২০২৩ এর ১৯ ডিসেম্বর-প্যাট কামিন্সের জীবনে অন্যতম স্মরণীয় দিন, সেটা হয়তো অনেকেরই জানা। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়েছিলেন তিনি। ২০২৪ আইপিএল সামনে রেখে সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে কিনেছিল ২০ কোটি ৫০ লাখ রুপিতে। তবে নতুন মৌসুমে তাঁর পারিশ্রমিক কমতে পারে বলে ক্রিকইনফোর গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে।
২০২৫ আইপিএল শুরুর দিনক্ষণ এখনো জানা যায়নি। তবে অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ এই টুর্নামেন্ট নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। ক্রিকইনফোর গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে, সানরাইজার্স তিন ক্রিকেটারকে নতুন মৌসুম শুরুর আগে ধরে রাখছে। তাদেরই অন্যতম কামিন্স। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারের বেতন নতুন মৌসুমে হবে ১৮ কোটি রুপি। যা আগের তুলনায় ১২.২ শতাংশ কম।
কামিন্সের পাশাপাশি বাকি দুই ক্রিকেটার হেনরিখ ক্লাসেন ও অভিষেক শর্মাকে ধরে রাখার পরিকল্পনা হায়দরাবাদের রয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো। ক্লাসেন ও অভিষেকের বেতন নতুন মৌসুমে হবে ২৩ কোটি ও ১৪ কোটি রুপি। আইপিএলের গত মৌসুমের তুলনায় নতুন মৌসুমে এই দুই ক্রিকেটারের বেতন বেড়েছে হু হু করে। ক্লাসেন ও অভিষেকের বেতন বেড়েছে ৩৩৮ শতাংশ ও ১১৫ শতাংশ। ২০২৪ আইপিএলে ক্লাসেন ও অভিষেকের বেতন ছিল ৫ কোটি ২৫ লাখ ও ৬ কোটি ৫০ লাখ রুপি।
আইপিএল নতুন মৌসুমে ট্রাভিস হেড, নীতিশ কুমার রেড্ডি-এই দুই ক্রিকেটারকেও হায়দরাবাদ ধরে রাখতে পারে বলে ক্রিকইনফো জানিয়েছে। যদি কামিন্সের দল পরিবর্তন না হয়, সেক্ষেত্রে তিনিই ২০২৫ আইপিএলে ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক থাকছেন। এ বছরের ৩১ অক্টোবরের মধ্যে ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করার সময়সীমা ফ্র্যাঞ্চাইজিদের বেঁধে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। কামিন্সের নেতৃত্বে ২০২৪ আইপিএলে রানার্সআপ হয়েছিল হায়দরাবাদ। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ৮ উইকেটে জিতে ১০ বছরের অপেক্ষা ফুরিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
২০২৫ আইপিএল সামনে রেখে মেগা নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে ১২০ কোটি রুপি বেঁধে দেওয়া হয়েছে। কিছু মানদণ্ডও এখানে রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত ক্রিকেটারদের পাঁচটি সেটে ভাগ করা হয়েছে। প্রথম তিন সেটে থাকা খেলোয়াড়দের দাম ১৮ কোটি, ১৪ কোটি ও ১১ কোটি। শেষ দুই সেটের জন্য ১৮ কোটি ও ১৪ কোটি বেঁধে দেওয়া হয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে ৭৫ কোটির ভাগ বাঁটোয়ারা নিজের সুবিধামতো করতে পারবে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি এমন এক ভারতীয় ক্রিকেটারকে সর্বোচ্চ ৪ কোটি রুপি দিয়ে ধরে রাখার নির্দেশ রয়েছে।
সৌদি আরবের রিয়াদ, জেদ্দাসহ সংযুক্ত আরব আমিরাতের দুবাই-মধ্যপ্রাচ্যের বিখ্যাত শহরগুলো ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পরিকল্পনায় রয়েছে আইপিএলের মেগা নিলামের জন্য। ত্রিকবাজের ১৩ অক্টোবরের এক প্রতিবেদনে জানা গেছে, মেগা নিলাম সিঙ্গাপুরেও হতে পারে। নভেম্বর-ডিসেম্বরে হওয়ার কথা মেগা নিলাম।
২০২৩ এর ১৯ ডিসেম্বর-প্যাট কামিন্সের জীবনে অন্যতম স্মরণীয় দিন, সেটা হয়তো অনেকেরই জানা। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়েছিলেন তিনি। ২০২৪ আইপিএল সামনে রেখে সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে কিনেছিল ২০ কোটি ৫০ লাখ রুপিতে। তবে নতুন মৌসুমে তাঁর পারিশ্রমিক কমতে পারে বলে ক্রিকইনফোর গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে।
২০২৫ আইপিএল শুরুর দিনক্ষণ এখনো জানা যায়নি। তবে অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ এই টুর্নামেন্ট নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। ক্রিকইনফোর গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে, সানরাইজার্স তিন ক্রিকেটারকে নতুন মৌসুম শুরুর আগে ধরে রাখছে। তাদেরই অন্যতম কামিন্স। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারের বেতন নতুন মৌসুমে হবে ১৮ কোটি রুপি। যা আগের তুলনায় ১২.২ শতাংশ কম।
কামিন্সের পাশাপাশি বাকি দুই ক্রিকেটার হেনরিখ ক্লাসেন ও অভিষেক শর্মাকে ধরে রাখার পরিকল্পনা হায়দরাবাদের রয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো। ক্লাসেন ও অভিষেকের বেতন নতুন মৌসুমে হবে ২৩ কোটি ও ১৪ কোটি রুপি। আইপিএলের গত মৌসুমের তুলনায় নতুন মৌসুমে এই দুই ক্রিকেটারের বেতন বেড়েছে হু হু করে। ক্লাসেন ও অভিষেকের বেতন বেড়েছে ৩৩৮ শতাংশ ও ১১৫ শতাংশ। ২০২৪ আইপিএলে ক্লাসেন ও অভিষেকের বেতন ছিল ৫ কোটি ২৫ লাখ ও ৬ কোটি ৫০ লাখ রুপি।
আইপিএল নতুন মৌসুমে ট্রাভিস হেড, নীতিশ কুমার রেড্ডি-এই দুই ক্রিকেটারকেও হায়দরাবাদ ধরে রাখতে পারে বলে ক্রিকইনফো জানিয়েছে। যদি কামিন্সের দল পরিবর্তন না হয়, সেক্ষেত্রে তিনিই ২০২৫ আইপিএলে ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক থাকছেন। এ বছরের ৩১ অক্টোবরের মধ্যে ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করার সময়সীমা ফ্র্যাঞ্চাইজিদের বেঁধে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। কামিন্সের নেতৃত্বে ২০২৪ আইপিএলে রানার্সআপ হয়েছিল হায়দরাবাদ। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ৮ উইকেটে জিতে ১০ বছরের অপেক্ষা ফুরিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
২০২৫ আইপিএল সামনে রেখে মেগা নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে ১২০ কোটি রুপি বেঁধে দেওয়া হয়েছে। কিছু মানদণ্ডও এখানে রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত ক্রিকেটারদের পাঁচটি সেটে ভাগ করা হয়েছে। প্রথম তিন সেটে থাকা খেলোয়াড়দের দাম ১৮ কোটি, ১৪ কোটি ও ১১ কোটি। শেষ দুই সেটের জন্য ১৮ কোটি ও ১৪ কোটি বেঁধে দেওয়া হয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে ৭৫ কোটির ভাগ বাঁটোয়ারা নিজের সুবিধামতো করতে পারবে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি এমন এক ভারতীয় ক্রিকেটারকে সর্বোচ্চ ৪ কোটি রুপি দিয়ে ধরে রাখার নির্দেশ রয়েছে।
সৌদি আরবের রিয়াদ, জেদ্দাসহ সংযুক্ত আরব আমিরাতের দুবাই-মধ্যপ্রাচ্যের বিখ্যাত শহরগুলো ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পরিকল্পনায় রয়েছে আইপিএলের মেগা নিলামের জন্য। ত্রিকবাজের ১৩ অক্টোবরের এক প্রতিবেদনে জানা গেছে, মেগা নিলাম সিঙ্গাপুরেও হতে পারে। নভেম্বর-ডিসেম্বরে হওয়ার কথা মেগা নিলাম।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫