ট্রেন্ট ব্রিজে ভারতের বিপক্ষে লড়ছে ইংল্যান্ড। শেষ দিনে ৯ উইকেট হাতে রেখে ভারতের জয়ের জন্য দরকার আরও ১৫৭ রান। শেষ পর্যন্ত ইংল্যান্ড বোলাররা যে লড়তে পারছেন, সেই পুঁজিটা এনে দিয়েছেন জো রুট। দ্বিতীয় ইনিংসে তাঁর দারুণ সেঞ্চুরিতে ভারতকে ২০৯ রানের লক্ষ্য দিতে পেরেছিল ইংলিশরা। সেঞ্চুরির পথে কাল প্রথম ব্যাটসম্যান হিসেবে এ বছর টেস্টে হাজার রান ছুঁয়েছেন রুট।
ট্রেন্ট ব্রিজ টেস্টে দুই ইনিংসেই ভারতের বোলারদের বিপক্ষে একাই লড়েছেন রুট। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন তিনি। প্রথম ইনিংসে ৬৪ রান করলেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি (১০৯) করে তবেই থেমেছেন। রুটের ব্যাটে রানের এই ফোয়ারা বছরজুড়েই চলছে। কাল ১০৯ রানের ইনিংসের পথে ৪৫ রানের সময় প্রথম ব্যাটসম্যান হিসেবে এ বছর টেস্টে হাজার রান ছুঁয়েছেন তিনি।
এ বছর খেলা ৯ টেস্টে ৫৯.১১ গড়ে এখন পর্যন্ত ১০৬৪ রান করেছেন রুট। এখনো ৭০০ রানের কোটাও পেরোতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। তালিকার দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কান ওপেনার লাহিরু থিরিমান্নে সাত টেস্ট খেলে ৫০.৬৯ গড়ে করেছেন ৬৫৯ রান। ৬২৪ রান করে তালিকার তৃতীয় স্থানে আছেন আরেক শ্রীলঙ্কান ওপেনার দিমুথ করুণারত্নে। শ্রীলঙ্কান অধিনায়কের ব্যাটিং গড় ৬৯.৩৩। সেরা দশের মধ্যে করুণারত্নের গড়ই সবচেয়ে বেশি।
সেরা দশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৬১.২২ ব্যাটিং গড় মমিনুল হকের। বাংলাদেশ অধিনায়ক এখন পর্যন্ত সেরা রান সংগ্রাহকের তালিকায় আছেন ৭ নম্বরে। পাঁচ টেস্টে দুই সেঞ্চুরির সঙ্গে এক ফিফটিতে ৪৮৯ রান করেছেন মমিনুল। সেরা দশে না থাকলেও কাছাকাছি আছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। চার টেস্টে চার ফিফটিতে ৩৮৩ রান করে বাঁহাতি ওপেনার আছেন তালিকার ১২ নম্বরে।
কালকের সেঞ্চুরি নিয়ে এ বছর খেলা ৯ টেস্টে চার সেঞ্চুরির সঙ্গে একটি ফিফটি রয়েছে রুটের। চার সেঞ্চুরির তিনটিকেই আবার ডাবল সেঞ্চুরিতে (২২৮, ১৮৬, ২১৮) রূপ দিয়েছেন এই ইংলিশ অধিনায়ক। এখন পর্যন্ত পাঁচ টেস্ট খেলা করুণারত্নে রুটের পরে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি করেছেন। দুটি সেঞ্চুরি করেছেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা থিরিমান্নে।
ট্রেন্ট ব্রিজে ভারতের বিপক্ষে লড়ছে ইংল্যান্ড। শেষ দিনে ৯ উইকেট হাতে রেখে ভারতের জয়ের জন্য দরকার আরও ১৫৭ রান। শেষ পর্যন্ত ইংল্যান্ড বোলাররা যে লড়তে পারছেন, সেই পুঁজিটা এনে দিয়েছেন জো রুট। দ্বিতীয় ইনিংসে তাঁর দারুণ সেঞ্চুরিতে ভারতকে ২০৯ রানের লক্ষ্য দিতে পেরেছিল ইংলিশরা। সেঞ্চুরির পথে কাল প্রথম ব্যাটসম্যান হিসেবে এ বছর টেস্টে হাজার রান ছুঁয়েছেন রুট।
ট্রেন্ট ব্রিজ টেস্টে দুই ইনিংসেই ভারতের বোলারদের বিপক্ষে একাই লড়েছেন রুট। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন তিনি। প্রথম ইনিংসে ৬৪ রান করলেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি (১০৯) করে তবেই থেমেছেন। রুটের ব্যাটে রানের এই ফোয়ারা বছরজুড়েই চলছে। কাল ১০৯ রানের ইনিংসের পথে ৪৫ রানের সময় প্রথম ব্যাটসম্যান হিসেবে এ বছর টেস্টে হাজার রান ছুঁয়েছেন তিনি।
এ বছর খেলা ৯ টেস্টে ৫৯.১১ গড়ে এখন পর্যন্ত ১০৬৪ রান করেছেন রুট। এখনো ৭০০ রানের কোটাও পেরোতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। তালিকার দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কান ওপেনার লাহিরু থিরিমান্নে সাত টেস্ট খেলে ৫০.৬৯ গড়ে করেছেন ৬৫৯ রান। ৬২৪ রান করে তালিকার তৃতীয় স্থানে আছেন আরেক শ্রীলঙ্কান ওপেনার দিমুথ করুণারত্নে। শ্রীলঙ্কান অধিনায়কের ব্যাটিং গড় ৬৯.৩৩। সেরা দশের মধ্যে করুণারত্নের গড়ই সবচেয়ে বেশি।
সেরা দশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৬১.২২ ব্যাটিং গড় মমিনুল হকের। বাংলাদেশ অধিনায়ক এখন পর্যন্ত সেরা রান সংগ্রাহকের তালিকায় আছেন ৭ নম্বরে। পাঁচ টেস্টে দুই সেঞ্চুরির সঙ্গে এক ফিফটিতে ৪৮৯ রান করেছেন মমিনুল। সেরা দশে না থাকলেও কাছাকাছি আছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। চার টেস্টে চার ফিফটিতে ৩৮৩ রান করে বাঁহাতি ওপেনার আছেন তালিকার ১২ নম্বরে।
কালকের সেঞ্চুরি নিয়ে এ বছর খেলা ৯ টেস্টে চার সেঞ্চুরির সঙ্গে একটি ফিফটি রয়েছে রুটের। চার সেঞ্চুরির তিনটিকেই আবার ডাবল সেঞ্চুরিতে (২২৮, ১৮৬, ২১৮) রূপ দিয়েছেন এই ইংলিশ অধিনায়ক। এখন পর্যন্ত পাঁচ টেস্ট খেলা করুণারত্নে রুটের পরে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি করেছেন। দুটি সেঞ্চুরি করেছেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা থিরিমান্নে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫