ক্রীড়া ডেস্ক
নভেম্বর-ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে তিনটি এক দিনের ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরশু শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়ান চড়ার কথা তাদের। এর মধ্যে আজ সন্ধ্যায় এই সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
১৬ সদস্যের দলে সুযোগ পেয়েছেন তিন লেগ স্পিনার। মূল দলের সঙ্গে অতিরিক্ত রাখা হয়েছে আরও চার ক্রিকেটার। বৃহস্পতিবার শ্রীলঙ্কায় পৌঁছে শুক্রবারই ওয়ানডে সিরিজের অনুশীলনে নেমে পড়বে দল। দুই দিনের প্রস্তুতি শেষে ২৪ নভেম্বর প্রথম ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরের দুই ম্যাচ হবে ২৬ ও ২৮ নভেম্বর।
সাত ব্যাটারের সঙ্গে তিন অলরাউন্ডার ও ছয় বোলারের সমন্বয়ে বাংলাদেশ দল। এর মধ্যে লেগ স্পিনার তিন ক্রিকেটার হলেন—ইমরান হোসেন, রকিবুল হোসেন ও মাহির ইশমাম চৌধুরী। দুই উইকেটরক্ষক আবদুল্লাহ আল মুহি ও সৌরভ কর্মকার।
সফরে প্রধান কোচের দায়িত্বে থাকবেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচ আবদুল করিম জুয়েল। তাঁর সঙ্গে কোচিং প্যানেলে আরও থাকছেন সাবেক দুই ক্রিকেটার তুষার ইমরান ও হাসিবুল হোসেন। ৫০ ওভারের সিরিজ শেষে ২ ডিসেম্বর শুরু হবে তিন দিনের প্রথম ম্যাচ। ৭ ডিসেম্বর শুরু হবে তিন দিনের ম্যাচ দ্বিতীয় ম্যাচ। ৯ ডিসেম্বর আবার দেশে ফিরবে দল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল: ফেরদৌস কবির, আবদুল্লাহ আল মুহি, হৃদয় হোসেন, ফারহান সাদিক, আদৃত ঘোষ, আহসানুল হক মাহিম, রকিবুল হোসেন, রাকিব খান, মাহিনউজ্জামান মাহবির, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন, আব্দুর রহিম, মাহির ইশমাম চৌধুরি, ইমরান হোসেন, আল রাফি ও সৌরভ কর্মকার।
স্ট্যান্ডবাই: আহসানুল মুমিন, মোবাসশির ইসলাম মুনেম, ফাইয়াজ রহমান, কাওসার আহমেদ।
নভেম্বর-ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে তিনটি এক দিনের ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরশু শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়ান চড়ার কথা তাদের। এর মধ্যে আজ সন্ধ্যায় এই সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
১৬ সদস্যের দলে সুযোগ পেয়েছেন তিন লেগ স্পিনার। মূল দলের সঙ্গে অতিরিক্ত রাখা হয়েছে আরও চার ক্রিকেটার। বৃহস্পতিবার শ্রীলঙ্কায় পৌঁছে শুক্রবারই ওয়ানডে সিরিজের অনুশীলনে নেমে পড়বে দল। দুই দিনের প্রস্তুতি শেষে ২৪ নভেম্বর প্রথম ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরের দুই ম্যাচ হবে ২৬ ও ২৮ নভেম্বর।
সাত ব্যাটারের সঙ্গে তিন অলরাউন্ডার ও ছয় বোলারের সমন্বয়ে বাংলাদেশ দল। এর মধ্যে লেগ স্পিনার তিন ক্রিকেটার হলেন—ইমরান হোসেন, রকিবুল হোসেন ও মাহির ইশমাম চৌধুরী। দুই উইকেটরক্ষক আবদুল্লাহ আল মুহি ও সৌরভ কর্মকার।
সফরে প্রধান কোচের দায়িত্বে থাকবেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচ আবদুল করিম জুয়েল। তাঁর সঙ্গে কোচিং প্যানেলে আরও থাকছেন সাবেক দুই ক্রিকেটার তুষার ইমরান ও হাসিবুল হোসেন। ৫০ ওভারের সিরিজ শেষে ২ ডিসেম্বর শুরু হবে তিন দিনের প্রথম ম্যাচ। ৭ ডিসেম্বর শুরু হবে তিন দিনের ম্যাচ দ্বিতীয় ম্যাচ। ৯ ডিসেম্বর আবার দেশে ফিরবে দল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল: ফেরদৌস কবির, আবদুল্লাহ আল মুহি, হৃদয় হোসেন, ফারহান সাদিক, আদৃত ঘোষ, আহসানুল হক মাহিম, রকিবুল হোসেন, রাকিব খান, মাহিনউজ্জামান মাহবির, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন, আব্দুর রহিম, মাহির ইশমাম চৌধুরি, ইমরান হোসেন, আল রাফি ও সৌরভ কর্মকার।
স্ট্যান্ডবাই: আহসানুল মুমিন, মোবাসশির ইসলাম মুনেম, ফাইয়াজ রহমান, কাওসার আহমেদ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫