ক্রীড়া ডেস্ক
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
ম্যাচ রেফারির দায়িত্ব পালন করতে গিয়ে নানান চ্যালেঞ্জের মুখে পড়েছেন ৬৪ বছর বয়সী বুন। বিশেষ করে নিরাপত্তা সংক্রান্ত কোনো ইস্যু সামাল দিতে গিয়ে বেশ ঘাম ঝরেছে তাঁর। এর মধ্যে একটি ঘটনা ঘটেছে ঢাকায়। যদিও বিষয়টি সেভাবে খোলাসা করেননি তিনি।
আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে বুন বলেন, ‘আমি মনে করি, চ্যালেঞ্জ প্রতিদিনই থাকে, প্রতিদিনই শেখার সুযোগ থাকে। তবে কিছু বিষয় আমার কাছে একটু বেশি কঠিন মনে হয়েছে। শুরুতে বল টেম্পারিংয়ের বিষয়টি আমার বেশ চ্যালেঞ্জের ছিল। কারও বিরুদ্ধে অনৈতিক কিছু করার অভিযোগ তোলাটা খুবই অস্বস্তিকর।’
নিরাপত্তার কথা বলতে গিয়ে ঢাকার পাশাপাশি ২০১৯ সালে ক্রাইস্টচার্চ হামলার কথাও টেনে আনেন বুন। তিনি বলেন, ‘নিরাপত্তাজনিত কোনো ইস্যু থাকলে সেটা আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়ে। দুর্ভাগ্যবশত একটি ঘটনা ঘটেছে ঢাকায়, আরেকটি ক্রাইস্টচার্চে (নিউজিল্যান্ড)। কিন্তু তারপরও কাজ চালিয়ে যেতে হয়। তাই দশবার গভীর নিশ্বাস নিয়ে আবার কাজে ফিরে যাই।’
ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৫ টেস্ট, ২০ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারি ছিলেন বুন। সবমিলিয়ে ৮৭ টেস্ট, ১৮৩ ওয়ানডে ও ১১৯ টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারি থেকেছেন তিনি। খেলোয়াড়ি জীবনে অস্ট্রেলিয়ার হয়ে ১০৭ টেস্ট ও ১৮১ ওয়ানডে খেলেন এই কিংবদন্তি। ১৯৮৭ বিশ্বকাপের ফাইনালে ম্যাচ জেতানো ৭৫ রানের ইনিংস খেলে পেয়েছিলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। অবসর নেওয়ার পর জাতীয় দলের নির্বাচক হিসেবে তিনি কাজ করেছেন টানা ১১ বছর।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
ম্যাচ রেফারির দায়িত্ব পালন করতে গিয়ে নানান চ্যালেঞ্জের মুখে পড়েছেন ৬৪ বছর বয়সী বুন। বিশেষ করে নিরাপত্তা সংক্রান্ত কোনো ইস্যু সামাল দিতে গিয়ে বেশ ঘাম ঝরেছে তাঁর। এর মধ্যে একটি ঘটনা ঘটেছে ঢাকায়। যদিও বিষয়টি সেভাবে খোলাসা করেননি তিনি।
আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে বুন বলেন, ‘আমি মনে করি, চ্যালেঞ্জ প্রতিদিনই থাকে, প্রতিদিনই শেখার সুযোগ থাকে। তবে কিছু বিষয় আমার কাছে একটু বেশি কঠিন মনে হয়েছে। শুরুতে বল টেম্পারিংয়ের বিষয়টি আমার বেশ চ্যালেঞ্জের ছিল। কারও বিরুদ্ধে অনৈতিক কিছু করার অভিযোগ তোলাটা খুবই অস্বস্তিকর।’
নিরাপত্তার কথা বলতে গিয়ে ঢাকার পাশাপাশি ২০১৯ সালে ক্রাইস্টচার্চ হামলার কথাও টেনে আনেন বুন। তিনি বলেন, ‘নিরাপত্তাজনিত কোনো ইস্যু থাকলে সেটা আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়ে। দুর্ভাগ্যবশত একটি ঘটনা ঘটেছে ঢাকায়, আরেকটি ক্রাইস্টচার্চে (নিউজিল্যান্ড)। কিন্তু তারপরও কাজ চালিয়ে যেতে হয়। তাই দশবার গভীর নিশ্বাস নিয়ে আবার কাজে ফিরে যাই।’
ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৫ টেস্ট, ২০ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারি ছিলেন বুন। সবমিলিয়ে ৮৭ টেস্ট, ১৮৩ ওয়ানডে ও ১১৯ টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারি থেকেছেন তিনি। খেলোয়াড়ি জীবনে অস্ট্রেলিয়ার হয়ে ১০৭ টেস্ট ও ১৮১ ওয়ানডে খেলেন এই কিংবদন্তি। ১৯৮৭ বিশ্বকাপের ফাইনালে ম্যাচ জেতানো ৭৫ রানের ইনিংস খেলে পেয়েছিলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। অবসর নেওয়ার পর জাতীয় দলের নির্বাচক হিসেবে তিনি কাজ করেছেন টানা ১১ বছর।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে