ক্রীড়া ডেস্ক
২০০ ছুঁইছুঁই লক্ষ্য, ৮. ১ ওভারে গুরুত্বপূর্ণ ৫ ব্যাটারকেই হারিয়ে ফেলেছিল ফরচুন বরিশাল। মনে হচ্ছিল, বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল হার দিয়েই ২০২৫ বিপিএল শুরু করবে! কিন্তু তখনো উইকেটে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বরিশালের শেষ আশাটুকুও যেন জেগে রইল। অভিজ্ঞতা কাজে লাগিয়ে দুই পাকিস্তানি শাহিন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফকে সঙ্গে নিয়ে প্রায় হেরে যাওয়া ম্যাচটা জিতিয়ে মাঠ ছাড়লেন মাহমুদউল্লাহ।
৪টি ছক্কা ও ৫টি চারে ২৬ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ম্যাচসেরা পুরস্কারও হাতে তুলেছেন এই অলরাউন্ডার। কিন্তু ম্যাচ শেষে পুরস্কার নিতে গিয়ে জানিয়েছেন দুঃসংবাদ। হাসপাতালে ভর্তি রয়েছে মাহমুদউল্লাহর ছেলে। পুরস্কার উৎসর্গ করেছেন হাসপাতালে থাকা নিজের ছেলেকে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহমুদউল্লাহ বলেন, ‘আমার ছেলে হাসপাতালে ভর্তি। রাইদ (ছেলে), এটি (ম্যাচ সেরার পুরস্কার) তোমার জন্য। শিগগিরই দেখা হবে, ইনশা আল্লাহ। বাবা তোমাকে ভালোবাসে।’
৬১ রানে ৫ উইকেট হারায় বরিশাল। ষষ্ঠ উইকেটে শাহিন আফ্রিদির সঙ্গে ২৫ বলে ৫১ রানের দারুণ একটি জুটি গড়েন মাহমুদউল্লাহ। সপ্তম উইকেটে ফাহিম আশরাফের সঙ্গে গড়েন ৩৫ বলে ৮৮ রানের অসাধারণ এক জুটি। ২১ বলে ৭ ছক্কা ও ১ চারে ৫৪ রানে অপরাজিত থাকেন ফাহিমও। কিন্তু তাদের সঙ্গে নিয়ে দারুণ স্ট্রাইকরেটের (২১৫.৩৮) পাশাপাশি ম্যাচ জিতিয়ে ওঠা মাহমুদউল্লাহর অবদান ছিল বেশ গুরুত্বপূর্ণ।
বরিশাল তাদের পরের ম্যাচ খেলবে ২ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে।
২০০ ছুঁইছুঁই লক্ষ্য, ৮. ১ ওভারে গুরুত্বপূর্ণ ৫ ব্যাটারকেই হারিয়ে ফেলেছিল ফরচুন বরিশাল। মনে হচ্ছিল, বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল হার দিয়েই ২০২৫ বিপিএল শুরু করবে! কিন্তু তখনো উইকেটে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বরিশালের শেষ আশাটুকুও যেন জেগে রইল। অভিজ্ঞতা কাজে লাগিয়ে দুই পাকিস্তানি শাহিন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফকে সঙ্গে নিয়ে প্রায় হেরে যাওয়া ম্যাচটা জিতিয়ে মাঠ ছাড়লেন মাহমুদউল্লাহ।
৪টি ছক্কা ও ৫টি চারে ২৬ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ম্যাচসেরা পুরস্কারও হাতে তুলেছেন এই অলরাউন্ডার। কিন্তু ম্যাচ শেষে পুরস্কার নিতে গিয়ে জানিয়েছেন দুঃসংবাদ। হাসপাতালে ভর্তি রয়েছে মাহমুদউল্লাহর ছেলে। পুরস্কার উৎসর্গ করেছেন হাসপাতালে থাকা নিজের ছেলেকে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহমুদউল্লাহ বলেন, ‘আমার ছেলে হাসপাতালে ভর্তি। রাইদ (ছেলে), এটি (ম্যাচ সেরার পুরস্কার) তোমার জন্য। শিগগিরই দেখা হবে, ইনশা আল্লাহ। বাবা তোমাকে ভালোবাসে।’
৬১ রানে ৫ উইকেট হারায় বরিশাল। ষষ্ঠ উইকেটে শাহিন আফ্রিদির সঙ্গে ২৫ বলে ৫১ রানের দারুণ একটি জুটি গড়েন মাহমুদউল্লাহ। সপ্তম উইকেটে ফাহিম আশরাফের সঙ্গে গড়েন ৩৫ বলে ৮৮ রানের অসাধারণ এক জুটি। ২১ বলে ৭ ছক্কা ও ১ চারে ৫৪ রানে অপরাজিত থাকেন ফাহিমও। কিন্তু তাদের সঙ্গে নিয়ে দারুণ স্ট্রাইকরেটের (২১৫.৩৮) পাশাপাশি ম্যাচ জিতিয়ে ওঠা মাহমুদউল্লাহর অবদান ছিল বেশ গুরুত্বপূর্ণ।
বরিশাল তাদের পরের ম্যাচ খেলবে ২ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে