ম্যাচ দিয়েই আজ শুরু হয়েছে এবারের বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৮২ রান করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে জিততে হলে করতে হবে ২৮৩ রান।
আহমেদাবাদে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত হয়েছিল ইংল্যান্ডের। ডেভিড মালানকে নিয়ে ওপেনিং জুটিতে ৪০ রান যোগ করেন জনি বেয়ারস্টো। ১৪ রানে মালানকে আউট করে নিউজিল্যান্ডকে ম্যাচে ফেরান ম্যাট হেনরি। দলীয় ৬৪ রানে আরেক ওপেনার বেয়ারস্টো আউট হন ৩৩ রানে। তৃতীয় উইকেটে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া হ্যারি ব্রুককে নিয়ে রান বাড়ানো কাজ করেন জো রুট। দুজনে মিলে ৩০ রান যোগ করেন দলীয় খাতায়। দ্রুত ২৫ রানে ব্রুক আউট হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নিউজিল্যান্ড। ১৮৮ রানের মধ্যেই প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নেয় কিউই বোলাররা।
সতীর্থদের আসা–যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখেছেন অভিজ্ঞ রুট। দলকে ২৮২ রান এনে দেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছেন তিনি। ২০২৩ বিশ্বকাপের প্রথম ফিফটি তুলে নিয়েছেন তিনি। আউট হওয়ার আগে ৮৬ বলে ৭৭ রানের ইনিংস খেলেছেন রুট।
সপ্তম ব্যাটার হিসেবে যখন রুট আউট হলেন তখন দলীয় স্কোর ২৫০ পাড় হবে কিনা তা নিয়ে জেগেছিল শঙ্কা। তবে সে সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন লেজের দিকের ব্যাটাররা। ছোট ছোট জুটি গড়ে দলকে ২৮২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই এনে দিয়েছেন তাঁরা। বিশেষ করে শেষ জুটিতে আদিল রশিদ ও মার্ক উডের অবদান অনন্য। দুজনে মিলিয়ে ৩০ রানের জুটি গড়েছেন তাঁরা। ইংল্যান্ডের হয়ে আজ সব ব্যাটারই দুই অঙ্কের ইনিংস খেলেছেন। ৪৮ রানে ৩ উইকেট নিয়ে কিউইদের সেরা বোলার হেনরি।
সর্বশেষ ফাইনালিস্টদের ম্যাচ দিয়েই আজ শুরু হয়েছে এবারের বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৮২ রান করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে জিততে হলে করতে হবে ২৮৩ রান।
আহমেদাবাদে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত হয়েছিল ইংল্যান্ডের। ডেভিড মালানকে নিয়ে ওপেনিং জুটিতে ৪০ রান যোগ করেন জনি বেয়ারস্টো। ১৪ রানে মালানকে আউট করে নিউজিল্যান্ডকে ম্যাচে ফেরান ম্যাট হেনরি। দলীয় ৬৪ রানে আরেক ওপেনার বেয়ারস্টো আউট হন ৩৩ রানে। তৃতীয় উইকেটে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া হ্যারি ব্রুককে নিয়ে রান বাড়ানো কাজ করেন জো রুট। দুজনে মিলে ৩০ রান যোগ করেন দলীয় খাতায়। দ্রুত ২৫ রানে ব্রুক আউট হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নিউজিল্যান্ড। ১৮৮ রানের মধ্যেই প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নেয় কিউই বোলাররা।
সতীর্থদের আসা–যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখেছেন অভিজ্ঞ রুট। দলকে ২৮২ রান এনে দেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছেন তিনি। ২০২৩ বিশ্বকাপের প্রথম ফিফটি তুলে নিয়েছেন তিনি। আউট হওয়ার আগে ৮৬ বলে ৭৭ রানের ইনিংস খেলেছেন রুট।
সপ্তম ব্যাটার হিসেবে যখন রুট আউট হলেন তখন দলীয় স্কোর ২৫০ পাড় হবে কিনা তা নিয়ে জেগেছিল শঙ্কা। তবে সে সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন লেজের দিকের ব্যাটাররা। ছোট ছোট জুটি গড়ে দলকে ২৮২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই এনে দিয়েছেন তাঁরা। বিশেষ করে শেষ জুটিতে আদিল রশিদ ও মার্ক উডের অবদান অনন্য। দুজনে মিলিয়ে ৩০ রানের জুটি গড়েছেন তাঁরা। ইংল্যান্ডের হয়ে আজ সব ব্যাটারই দুই অঙ্কের ইনিংস খেলেছেন। ৪৮ রানে ৩ উইকেট নিয়ে কিউইদের সেরা বোলার হেনরি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে