বিশ্বকাপের শুরুতে ভালো করতে পারছিলেন না বলে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছিলেন শাহিন শাহ আফ্রিদি। তবে সময়ের সঙ্গে নিজেকে প্রমাণ করেছেন পাকিস্তানি পেসার। অ্যাডাম জাম্পার সঙ্গে যৌথভাবে ১৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা উইকেটশিকারি এখন তিনি।
শুধু বিশ্বকাপেই নন, এখন আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা বোলারও শাহিন। সর্বশেষ কয়েক ম্যাচে দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা বোলার হয়েছেন তিনি। সেটিই আবার ক্যারিয়ারে প্রথমবার। ৬৭৩ রেটিং পয়েন্টে তিনিই এখন র্যাঙ্কিংয়ের শীর্ষে।
শাহিনের উত্থানে র্যাঙ্কিংয়ের দুইয়ে নেমে গেছেন এত দিন শীর্ষে থাকা জশ হ্যাজেলউড। পাকিস্তানের বাঁহাতি পেসারের সঙ্গে হ্যাজলউডের পয়েন্টের ব্যবধান ১০। ৬৬৩ পয়েন্টে দুইয়ে আছেন অস্ট্রেলিয়ান পেসার। শীর্ষ পাঁচের পরের তিনজন হচ্ছেন— মোহাম্মদ সিরাজ, কেশব মহারাজ ও ট্রেন্ট বোল্ট।
বোলিংয়ে যেমন শাহিন তেমনি ব্যাটিংয়েও পাকিস্তানের ব্যাটারই শীর্ষে। বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের সহজাত ছন্দটা দেখাতে না পারলেও ব্যাটারদের শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। ৮১৮ রেটিং পয়েন্টে শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক। তাঁর পরে আছেন ভারতের উদীয়মান ক্রিকেটার শুবমান গিল।
বোলিং–ব্যাটিংয়ে দুই পাকিস্তানি ক্রিকেটারের রাজত্ব চললেও অলরাউন্ডারের র্যাঙ্কিয়ে আছেন শীর্ষে সাকিব আল হাসান। ৩১৬ রেটিংয়ে শীর্ষে আছেন বাংলাদেশি অলরাউন্ডার। কিন্তু বিশ্বকাপে এখন পর্যন্ত র্যাঙ্কিংয়ের ছাপ রাখতে পারেননি সাকিব। ৬ ম্যাচে ১০৪ রানের বিপরীতে উইকেট পেয়েছেন ৭টি। ২৯৭ পয়েন্টে সাকিবের পরে আছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী।
বিশ্বকাপের শুরুতে ভালো করতে পারছিলেন না বলে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছিলেন শাহিন শাহ আফ্রিদি। তবে সময়ের সঙ্গে নিজেকে প্রমাণ করেছেন পাকিস্তানি পেসার। অ্যাডাম জাম্পার সঙ্গে যৌথভাবে ১৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা উইকেটশিকারি এখন তিনি।
শুধু বিশ্বকাপেই নন, এখন আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা বোলারও শাহিন। সর্বশেষ কয়েক ম্যাচে দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা বোলার হয়েছেন তিনি। সেটিই আবার ক্যারিয়ারে প্রথমবার। ৬৭৩ রেটিং পয়েন্টে তিনিই এখন র্যাঙ্কিংয়ের শীর্ষে।
শাহিনের উত্থানে র্যাঙ্কিংয়ের দুইয়ে নেমে গেছেন এত দিন শীর্ষে থাকা জশ হ্যাজেলউড। পাকিস্তানের বাঁহাতি পেসারের সঙ্গে হ্যাজলউডের পয়েন্টের ব্যবধান ১০। ৬৬৩ পয়েন্টে দুইয়ে আছেন অস্ট্রেলিয়ান পেসার। শীর্ষ পাঁচের পরের তিনজন হচ্ছেন— মোহাম্মদ সিরাজ, কেশব মহারাজ ও ট্রেন্ট বোল্ট।
বোলিংয়ে যেমন শাহিন তেমনি ব্যাটিংয়েও পাকিস্তানের ব্যাটারই শীর্ষে। বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের সহজাত ছন্দটা দেখাতে না পারলেও ব্যাটারদের শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। ৮১৮ রেটিং পয়েন্টে শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক। তাঁর পরে আছেন ভারতের উদীয়মান ক্রিকেটার শুবমান গিল।
বোলিং–ব্যাটিংয়ে দুই পাকিস্তানি ক্রিকেটারের রাজত্ব চললেও অলরাউন্ডারের র্যাঙ্কিয়ে আছেন শীর্ষে সাকিব আল হাসান। ৩১৬ রেটিংয়ে শীর্ষে আছেন বাংলাদেশি অলরাউন্ডার। কিন্তু বিশ্বকাপে এখন পর্যন্ত র্যাঙ্কিংয়ের ছাপ রাখতে পারেননি সাকিব। ৬ ম্যাচে ১০৪ রানের বিপরীতে উইকেট পেয়েছেন ৭টি। ২৯৭ পয়েন্টে সাকিবের পরে আছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫