ঢাকা: হতদরিদ্র এক পরিবার থেকে উঠে এসেছেন চেতন সাকারিয়া। কষ্টের জীবন পেরিয়ে একটু সুখের মুখ দেখেছিলেন ক্রিকেট খেলে। এই আইপিএলে রাজস্থান রয়্যালস তাঁকে নিয়েছিল ১ কোটি ২০ লাখ রুপি। আইপিএল স্থগিত হওয়ার পর বাড়িতে ফিরে শোনেন বাবা করোনায় আক্রান্ত। আইপিএলের পারিশ্রমিক না পেলে বড় বিপদেই পড়তেন বাঁহাতি পেসার।
গুজরাটের ভাবনগর জেলায় চেতনের বাড়ি। তাঁর বাবা কাঞ্জিভাই করোনায় আক্রান্ত হয়ে এখন হাসপাতালে। আইপিএল থেকে পাওয়া অর্থ দিয়েই বাবার চিকিৎসায় দিয়েছেন রাজস্থান রয়্যালসের এই পেসার।
এই দুঃসময়ে আইপিএলের টাকা পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন চেতন। ভারতীয় সংবাদমাধ্যমকে বাঁহাতি পেসার বলেছেন, ‘যথাসময়ে টাকা পাওয়ায় রাজস্থানের কাছে আমি কৃতজ্ঞ। টাকা পেয়েই সঙ্গে সঙ্গে মা-বাবার হাতে তুলে দিয়েছি। এই কঠিন পরিস্থিতিতে যা হাতের পাঁচ হিসেবে কাজ করছে।’
করোনায় আইপিএল বন্ধ হওয়ার পক্ষে অনেকেই সোচ্চার হয়েছিলেন। তাদের উদ্দেশ্যে চেতন বলেছেন, ‘ক্রিকেট আমার পেশা। এটাই আমার একমাত্র উপার্জনের উৎস। আমার বাবা টেম্পো চালিয়ে সংসার চালিয়েছেন। এখন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি আমিই। যদি এতদিন আইপিএল না চলত, পথে বসতে হতো আমাদের।’
এবারের আইপিএলে রাজস্থান তাঁকে ১ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল। আইপিএল স্থগিত হওয়ার আগ পর্যন্ত সাত ম্যাচ খেলেছেন সাকারিয়া। ৮.২২ ইকোনমি ও ৩১.৭১ গড়ে নিয়েছেন ৭টি উইকেট। যেখানে ছিল এমএস ধোনি, লোকেশ রাহুল, মায়াংক আগারওয়াল, সুরেশ রায়নার মতো ব্যাটসম্যানদের উইকেট।
ঢাকা: হতদরিদ্র এক পরিবার থেকে উঠে এসেছেন চেতন সাকারিয়া। কষ্টের জীবন পেরিয়ে একটু সুখের মুখ দেখেছিলেন ক্রিকেট খেলে। এই আইপিএলে রাজস্থান রয়্যালস তাঁকে নিয়েছিল ১ কোটি ২০ লাখ রুপি। আইপিএল স্থগিত হওয়ার পর বাড়িতে ফিরে শোনেন বাবা করোনায় আক্রান্ত। আইপিএলের পারিশ্রমিক না পেলে বড় বিপদেই পড়তেন বাঁহাতি পেসার।
গুজরাটের ভাবনগর জেলায় চেতনের বাড়ি। তাঁর বাবা কাঞ্জিভাই করোনায় আক্রান্ত হয়ে এখন হাসপাতালে। আইপিএল থেকে পাওয়া অর্থ দিয়েই বাবার চিকিৎসায় দিয়েছেন রাজস্থান রয়্যালসের এই পেসার।
এই দুঃসময়ে আইপিএলের টাকা পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন চেতন। ভারতীয় সংবাদমাধ্যমকে বাঁহাতি পেসার বলেছেন, ‘যথাসময়ে টাকা পাওয়ায় রাজস্থানের কাছে আমি কৃতজ্ঞ। টাকা পেয়েই সঙ্গে সঙ্গে মা-বাবার হাতে তুলে দিয়েছি। এই কঠিন পরিস্থিতিতে যা হাতের পাঁচ হিসেবে কাজ করছে।’
করোনায় আইপিএল বন্ধ হওয়ার পক্ষে অনেকেই সোচ্চার হয়েছিলেন। তাদের উদ্দেশ্যে চেতন বলেছেন, ‘ক্রিকেট আমার পেশা। এটাই আমার একমাত্র উপার্জনের উৎস। আমার বাবা টেম্পো চালিয়ে সংসার চালিয়েছেন। এখন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি আমিই। যদি এতদিন আইপিএল না চলত, পথে বসতে হতো আমাদের।’
এবারের আইপিএলে রাজস্থান তাঁকে ১ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল। আইপিএল স্থগিত হওয়ার আগ পর্যন্ত সাত ম্যাচ খেলেছেন সাকারিয়া। ৮.২২ ইকোনমি ও ৩১.৭১ গড়ে নিয়েছেন ৭টি উইকেট। যেখানে ছিল এমএস ধোনি, লোকেশ রাহুল, মায়াংক আগারওয়াল, সুরেশ রায়নার মতো ব্যাটসম্যানদের উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫