ঢাকা: ওয়েস্ট ইন্ডিজকে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন ড্যারেন স্যামি। এবার তাঁকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। অনির্বাচিত স্বাধীন পরিচালক হিসেবে ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করবেন স্যামি।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে কোনো সংস্করণেই সুযোগ পাননি স্যামি। তবে চুটিয়ে খেলেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিজের ভূমিকা বদলে ফেলেছেন স্যামি। এ মৌসুমে আছেন পেশোয়ার জালমির প্রধান কোচের ভূমিকায়। কোচ হওয়ার আগে দলটির অধিনায়ক ছিলেন স্যামি। অধিনায়কত্ব ছেড়েছেন ক্যারিবিয়ান সুপার লিগের (সিপিএল) দল সেন্ট লুসিয়া জুকসের। যুক্ত হয়েছেন দলটির ক্রিকেট পরামর্শক ও শুভেচ্ছাদূতের ভূমিকায়।
এবার দায়িত্ব পেলেন দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার। ১৭ জুন সিডব্লুআইয়ের এক সভায় স্বাধীন পরিচালক পদে তিনটি নিয়োগ দেওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়। এর একটিতে দায়িত্ব পেয়েছেন স্যামি। দুই বছরের জন্য অনির্বাচিত স্বাধীন পরিচালক পদের দায়িত্বে থাকবেন তিনি। দায়িত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত স্যামি। নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন এভাবে, ‘সিডব্লিউআইয়ের একজন পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া সম্মানের। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অবদান রাখার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। নতুন ভূমিকায় মাঠের বাইরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার এটি দারুণ সুযোগ।’
স্যামি নিজের অভিজ্ঞতার সবটুকু দিয়ে এগিয়ে নিতে চান ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে। এক বিবৃতিতে জানিয়েছেন, স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অভিজ্ঞতা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অবদান রাখতে আমাকে সাহায্য করবে। আমার ভালোবাসার খেলা ও আমার অঞ্চলকে কিছু ফিরিয়ে দিতে উন্মুখ হয়ে আছি।
স্যামিকে বোর্ডে পেয়ে দারুণ খুশি সিডব্লুআইয়ের সভাপতি রিকি স্কিরিট। স্কিরিট বলেছেন, ‘তাকে বোর্ডে স্বাগত। বর্তমান সময়ের ক্রিকেটারদের মনমানসিকতা সে ভালো জানে। আমরা চাইব তার এসব অভিজ্ঞতা কাজে লাগাতে।’ স্যামির দায়িত্বটা কেমন হতে পারে, সে ইঙ্গিতও দিয়েছেন উইন্ডিজ ক্রিকেট বোর্ডের এই বড় কর্তা, ‘বোর্ডের নতুন কোনো নীতি বা সেটার সমাধানের ব্যাপারে সে অংশগ্রহণ করতে পারবে। তার মতামত জানাতে পারবে।’
ঢাকা: ওয়েস্ট ইন্ডিজকে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন ড্যারেন স্যামি। এবার তাঁকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। অনির্বাচিত স্বাধীন পরিচালক হিসেবে ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করবেন স্যামি।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে কোনো সংস্করণেই সুযোগ পাননি স্যামি। তবে চুটিয়ে খেলেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিজের ভূমিকা বদলে ফেলেছেন স্যামি। এ মৌসুমে আছেন পেশোয়ার জালমির প্রধান কোচের ভূমিকায়। কোচ হওয়ার আগে দলটির অধিনায়ক ছিলেন স্যামি। অধিনায়কত্ব ছেড়েছেন ক্যারিবিয়ান সুপার লিগের (সিপিএল) দল সেন্ট লুসিয়া জুকসের। যুক্ত হয়েছেন দলটির ক্রিকেট পরামর্শক ও শুভেচ্ছাদূতের ভূমিকায়।
এবার দায়িত্ব পেলেন দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার। ১৭ জুন সিডব্লুআইয়ের এক সভায় স্বাধীন পরিচালক পদে তিনটি নিয়োগ দেওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়। এর একটিতে দায়িত্ব পেয়েছেন স্যামি। দুই বছরের জন্য অনির্বাচিত স্বাধীন পরিচালক পদের দায়িত্বে থাকবেন তিনি। দায়িত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত স্যামি। নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন এভাবে, ‘সিডব্লিউআইয়ের একজন পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া সম্মানের। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অবদান রাখার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। নতুন ভূমিকায় মাঠের বাইরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার এটি দারুণ সুযোগ।’
স্যামি নিজের অভিজ্ঞতার সবটুকু দিয়ে এগিয়ে নিতে চান ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে। এক বিবৃতিতে জানিয়েছেন, স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অভিজ্ঞতা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অবদান রাখতে আমাকে সাহায্য করবে। আমার ভালোবাসার খেলা ও আমার অঞ্চলকে কিছু ফিরিয়ে দিতে উন্মুখ হয়ে আছি।
স্যামিকে বোর্ডে পেয়ে দারুণ খুশি সিডব্লুআইয়ের সভাপতি রিকি স্কিরিট। স্কিরিট বলেছেন, ‘তাকে বোর্ডে স্বাগত। বর্তমান সময়ের ক্রিকেটারদের মনমানসিকতা সে ভালো জানে। আমরা চাইব তার এসব অভিজ্ঞতা কাজে লাগাতে।’ স্যামির দায়িত্বটা কেমন হতে পারে, সে ইঙ্গিতও দিয়েছেন উইন্ডিজ ক্রিকেট বোর্ডের এই বড় কর্তা, ‘বোর্ডের নতুন কোনো নীতি বা সেটার সমাধানের ব্যাপারে সে অংশগ্রহণ করতে পারবে। তার মতামত জানাতে পারবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫