Ajker Patrika

বর্ষসেরা টেস্ট দলে অস্ট্রেলিয়ার রাজত্ব, আছেন অবসর নেওয়া ব্রডও

বর্ষসেরা টেস্ট দলে অস্ট্রেলিয়ার রাজত্ব, আছেন অবসর নেওয়া ব্রডও

নিজের চাওয়া অনুযায়ী বিদায় নিতে পেরেছিলেন স্টুয়ার্ট ব্রড। সেরা ছন্দে থেকেই দীর্ঘ ১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন সবশেষ অ্যাশেজে। গত বছর সব মিলিয়ে ৮ টেস্টে ৩৮ উইকেট নিয়ে শীর্ষ উইকেটশিকারির তালিকায় ছিলেন চারে। 

আজ গত বছরের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ব্রড। আইসিসির ২০২৩ বর্ষসেরা টেস্ট দলে জায়গা পেয়েছেন সাবেক ইংল্যান্ড পেসার। তাঁর সঙ্গে এই তালিকায় জায়গা পেয়েছেন ইংল্যান্ডের ব্যাটার জো রুটও। ৮ টেস্টে ৭৮৭ রান নিয়ে ইংল্যান্ডের সেরা রান সংগ্রাহক ছিলেন অভিজ্ঞ ব্যাটার। ২ সেঞ্চুরির সঙ্গে ৫ ফিফটি করেছেন তিনি।

তবে বর্ষসেরা টেস্টের দলের একাদশে রাজত্ব করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ৫ জন ক্রিকেটার এবারের তালিকায় জায়গা পেয়েছে। সেই ৫ জন হচ্ছেন—উসমান খাজা, ট্রাভিস হেড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যালেক্স ক্যারি। তাঁদের একাদশে সুযোগ পাওয়াটা অবশ্য অনুমিতই ছিল।

গত বছরটা দল হিসেবে স্বপ্নের মতো কাটিয়েছে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ১৩ টেস্ট খেলে সর্বোচ্চ ৬ জয়ও পেয়েছে তারা। ভারতকে ২০৯ রানে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নও অজিরা। দলকে চ্যাম্পিয়ন করতে দুর্দান্ত খেলেছেন ১২১০ রানে গত বছরের সর্বোচ্চ রানসংগ্রাহক খাজা। ৩ সেঞ্চুরির সঙ্গে ৬ ফিফটি করেছেন অজি ওপেনার। রানের তালিকায় তিনে থাকা হেড করেছিলেন ৯১৯ রান। আর ক্যারির অবদান ছিল ৪৬১ রানের।

অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক কামিন্সকেই এই একাদশের নেতৃত্বের দায়িত্ব দিয়েছে আইসিসি। দলকে শুধু চ্যাম্পিয়নই করেননি কামিন্স, নিজেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ৪২ উইকেট নিয়ে গত বছরের উইকেটশিকারির তালিকায় দুইয়ে ছিলেন তিনি। সঙ্গে পেস বোলিংয়ে জায়গা পেয়েছেন গত বছর ৩৮ উইকেট নেওয়া তাঁর স্টার্ক। তবে সর্বোচ্চ ৪৭ উইকেট নেওয়া স্পিনার নাথান লায়নের জায়গা হয়নি এবারের তালিকায়।

লায়নের জায়গায় অফ স্পিনার হিসেবে আইসিসি এগিয়ে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিনকে। ৭ টেস্টে ৪১ উইকেট নিয়ে তিনে ছিলেন ভারতীয় অফ স্পিনার। আর অলরাউন্ডার হিসেবে বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন আরেক ভারতীয় রবীন্দ্র জাদেজা। ২৮১ রানের সঙ্গে ৩৩ উইকেটও নিয়েছেন বাঁহাতি স্পিনার। 

আর বাকি দুই ব্যাটার হিসেবে ১১ জনের তালিকায় জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ৬ টেস্টে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৬০৯ রান করেছিলেন করুণারত্নে। আর উইলিয়ামসন করেছিলেন ৭ টেস্টে ৬৯৫ রান। কোনো ফিফটি না করলেও ৪টি সেঞ্চুরি করেছেন সাবেক কিউই অধিনায়ক। 

২০২৩ সালের বর্ষসেরা টেস্ট একাদশ: 

উসমান খাজা, ট্রাভিস হেড অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), দিমুথ করুণারত্নে (শ্রীলঙ্কা), কেইন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), জো রুট, স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড), রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন (ভারত)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত