নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সানরাইজার্সের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ হয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। টুর্নামেন্ট চলার সময় খবর এসেছে, তাসকিন নিয়মের বাইরে গিয়ে পুরো পারিশ্রমিকের দাবি জানিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। যদিও তাসকিন জানিয়েছেন, বিষয়টি নিজেদের মধ্যে শুধুই ‘ভুল বুঝাবুঝি’।
ড্রাফটের বাইরে থেকে তাসকিনকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল সিলেট। তবে টুর্নামেন্টের মাঝ পথে এসে পারিশ্রমিক নিয়ে তাসকিন ও ফ্র্যাঞ্চাইজির মধ্যে খানিকটা সমস্যা বাধে। বিষয়টি নজরে আসার পরই বিপিএল গভর্নিং কমিটির মধ্যস্থতায় সেটির সমাধানও হয়। বিষয়টি দুই পক্ষের ভুল বুঝাবুঝি ছিল বলেই দাবি তাসকিনের।
আজ মঙ্গলবার বিসিবি একাডেমি মাঠে দলীয় অনুশীলনের পর তাসকিন বলেন, ‘আমার সঙ্গে তেমন কিছুই হয়নি। জয় ভাইয়ের (সিলেটের মালিক শেখ কুদরত-ই ইবতিহাজ জয়) কোনো ক্ল্যাশ বা এরকম কিছু হয়নি। এটা আসলে একটা ভুল বুঝাবুঝি ছিলো। আমাদের কথা ছিল ক্লিয়ার হওয়ার কথা। আমি আসলে ভেবেছিলাম আমার পারিশ্রমিকটা খেলা শেষ হওয়ার আগেই পুরোটা পরিশোধ হবে। আসলে একটা প্রক্রিয়া আছে, সে অনুযায়ী পুরষ্কার হবে।’
ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দ্বন্দ্বের খবর নিয়ে তাসকিন বলেন, ‘এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এটা দ্বন্দ্বের বিষয় না। জয় ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে এবং বিপিএল গভর্নিং কাউন্সিল থেকেও বলা আছে টাকাটা আমি প্রক্রিয়া অনুসারে পাব। আমার সঙ্গে আমাদের দলের মালিক বা অন্য কারও দ্বন্দ্ব নেই।’
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সানরাইজার্সের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ হয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। টুর্নামেন্ট চলার সময় খবর এসেছে, তাসকিন নিয়মের বাইরে গিয়ে পুরো পারিশ্রমিকের দাবি জানিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। যদিও তাসকিন জানিয়েছেন, বিষয়টি নিজেদের মধ্যে শুধুই ‘ভুল বুঝাবুঝি’।
ড্রাফটের বাইরে থেকে তাসকিনকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল সিলেট। তবে টুর্নামেন্টের মাঝ পথে এসে পারিশ্রমিক নিয়ে তাসকিন ও ফ্র্যাঞ্চাইজির মধ্যে খানিকটা সমস্যা বাধে। বিষয়টি নজরে আসার পরই বিপিএল গভর্নিং কমিটির মধ্যস্থতায় সেটির সমাধানও হয়। বিষয়টি দুই পক্ষের ভুল বুঝাবুঝি ছিল বলেই দাবি তাসকিনের।
আজ মঙ্গলবার বিসিবি একাডেমি মাঠে দলীয় অনুশীলনের পর তাসকিন বলেন, ‘আমার সঙ্গে তেমন কিছুই হয়নি। জয় ভাইয়ের (সিলেটের মালিক শেখ কুদরত-ই ইবতিহাজ জয়) কোনো ক্ল্যাশ বা এরকম কিছু হয়নি। এটা আসলে একটা ভুল বুঝাবুঝি ছিলো। আমাদের কথা ছিল ক্লিয়ার হওয়ার কথা। আমি আসলে ভেবেছিলাম আমার পারিশ্রমিকটা খেলা শেষ হওয়ার আগেই পুরোটা পরিশোধ হবে। আসলে একটা প্রক্রিয়া আছে, সে অনুযায়ী পুরষ্কার হবে।’
ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দ্বন্দ্বের খবর নিয়ে তাসকিন বলেন, ‘এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এটা দ্বন্দ্বের বিষয় না। জয় ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে এবং বিপিএল গভর্নিং কাউন্সিল থেকেও বলা আছে টাকাটা আমি প্রক্রিয়া অনুসারে পাব। আমার সঙ্গে আমাদের দলের মালিক বা অন্য কারও দ্বন্দ্ব নেই।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫