Ajker Patrika

এই কঠিন হিসাব ভারত মেলাবে কীভাবে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১১: ৪৭
এই কঠিন হিসাব ভারত মেলাবে কীভাবে

এশিয়া কাপের শুরুটা হয়েছিল দুর্দান্তভাবে। গ্রুপের দুই ম্যাচ জিতে সুপার ফোরে জায়গা নিয়েছিল গ্রুপ-সেরা হয়ে। তবে সুপার ফোরে এসে মুদ্রার উল্টো পিঠও দেখল ভারত। ঠিক দুই ম্যাচ হেরে এখন তাদের ফাইনাল ভাগ্য ঝুলে আছে অন্যদের ওপরে। রোহিত শর্মার দলকে ফাইনালে খেলতে হলে অনেক কঠিন হিসাব মেলাতে হবে। হিসাবের অধিকাংশটাই আছে সুপার ফোরের বাকি তিন দলের কাছে।

ভারত সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হারার পর গতকাল ৬ উইকেটে হেরেছে শ্রীলঙ্কার কাছে। টানা দুই হারে তাদের ফাইনাল ভাগ্য এখন ‘যদি-কিন্তু’র ওপরে। যদি-কিন্তুর হিসাব মেলানোর জন্য দলটিকে প্রতিপক্ষদের ম্যাচের ওপর নির্ভর করতে হবে। সমীকরণটিকে তিন ধাপে ভাগ করা যেতে পারে। 

প্রথমত, পাকিস্তান যদি আফগানিস্তানের কাছে হারে। দ্বিতীয়ত, পরের ম্যাচেও যদি পাকিস্তান শ্রীলঙ্কার কাছে হারে। আর ফাইনালে যেতে হলে সর্বশেষ কাজটা করতে হবে ভারতকেই। আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারালেই তবে নেট রান-রেটের সমীকরণে ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই সমীকরণে তখন ফাইনাল নিশ্চিত করা শ্রীলঙ্কার তিন ম্যাচে ৬ পয়েন্ট হবে। আর বাকি তিন দলের এক ম্যাচ করে জেতায় পয়েন্ট হবে ২। সে হিসাবে ভারতের নেট রান-রেট বেশি থাকলে ফাইনালে যেতে পারবে। 

তবে ভারতের কঠিন সমীকরণটা শুরু হচ্ছে আজকের ম্যাচ দিয়েই। আফগানিস্তান যদি পাকিস্তানকে হারিয়ে দিতে পারে, তবে যদি-কিন্তুর স্বপ্নটার সময় বাড়বে। উল্টোটা হলে, অর্থাৎ পাকিস্তান যদি আফগানিস্তানকে হারিয়ে দেয়, তাহলে সব হিসাব আজকেই শেষ হবে। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলে ভারতকে বাড়ির পথ ধরতে হবে। ফলে এমন জটিল সমীকরণে এবারও দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ফাইনালে দেখা হচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত