Ajker Patrika

পাকিস্তান দল যেন এক ‘হাসপাতাল’ 

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১৩: ৪৩
পাকিস্তান দল যেন এক ‘হাসপাতাল’ 

অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে চার দিনেই হেরেছে পাকিস্তান। সিরিজের সূচনা টেস্টে পিছিয়ে পড়ার পর যেকোনো দলই মরিয়া হয়ে সিরিজে ফিরতে চাইবে। এ ক্ষেত্রে পাকিস্তানও ব্যতিক্রম নয়। কিন্তু বক্সিং ডে টেস্টের আগে পাকিস্তান শিবিরে চোটের হানা! যার কারণে দল থেকে ছিটকে পড়েছেন বাঁহাতি স্পিনার নোমান আলী। তাঁর জায়গায় দলভুক্ত হয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ।

বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে ৫টায় শুরু বক্সিং ডে টেস্ট। মেলবোর্নে এই টেস্ট শুরুর আগেই পাকিস্তান দলে যোগ দেওয়ার কথা নওয়াজের। 

চোটের কারণে এমনিতেই অস্ট্রেলিয়া সফররত পাকিস্তান দলে নেই পেস বোলার নাসিম শাহ। আরেক তারকা পেসার হারিস রউফ ব্যস্ত অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ নিয়ে। সব মিলিয়ে পাকিস্তান বোলিং আক্রমণ যখন খর্বশক্তির, তখন সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি দলের মূল স্পিনার আবরার আহমেদ। মেলবোর্নেও খেলা হচ্ছে না তাঁর। 

আবরার আহমেদও নেই মেলবোর্নে দ্বিতীয় টেস্টে। ছবি: ক্রিকইনফো ২০১৬ সালে টেস্ট অভিষেক হলেও নওয়াজ এই সংস্করণে খেলেছেন মাত্র ৬টি ম্যাচ। উইকেট নিয়েছেন ১৬টি, ব্যাট হাতে ১৬ গড়ে রান করেছেন ১৪৪। কোনো ফিফটি নেই। দলে যোগ দিলেও বক্সিং ডে টেস্টের জন্য প্রস্তুতির পর্যাপ্ত সময় পাচ্ছেন কই নাওয়াজ। সে ক্ষেত্রে একমাত্র স্পিনার হিসেবে মেলবোর্ন টেস্টে পাকিস্তান দলে সাজিদ খানকেই দেখা যেতে পারে। 

মজার ব্যাপার, এই সাজিদও পূর্বঘোষিত স্কোয়াডে ছিলেন না। আঙুলের চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে সংশয় ছিল নোমানের। লেগ স্পিনার আবরার আগে থেকেই চোটে থাকায় পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ায় উড়িয়ে নেওয়া হয়েছিল সাজিদকে। 

শুধুই আঙুলের চোট নয়, পেটের অসুস্থতায়ও ভুগছেন নোমান। অ্যাপেন্ডিসাইটিস হয়েছে তাঁর। অস্ত্রোপচারের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে পড়েছেন এই স্পিনার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত