বয়সটাই শুধু বাধা হয়ে দাঁড়িয়েছিল। সদ্য প্রাপ্তবয়স্ক অর্থাৎ আঠারোয় পা দেওয়ার পর অবশ্য আর দেরি করেননি। স্বপ্নকে বাস্তবে রূপান্তর করে রিয়াল মাদ্রিদে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন এন্ড্রিক। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ বরণ করে নেওয়া হয় ব্রাজিলের ‘বিস্ময় বালক’কে।
এরই মধ্যে ভবিষ্যতের ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ফুটবলার ট্যাগ এখনই পেয়ে গেছেন এন্ড্রিক। মাত্র কৈশোর পেরোনো এই স্ট্রাইকার ইউরোপের সেরা ক্লাবে খেলারও সুযোগ পেয়ে গেলেন। হাজার হাজার দর্শকের সামনে অশ্রুসিক্ত চোখে স্বপ্ন পূরণের কথা বলেছেন তিনি।
রিয়ালে যোগ দেওয়ার আনন্দে উচ্ছ্বসিত এন্ড্রিক নিজের অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছিলেন। আবেগী হয়ে বলেছেন, ‘অনুভূতি প্রকাশ করার মতো কোনো ভাষা আমার নেই। আমি সব সময় এখানে, রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চেয়েছি। এটি শুধু আমার নয়, আমার পরিবারেরও স্বপ্ন ছিল, আর এই স্বপ্ন আমি পূরণ করেছি।’
৭৫০ কোটি টাকায় দুই বছর আগে এন্ড্রিককে দলে ভেড়ায় রিয়াল। ব্রাজিলের ক্লাব পালমেইরাসে তাঁর খেলা দেখেই মজে যায় রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান এই ক্লাবের হয়ে ৪০ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন এন্ড্রিক। তবে বয়স তখন মাত্র ১৬ বছর হওয়ায় মাদ্রিদে নিয়ে আসা সম্ভব হচ্ছিল না সেলেসাও তারকা ফুটবলারকে।
বয়সটাই শুধু বাধা হয়ে দাঁড়িয়েছিল। সদ্য প্রাপ্তবয়স্ক অর্থাৎ আঠারোয় পা দেওয়ার পর অবশ্য আর দেরি করেননি। স্বপ্নকে বাস্তবে রূপান্তর করে রিয়াল মাদ্রিদে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন এন্ড্রিক। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ বরণ করে নেওয়া হয় ব্রাজিলের ‘বিস্ময় বালক’কে।
এরই মধ্যে ভবিষ্যতের ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ফুটবলার ট্যাগ এখনই পেয়ে গেছেন এন্ড্রিক। মাত্র কৈশোর পেরোনো এই স্ট্রাইকার ইউরোপের সেরা ক্লাবে খেলারও সুযোগ পেয়ে গেলেন। হাজার হাজার দর্শকের সামনে অশ্রুসিক্ত চোখে স্বপ্ন পূরণের কথা বলেছেন তিনি।
রিয়ালে যোগ দেওয়ার আনন্দে উচ্ছ্বসিত এন্ড্রিক নিজের অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছিলেন। আবেগী হয়ে বলেছেন, ‘অনুভূতি প্রকাশ করার মতো কোনো ভাষা আমার নেই। আমি সব সময় এখানে, রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চেয়েছি। এটি শুধু আমার নয়, আমার পরিবারেরও স্বপ্ন ছিল, আর এই স্বপ্ন আমি পূরণ করেছি।’
৭৫০ কোটি টাকায় দুই বছর আগে এন্ড্রিককে দলে ভেড়ায় রিয়াল। ব্রাজিলের ক্লাব পালমেইরাসে তাঁর খেলা দেখেই মজে যায় রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান এই ক্লাবের হয়ে ৪০ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন এন্ড্রিক। তবে বয়স তখন মাত্র ১৬ বছর হওয়ায় মাদ্রিদে নিয়ে আসা সম্ভব হচ্ছিল না সেলেসাও তারকা ফুটবলারকে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৫ দিন আগে