লাহোরের সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ইংল্যান্ড। তবে সিরিজ জিতলেও লাহোরের আতিথেয়তায় তৃপ্তি পাননি মঈন আলীরা। লাহোরের খাবারের প্রশংসা শুনে এলেও সিরিজ নির্ধারণী ম্যাচ শেষে ততটা ভালো লাগেনি বলেই জানালেন ইংলিশ অধিনায়ক।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে মজার ছলে তেমনটাই বললেন মঈন আলী। ‘দুর্দান্ত নিরাপত্তা ছিল। আমাদের প্রত্যাশার থেকেও বেশি। প্রত্যেকে আমাদের খেয়াল রেখেছে। তবে লাহোরের খাবার খেয়ে একটু হতাশ হয়েছি। করাচিতে অনেক ভাল খাবার পেয়েছিলাম।’
মঈনের পূর্বপুরুষেরা অবশ্য এখনো করাচিতেই থাকেন। তবে তাঁর জন্ম ইংল্যান্ডের বার্মিংহামে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম চার ম্যাচ অবশ্য করাচিতেই খেলে এসেছে ইংল্যান্ড দল। শেষ তিন ম্যাচ লাহোরে খেলতে এসে খাবার নিয়ে এই অভিজ্ঞতার কথা জানান ইংলিশ অধিনায়ক।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানকে হারালেও নিজেদের ফেভারিট মনে করছে না মঈন আলী। ভারত, অস্ট্রেলিয়াকে ফেভারিট মনে করছেন তিনি। তবে নিজেদের দিনে তারা যেকোনো দলকে হারাতে পারে বলেও মনে করেন ইংলিশ অধিনায়ক। নিজেদের সক্ষমতা নিয়ে মঈন আলী বলেন, ‘বিপক্ষ হিসেবে আমরা বিপজ্জনক। অনেক দলই আমাদের খেলতে ভয় পাবে। শেষ দুটো ম্যাচের দিকে তাকান। দুটোই আমাদের জিততে হতো। সেটা পেরেছি। বিশ্বকাপের আগে এটা আমাদের আত্মবিশ্বাস জোগাবে।’
মঈনের মতে, তাঁদের এই সিরিজ ৬-১-এ জেতা উচিত ছিল। সিরিজের পঞ্চম ও ষষ্ঠ ম্যাচে হারটা মানতে পারছেন না। বলেছেন, ‘কম রান তাড়া করেও হারতে হয়েছে। তাই ওই দুটো ম্যাচ নিয়ে হতাশ। না হলে ৬-১-এ জিততাম।’
লাহোরের সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ইংল্যান্ড। তবে সিরিজ জিতলেও লাহোরের আতিথেয়তায় তৃপ্তি পাননি মঈন আলীরা। লাহোরের খাবারের প্রশংসা শুনে এলেও সিরিজ নির্ধারণী ম্যাচ শেষে ততটা ভালো লাগেনি বলেই জানালেন ইংলিশ অধিনায়ক।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে মজার ছলে তেমনটাই বললেন মঈন আলী। ‘দুর্দান্ত নিরাপত্তা ছিল। আমাদের প্রত্যাশার থেকেও বেশি। প্রত্যেকে আমাদের খেয়াল রেখেছে। তবে লাহোরের খাবার খেয়ে একটু হতাশ হয়েছি। করাচিতে অনেক ভাল খাবার পেয়েছিলাম।’
মঈনের পূর্বপুরুষেরা অবশ্য এখনো করাচিতেই থাকেন। তবে তাঁর জন্ম ইংল্যান্ডের বার্মিংহামে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম চার ম্যাচ অবশ্য করাচিতেই খেলে এসেছে ইংল্যান্ড দল। শেষ তিন ম্যাচ লাহোরে খেলতে এসে খাবার নিয়ে এই অভিজ্ঞতার কথা জানান ইংলিশ অধিনায়ক।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানকে হারালেও নিজেদের ফেভারিট মনে করছে না মঈন আলী। ভারত, অস্ট্রেলিয়াকে ফেভারিট মনে করছেন তিনি। তবে নিজেদের দিনে তারা যেকোনো দলকে হারাতে পারে বলেও মনে করেন ইংলিশ অধিনায়ক। নিজেদের সক্ষমতা নিয়ে মঈন আলী বলেন, ‘বিপক্ষ হিসেবে আমরা বিপজ্জনক। অনেক দলই আমাদের খেলতে ভয় পাবে। শেষ দুটো ম্যাচের দিকে তাকান। দুটোই আমাদের জিততে হতো। সেটা পেরেছি। বিশ্বকাপের আগে এটা আমাদের আত্মবিশ্বাস জোগাবে।’
মঈনের মতে, তাঁদের এই সিরিজ ৬-১-এ জেতা উচিত ছিল। সিরিজের পঞ্চম ও ষষ্ঠ ম্যাচে হারটা মানতে পারছেন না। বলেছেন, ‘কম রান তাড়া করেও হারতে হয়েছে। তাই ওই দুটো ম্যাচ নিয়ে হতাশ। না হলে ৬-১-এ জিততাম।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫