রান তাড়ায় নেমে ধুঁকছে ইংল্যান্ড। দুর্দান্ত লাইন লেংথে বোলিং করে জনি বেয়ারস্টো–জস বাটলারদের কাঁপিয়ে দিচ্ছেন আফগানিস্তানের বোলাররা। এক শ রানের আগেই ৪ হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
২৮৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধাক্কা খায় ইংল্যান্ড। দলীয় ৩ রানের মাথায় বেয়ারস্টোকে ড্রেসিংরুমে ফেরান ফজলহক ফারুকি। দ্বিতীয় উইকেটে ৩০ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে নিচ্ছিলেন ডেভিড মালান ও জো রুট। কিন্তু ১১ রানে রুট মুজিব উর রহমানের বলে বোল্ড হওয়ার পর বিপদ বেড়ে যায় ইংল্যান্ডের।
তৃতীয় উইকেটে হ্যারি ব্রুককে নিয়ে আরেকটি ছোট জুটি গড়েন ওপেনিংয়ে নামা মালান। তাঁদের জুটি ৩৫ রানে দাঁড়ালে তা ভেঙে দেন মোহাম্মদ নবী। আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে আজ ১৫০ ওয়ানডে খেলতে নেমেছেন ৩৮ বছর বয়সী অভিজ্ঞ ব্যাটার। ৩২ রানে ফিরে যান সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করা মালান। ৯ রানে দ্রুত ফিরে গেছেন অধিনায়ক বাটলারও।
সতীর্থরা নিয়মিত আসা–যাওয়ার মিছিলে থাকলেও এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন হ্যারি ব্রুক। কিন্তু তাঁকে সঙ্গ দিতে পারলেন না লিয়াম লিভিংস্টোনও। ১০ রানে রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন তিনি। ৪২ রানে অপরাজিত আছেন রুট। তাঁকে সঙ্গ দিতে পিচে এসেছেন স্যাম কারান। ১ রানে অপরাজিত আছেন এই পেস অলরাউন্ডার। প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভারে ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ১১৯।
রান তাড়ায় নেমে ধুঁকছে ইংল্যান্ড। দুর্দান্ত লাইন লেংথে বোলিং করে জনি বেয়ারস্টো–জস বাটলারদের কাঁপিয়ে দিচ্ছেন আফগানিস্তানের বোলাররা। এক শ রানের আগেই ৪ হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
২৮৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধাক্কা খায় ইংল্যান্ড। দলীয় ৩ রানের মাথায় বেয়ারস্টোকে ড্রেসিংরুমে ফেরান ফজলহক ফারুকি। দ্বিতীয় উইকেটে ৩০ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে নিচ্ছিলেন ডেভিড মালান ও জো রুট। কিন্তু ১১ রানে রুট মুজিব উর রহমানের বলে বোল্ড হওয়ার পর বিপদ বেড়ে যায় ইংল্যান্ডের।
তৃতীয় উইকেটে হ্যারি ব্রুককে নিয়ে আরেকটি ছোট জুটি গড়েন ওপেনিংয়ে নামা মালান। তাঁদের জুটি ৩৫ রানে দাঁড়ালে তা ভেঙে দেন মোহাম্মদ নবী। আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে আজ ১৫০ ওয়ানডে খেলতে নেমেছেন ৩৮ বছর বয়সী অভিজ্ঞ ব্যাটার। ৩২ রানে ফিরে যান সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করা মালান। ৯ রানে দ্রুত ফিরে গেছেন অধিনায়ক বাটলারও।
সতীর্থরা নিয়মিত আসা–যাওয়ার মিছিলে থাকলেও এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন হ্যারি ব্রুক। কিন্তু তাঁকে সঙ্গ দিতে পারলেন না লিয়াম লিভিংস্টোনও। ১০ রানে রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন তিনি। ৪২ রানে অপরাজিত আছেন রুট। তাঁকে সঙ্গ দিতে পিচে এসেছেন স্যাম কারান। ১ রানে অপরাজিত আছেন এই পেস অলরাউন্ডার। প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভারে ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ১১৯।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫