নিজস্ব প্রতিবেদক, কলকাতা থেকে
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তো আছেনই। বোর্ডের একাধিক পরিচালক, এমনকি শীর্ষ কর্মকর্তারাও এসেছেন কলকাতায়। এই মুহূর্তে সন্ধ্যায় ইডেন গার্ডেনসে বাংলাদেশ দলের অনুশীলনে এক সঙ্গে চার পরিচালককে দেখা যাচ্ছে। মাঠের বাইরে আছেন আরও কয়েকজন। টিম ডিরেক্টর হিসেবে পরিচালক খালেদ মাহমুদ সুজন আছেন বিশ্বকাপের শুরু থেকে। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস যোগ দিয়েছেন কলকাতায়। দলের অনুশীলনে তাঁর থাকার যৌক্তিকতা আছে । যেহেতু বাংলাদেশ দল জালাল ইউনুসের অধীনেই।
তবে অনুশীলনে মিডিয়া বিভাগের প্রধান তানভীর আহমেদ টিটু, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরীর উপস্থিতি নিয়ে প্রশ্ন জাগতে পারে, অনুশীলনে তাঁদের প্রয়োজনীয়তা কী। এই বিশ্বকাপে এমন দৃশ্য বিরলই। বাকি দলগুলোতে এই চিত্র দেখাই যায় না। এমনকি স্বাগতিক ভারতীয় দলের সঙ্গেও এত সংখ্যক বোর্ড পরিচালক কিংবা কর্মকর্তাদের দেখা যায় না। অথচ পারফরম্যান্সের বিচারে বাংলাদেশ দল প্রায় তলানিতে।
এ বিষয়ে একটা যুক্তি থাকতে পারে, কলকাতা ঢাকা থেকে যেহেতু খুব বেশি দূরে নয়, কঠিন এ সময়ে দলকে সাহস দিতে, উদ্বুদ্ধ করতে ক্রিকেট বোর্ডের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা, কর্মচারী চলে এসেছেন বিশ্বকাপ ভেন্যুতে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তো আছেনই। বোর্ডের একাধিক পরিচালক, এমনকি শীর্ষ কর্মকর্তারাও এসেছেন কলকাতায়। এই মুহূর্তে সন্ধ্যায় ইডেন গার্ডেনসে বাংলাদেশ দলের অনুশীলনে এক সঙ্গে চার পরিচালককে দেখা যাচ্ছে। মাঠের বাইরে আছেন আরও কয়েকজন। টিম ডিরেক্টর হিসেবে পরিচালক খালেদ মাহমুদ সুজন আছেন বিশ্বকাপের শুরু থেকে। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস যোগ দিয়েছেন কলকাতায়। দলের অনুশীলনে তাঁর থাকার যৌক্তিকতা আছে । যেহেতু বাংলাদেশ দল জালাল ইউনুসের অধীনেই।
তবে অনুশীলনে মিডিয়া বিভাগের প্রধান তানভীর আহমেদ টিটু, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরীর উপস্থিতি নিয়ে প্রশ্ন জাগতে পারে, অনুশীলনে তাঁদের প্রয়োজনীয়তা কী। এই বিশ্বকাপে এমন দৃশ্য বিরলই। বাকি দলগুলোতে এই চিত্র দেখাই যায় না। এমনকি স্বাগতিক ভারতীয় দলের সঙ্গেও এত সংখ্যক বোর্ড পরিচালক কিংবা কর্মকর্তাদের দেখা যায় না। অথচ পারফরম্যান্সের বিচারে বাংলাদেশ দল প্রায় তলানিতে।
এ বিষয়ে একটা যুক্তি থাকতে পারে, কলকাতা ঢাকা থেকে যেহেতু খুব বেশি দূরে নয়, কঠিন এ সময়ে দলকে সাহস দিতে, উদ্বুদ্ধ করতে ক্রিকেট বোর্ডের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা, কর্মচারী চলে এসেছেন বিশ্বকাপ ভেন্যুতে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫