কদিন আগেই বাবর আজমকে প্রশংসায় ভাসিয়েছিলেন দীনেশ কার্তিক। ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটার জানিয়েছিলেন, তিন সংস্করণেই শীর্ষে ওঠার সুযোগ আছে বাবরের। পাকিস্তান অধিনায়ক নিজেও এবার জানালেন, তিন সংস্করণে এক নম্বর হওয়া তাঁর স্বপ্ন।
বর্তমানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে এক নম্বর ব্যাটার বাবর। কিন্তু এই দুই সংস্করণই নয়, ক্রিকেটের সব ফরম্যাটেই শীর্ষে ওঠার লক্ষ্য তাঁর, ‘একজন ক্রিকেটার হিসেবে সব সংস্করণে এক নম্বর হওয়া, আমার স্বপ্ন। এ জন্য লক্ষ্যে স্থির থাকা এবং কঠিন পরিশ্রম করতে হবে। এমন নয়, যদি আপনি এক বা দুই ফরম্যাটের শীর্ষে থাকেন, সহজে এগিয়ে যেতে পারবেন।’
তিন সংস্করণে সেরা হতে চাইলে, ফিট থাকা সবচেয়ে বেশি জরুরি। বাবরও তাই মনে করেন। তিনি বলেন, ‘সব সংস্করণে এক নম্বর হতে হলে, নিজেকে ফিট ও সঠিক পথে রাখতে হবে। সামনে অনেক ম্যাচ আছে। বিরতি থাকে খুব সামান্য। এ জন্য, অনেক বেশি ফিট থাকতে হয়।’
বাবরের মধ্যে সব সংস্করণেই সেরা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন কার্তিক। কদিন আগে শুভকামনাও জানিয়ে কার্তিক বলেছিলেন, ‘বাবরের শতভাগ সুযোগ আছে তিন সংস্করণে শীর্ষে ওঠার। সে উঁচু মানের একজন ক্রিকেটার, যে নিজের ব্যাটিং দক্ষতা দিয়েই অন্য দুই সংস্করণে শীর্ষে উঠেছে। তিন ফরম্যাটের ক্রিকেটেই সে অবিশ্বাস্য এবং যেকোনো পজিশনেই খেলতে পারে। তার মধ্যে সম্ভাবনা আছে এবং তাকে শুভকামনা জানাচ্ছি।’
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
কদিন আগেই বাবর আজমকে প্রশংসায় ভাসিয়েছিলেন দীনেশ কার্তিক। ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটার জানিয়েছিলেন, তিন সংস্করণেই শীর্ষে ওঠার সুযোগ আছে বাবরের। পাকিস্তান অধিনায়ক নিজেও এবার জানালেন, তিন সংস্করণে এক নম্বর হওয়া তাঁর স্বপ্ন।
বর্তমানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে এক নম্বর ব্যাটার বাবর। কিন্তু এই দুই সংস্করণই নয়, ক্রিকেটের সব ফরম্যাটেই শীর্ষে ওঠার লক্ষ্য তাঁর, ‘একজন ক্রিকেটার হিসেবে সব সংস্করণে এক নম্বর হওয়া, আমার স্বপ্ন। এ জন্য লক্ষ্যে স্থির থাকা এবং কঠিন পরিশ্রম করতে হবে। এমন নয়, যদি আপনি এক বা দুই ফরম্যাটের শীর্ষে থাকেন, সহজে এগিয়ে যেতে পারবেন।’
তিন সংস্করণে সেরা হতে চাইলে, ফিট থাকা সবচেয়ে বেশি জরুরি। বাবরও তাই মনে করেন। তিনি বলেন, ‘সব সংস্করণে এক নম্বর হতে হলে, নিজেকে ফিট ও সঠিক পথে রাখতে হবে। সামনে অনেক ম্যাচ আছে। বিরতি থাকে খুব সামান্য। এ জন্য, অনেক বেশি ফিট থাকতে হয়।’
বাবরের মধ্যে সব সংস্করণেই সেরা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন কার্তিক। কদিন আগে শুভকামনাও জানিয়ে কার্তিক বলেছিলেন, ‘বাবরের শতভাগ সুযোগ আছে তিন সংস্করণে শীর্ষে ওঠার। সে উঁচু মানের একজন ক্রিকেটার, যে নিজের ব্যাটিং দক্ষতা দিয়েই অন্য দুই সংস্করণে শীর্ষে উঠেছে। তিন ফরম্যাটের ক্রিকেটেই সে অবিশ্বাস্য এবং যেকোনো পজিশনেই খেলতে পারে। তার মধ্যে সম্ভাবনা আছে এবং তাকে শুভকামনা জানাচ্ছি।’
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫