নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
কয়েক দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। তবে বিপিএলে খেলছেন ফরচুন বরিশালের হয়ে। মাঝেমধ্যে মাইক্রোফোন হাতেও দেখা যায় তাঁকে। আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও আসা-যাওয়া। তাই তাঁর অবসরের পর থেকেই গুঞ্জন— ক্রিকেট প্রশাসন বা বিসিবিতে কি আসছেন তামিম?
হাজারও ক্রিকেটপ্রেমীর এমন জিজ্ঞাসার জবাব আজ দিয়েছেন তামিম ইকবাল। বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ঢাকাকে হারানোর পর সংবাদ সম্মেলনে ফরচুন বরিশালের অধিনায়ক বললেন, ‘এই মুহূর্তে নয়। আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব। এখন তো অবসরে। প্রিমিয়ার লিগটা সময়মতো হলে সেটাও খেলব। যতটুকু সম্ভব খেলতে থাকব। আমার মনোযোগ থাকবে খেলা নিয়ে। সামনে অনেক টুর্নামেন্ট আছে। এসব নিয়েই ব্যস্ত থাকব।’
ছেলে আরহাম ইকবালের খেলা দেখতে মাঠে আসা নিয়েও কথা বলেছেন তামিম, ‘আমি যখন ব্যাট করছিলাম, তখন দেখার সুযোগ হয়নি আমার ছেলে কার সঙ্গে কথা বলছিল। তবে জানি, বাবার খেলা দেখতে সে ঢাকা থেকে চট্টগ্রামে এসেছে। বিশেষ করে এই ম্যাচ দেখার জন্য। আমি খুশি যে, সে দারুণ একটি ম্যাচ উপভোগ করতে পেরেছে। আমরা যেভাবে ম্যাচ শেষ করেছি, ১৪ ওভারে শেষ করতে পারলে আরও ভালো হতো। এতে আমরা সবকিছুতে এগিয়ে থাকতে পারতাম।’
বরিশাল ৬ ম্যাচ খেলে ফেললেও এখনো ভালো একটা কম্বিনেশন দাঁড় করাতে পারেননি। এটা ভাবাচ্ছে তামিমকে, ‘সামনের ম্যাচগুলোয় কিছু পরিবর্তন আসতে পারে। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যত তাড়াতাড়ি সম্ভব সঠিক কম্বিনেশন তৈরি করতে হবে। আমাদের প্রথম কয়েকটি ম্যাচে প্রায় একই একাদশ ছিল। আজকের কম্বিনেশনও বেশ ভালো ছিল।’
চট্টগ্রামের উইকেট নিয়ে সন্তুষ্ট তামিম। বললেন, ‘এবার বিপিএলের উইকেট খুবই ভালো। মিরপুর ও সিলেটের উইকেটও দারুণ ছিল। চট্টগ্রামের উইকেটের সঙ্গে বাউন্ডারির মাপও যথাযথ। এই ধরনের উইকেট এবং সঠিক সাইজের বাউন্ডারি থাকা উচিত।’ চট্টগ্রামের দর্শকদেরও প্রশংসা করেন তামিম, ‘এখানকার দর্শকেরা দারুণ। এবারের বিপিএলের বেশির ভাগ ম্যাচেই দর্শক উপস্থিতি ছিল ভালো। এটি আমাদের জন্য অনেক অনুপ্রেরণার।’
কয়েক দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। তবে বিপিএলে খেলছেন ফরচুন বরিশালের হয়ে। মাঝেমধ্যে মাইক্রোফোন হাতেও দেখা যায় তাঁকে। আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও আসা-যাওয়া। তাই তাঁর অবসরের পর থেকেই গুঞ্জন— ক্রিকেট প্রশাসন বা বিসিবিতে কি আসছেন তামিম?
হাজারও ক্রিকেটপ্রেমীর এমন জিজ্ঞাসার জবাব আজ দিয়েছেন তামিম ইকবাল। বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ঢাকাকে হারানোর পর সংবাদ সম্মেলনে ফরচুন বরিশালের অধিনায়ক বললেন, ‘এই মুহূর্তে নয়। আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব। এখন তো অবসরে। প্রিমিয়ার লিগটা সময়মতো হলে সেটাও খেলব। যতটুকু সম্ভব খেলতে থাকব। আমার মনোযোগ থাকবে খেলা নিয়ে। সামনে অনেক টুর্নামেন্ট আছে। এসব নিয়েই ব্যস্ত থাকব।’
ছেলে আরহাম ইকবালের খেলা দেখতে মাঠে আসা নিয়েও কথা বলেছেন তামিম, ‘আমি যখন ব্যাট করছিলাম, তখন দেখার সুযোগ হয়নি আমার ছেলে কার সঙ্গে কথা বলছিল। তবে জানি, বাবার খেলা দেখতে সে ঢাকা থেকে চট্টগ্রামে এসেছে। বিশেষ করে এই ম্যাচ দেখার জন্য। আমি খুশি যে, সে দারুণ একটি ম্যাচ উপভোগ করতে পেরেছে। আমরা যেভাবে ম্যাচ শেষ করেছি, ১৪ ওভারে শেষ করতে পারলে আরও ভালো হতো। এতে আমরা সবকিছুতে এগিয়ে থাকতে পারতাম।’
বরিশাল ৬ ম্যাচ খেলে ফেললেও এখনো ভালো একটা কম্বিনেশন দাঁড় করাতে পারেননি। এটা ভাবাচ্ছে তামিমকে, ‘সামনের ম্যাচগুলোয় কিছু পরিবর্তন আসতে পারে। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যত তাড়াতাড়ি সম্ভব সঠিক কম্বিনেশন তৈরি করতে হবে। আমাদের প্রথম কয়েকটি ম্যাচে প্রায় একই একাদশ ছিল। আজকের কম্বিনেশনও বেশ ভালো ছিল।’
চট্টগ্রামের উইকেট নিয়ে সন্তুষ্ট তামিম। বললেন, ‘এবার বিপিএলের উইকেট খুবই ভালো। মিরপুর ও সিলেটের উইকেটও দারুণ ছিল। চট্টগ্রামের উইকেটের সঙ্গে বাউন্ডারির মাপও যথাযথ। এই ধরনের উইকেট এবং সঠিক সাইজের বাউন্ডারি থাকা উচিত।’ চট্টগ্রামের দর্শকদেরও প্রশংসা করেন তামিম, ‘এখানকার দর্শকেরা দারুণ। এবারের বিপিএলের বেশির ভাগ ম্যাচেই দর্শক উপস্থিতি ছিল ভালো। এটি আমাদের জন্য অনেক অনুপ্রেরণার।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫