নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন কোনো সিরিজ শুরু হবে আর বাংলাদেশ দলকে কে নেতৃত্ব দেবেন—এমন একটি প্রশ্ন কয়েক বছর ধরে ঘুরলেও সমাধানে পৌঁছানো যায়নি। গত বছর ওয়ানডে বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে চোটে পড়েন তিন সংস্করণের অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
আগামী মার্চে নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন সংস্করণের সিরিজ খেলবে বাংলাদেশ। এর মধ্যে আলোচনা শুরু হয়েছে সাকিব খেলবেন কি না। আর খেললেও অধিনায়কত্ব করবেন কি না। কারণটাও স্পষ্ট, সাকিবের চোখের সমস্যা এখনো পুরোপুরি সেরে ওঠেনি।
গুঞ্জন রয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ না-ও খেলতে পারেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারও এই ব্যাপারে কোনো কিছু পরিষ্কার করেননি। জানিয়েছেন, গুঞ্জন গুঞ্জনই থাকুক। আজ বিকেলে ঢাকায় এক বাণিজ্যিক অনুষ্ঠানে সাংবাদিককে পাল্টা প্রশ্ন ছুড়ে সাকিব বলেছেন, ‘কে বলেছে আপনাকে? গুঞ্জন গুঞ্জনই থাকতে দেন। আর না হলে আপনি বের করেন খুঁজে, কে বলেছে। তাকে জিজ্ঞেস করেন। আমি কী বলেছি কাউকে?’
সাংবাদিক জানান, আপনার (সাকিব) কাছ থেকে সঠিক তথ্যই জানতে চাচ্ছি। উত্তরে সাকিব বলেন, ‘আপনি মাত্র কী বললেন। আমি কী বলেছি কখনো খেলতে চাচ্ছি বা চাচ্ছি না। কোথা থেকে শুনেছেন? আশপাশের কে? যার কাছে শুনেছেন তাকে জিজ্ঞেস করেন। আমি যদি বলতাম খেলতে চাই অথবা খেলতে চাই না, তখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন।’
রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলছেন সাকিব। মনোযোগ এখন তাঁর বিপিএলেই। তাই বললেন, ‘শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনো কোনো পরিকল্পনা হয়নি। বিপিএল চলছে। এটাতেই ফোকাস করছি। চেষ্টা করছি কীভাবে দলের জন্য অবদান রাখতে পারি।’
নতুন কোনো সিরিজ শুরু হবে আর বাংলাদেশ দলকে কে নেতৃত্ব দেবেন—এমন একটি প্রশ্ন কয়েক বছর ধরে ঘুরলেও সমাধানে পৌঁছানো যায়নি। গত বছর ওয়ানডে বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে চোটে পড়েন তিন সংস্করণের অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
আগামী মার্চে নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন সংস্করণের সিরিজ খেলবে বাংলাদেশ। এর মধ্যে আলোচনা শুরু হয়েছে সাকিব খেলবেন কি না। আর খেললেও অধিনায়কত্ব করবেন কি না। কারণটাও স্পষ্ট, সাকিবের চোখের সমস্যা এখনো পুরোপুরি সেরে ওঠেনি।
গুঞ্জন রয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ না-ও খেলতে পারেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারও এই ব্যাপারে কোনো কিছু পরিষ্কার করেননি। জানিয়েছেন, গুঞ্জন গুঞ্জনই থাকুক। আজ বিকেলে ঢাকায় এক বাণিজ্যিক অনুষ্ঠানে সাংবাদিককে পাল্টা প্রশ্ন ছুড়ে সাকিব বলেছেন, ‘কে বলেছে আপনাকে? গুঞ্জন গুঞ্জনই থাকতে দেন। আর না হলে আপনি বের করেন খুঁজে, কে বলেছে। তাকে জিজ্ঞেস করেন। আমি কী বলেছি কাউকে?’
সাংবাদিক জানান, আপনার (সাকিব) কাছ থেকে সঠিক তথ্যই জানতে চাচ্ছি। উত্তরে সাকিব বলেন, ‘আপনি মাত্র কী বললেন। আমি কী বলেছি কখনো খেলতে চাচ্ছি বা চাচ্ছি না। কোথা থেকে শুনেছেন? আশপাশের কে? যার কাছে শুনেছেন তাকে জিজ্ঞেস করেন। আমি যদি বলতাম খেলতে চাই অথবা খেলতে চাই না, তখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন।’
রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলছেন সাকিব। মনোযোগ এখন তাঁর বিপিএলেই। তাই বললেন, ‘শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনো কোনো পরিকল্পনা হয়নি। বিপিএল চলছে। এটাতেই ফোকাস করছি। চেষ্টা করছি কীভাবে দলের জন্য অবদান রাখতে পারি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫