নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৩ সাল থেকে আইসিসি থেকে অস্ট্রেলিয়ার সমান টাকা পাবে বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। এখন আইসিসি থেকে জিম্বাবুয়ের সমান রাজস্ব পায় বলে দাবি পাপনের।
আজ শনিবার বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত এক অনুষ্ঠানে বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘এত দিন আমাদের যে হারে অর্থ দিয়ে আসছিল সেটা ঠিক না। আমি ওদের চ্যালেঞ্জ করেছিলাম। কিন্তু তারা বলেছে আট বছরের সার্কেল পড়ে যাওয়ায় দিতে পারেনি। এখন ২০২৩ থেকে অস্ট্রেলিয়ার সমান অর্থ দেবে আমাদের। এত বছর আমাদের দিত জিম্বাবুয়ের সমান।’
নাজমুল হাসান পাপন বিসিবির এফডিআরের তথ্যও জানিয়েছে। তিনি বলেন, ‘বিসিবির অনেক আয় বেড়েছে। আমাদের সব পৃষ্ঠপোষক স্থানীয়, দেশের বাইরের না। আমরা টাকা অনেক কম পাই। তবু এই দুই মেয়াদে আমাদের এফডিআর (পুঞ্জীভূত তহবিল) প্রায় ৯০০ কোটি টাকার মতো আছে।’
বিসিবির গত ১০ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৯-২০ অর্থবছরে আয়-ব্যয়, নিট উদ্বৃত্ত, নগদ ও ব্যাংক জমা, এফডিআর মিলে বিসিবির স্থায়ী মূলধন বা পুঞ্জীভূত তহবিলে আছে ৮৩২ কোটি ৬৮ লাখ ৮৭ হাজার টাকা। ২০১১-১২ অর্থবছরে যা ছিল ৩৯৭ কোটি ৫২ লাখ ৫১ হাজার টাকা।
আর্থিক বিষয়ের পাশাপাশি বিসিবির নানা অব্যবস্থাপনার কথাও তুলে ধরেন পাপন। তিনি বলেন, ‘সবচেয়ে বড় মাথাব্যথা ছিল বিপিএল নিয়ে। এত অব্যবস্থাপনা হয়েছে এটাতে। এমন পরিস্থিতিতে আফজালুর রহমান সিনহা ভাইকে বিপিএলের গভর্নিং বডির চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে নির্ভার ছিলাম।’
আরেকটি অব্যবস্থপনার কথা তুলে ধরে নাজমুল হাসান বলেন, ‘একবার আমরা অনেক কোকাবুরা বল কিনেছিলাম। প্রায় আট বছরের জন্য। কিন্তু দেড় বছর পরে দেখা গেল বলগুলোর মেয়াদ শেষ!’
নাজমুল হাসান কথা বলেছেন তাঁর বিসিবির সভাপতি হওয়ার প্রসঙ্গ নিয়েও। তিনি বলেন, ‘আমার ক্রিকেট বোর্ডে আসাটাই আশ্চর্যের! আমাকে আপা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) তিনটা নাম জিজ্ঞেস করেছিলেন (বিসিবির সভাপতির জন্য)। আপা কখন কী করবে, হওয়ার আগ পর্যন্ত সেটা বোঝার উপায় নেই। তখন তো আর নির্বাচন ছিল না।’
আরও পড়ুন:
ক্রিকেট বিশ্বে পঞ্চম ধনী বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৩ সাল থেকে আইসিসি থেকে অস্ট্রেলিয়ার সমান টাকা পাবে বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। এখন আইসিসি থেকে জিম্বাবুয়ের সমান রাজস্ব পায় বলে দাবি পাপনের।
আজ শনিবার বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত এক অনুষ্ঠানে বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘এত দিন আমাদের যে হারে অর্থ দিয়ে আসছিল সেটা ঠিক না। আমি ওদের চ্যালেঞ্জ করেছিলাম। কিন্তু তারা বলেছে আট বছরের সার্কেল পড়ে যাওয়ায় দিতে পারেনি। এখন ২০২৩ থেকে অস্ট্রেলিয়ার সমান অর্থ দেবে আমাদের। এত বছর আমাদের দিত জিম্বাবুয়ের সমান।’
নাজমুল হাসান পাপন বিসিবির এফডিআরের তথ্যও জানিয়েছে। তিনি বলেন, ‘বিসিবির অনেক আয় বেড়েছে। আমাদের সব পৃষ্ঠপোষক স্থানীয়, দেশের বাইরের না। আমরা টাকা অনেক কম পাই। তবু এই দুই মেয়াদে আমাদের এফডিআর (পুঞ্জীভূত তহবিল) প্রায় ৯০০ কোটি টাকার মতো আছে।’
বিসিবির গত ১০ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৯-২০ অর্থবছরে আয়-ব্যয়, নিট উদ্বৃত্ত, নগদ ও ব্যাংক জমা, এফডিআর মিলে বিসিবির স্থায়ী মূলধন বা পুঞ্জীভূত তহবিলে আছে ৮৩২ কোটি ৬৮ লাখ ৮৭ হাজার টাকা। ২০১১-১২ অর্থবছরে যা ছিল ৩৯৭ কোটি ৫২ লাখ ৫১ হাজার টাকা।
আর্থিক বিষয়ের পাশাপাশি বিসিবির নানা অব্যবস্থাপনার কথাও তুলে ধরেন পাপন। তিনি বলেন, ‘সবচেয়ে বড় মাথাব্যথা ছিল বিপিএল নিয়ে। এত অব্যবস্থাপনা হয়েছে এটাতে। এমন পরিস্থিতিতে আফজালুর রহমান সিনহা ভাইকে বিপিএলের গভর্নিং বডির চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে নির্ভার ছিলাম।’
আরেকটি অব্যবস্থপনার কথা তুলে ধরে নাজমুল হাসান বলেন, ‘একবার আমরা অনেক কোকাবুরা বল কিনেছিলাম। প্রায় আট বছরের জন্য। কিন্তু দেড় বছর পরে দেখা গেল বলগুলোর মেয়াদ শেষ!’
নাজমুল হাসান কথা বলেছেন তাঁর বিসিবির সভাপতি হওয়ার প্রসঙ্গ নিয়েও। তিনি বলেন, ‘আমার ক্রিকেট বোর্ডে আসাটাই আশ্চর্যের! আমাকে আপা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) তিনটা নাম জিজ্ঞেস করেছিলেন (বিসিবির সভাপতির জন্য)। আপা কখন কী করবে, হওয়ার আগ পর্যন্ত সেটা বোঝার উপায় নেই। তখন তো আর নির্বাচন ছিল না।’
আরও পড়ুন:
ক্রিকেট বিশ্বে পঞ্চম ধনী বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫