Ajker Patrika

ফাঁকা স্টেডিয়াম ‘দর্শকপূর্ণ’ দেখিয়ে ট্রলের শিকার পিসিবি 

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ৪৬
ফাঁকা স্টেডিয়াম ‘দর্শকপূর্ণ’ দেখিয়ে ট্রলের শিকার পিসিবি 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে ক্যারিবীয়দের ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে বাবর আজমের দল। দেশে ও দেশের বাইরে চোখধাঁধানো পারফরম্যান্সের পরও বাবর-রিজওয়ানদের খেলা দেখতে মাঠে আসছে না সমর্থকেরা। দলের জয়ের পর গ্যালারির ‘দর্শক’দের ছবি টুইটারে পোস্ট করেও বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।  

করাচি স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৩২ হাজার। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের দিবারাত্রির টি-টোয়েন্টি ম্যাচের দর্শক উপস্থিতি ছিল ৪ হাজার। করোনাকালেও পিসিবি সম্পূর্ণ শতভাগ দর্শকের উপস্থিতিতে ম্যাচ আয়োজনের অনুমতি পেয়েছিল। এর পরও গ্যালারির সিংহভাগ আসন ছিল ফাঁকা। বিতর্কের সূত্রপাত এর পরেই। 

পিসিবি নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে ম্যাচের যে ছবিগুলো পোস্ট করে, তার সঙ্গে বাস্তবের আকাশ-পাতাল অমিল লক্ষ করা যায়। বেশির ভাগের মতে পিসিবি এই ছবিগুলো দিয়ে কৌশলে বোঝাতে চেয়েছিল স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ। ফাঁকা করাচি স্টেডিয়ামের ‘দর্শকপূর্ণ’ এমন ছবি দেখে একহাত নেন সমর্থকেরা। 

এর আগে মাঠে দর্শক অনুপস্থিতির বিষয়ে পিসিবি বোর্ড কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি সভা ডেকেছিল। সভায় আলোচনা হয় কীভাবে দর্শকের উপস্থিতি বাড়ানো যায়। মাঠে দর্শক ফেরাতে ওয়ানডে সিরিজে বিনা মূল্যে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া যায় কি না—এ বিষয়েও আলোচনা হয়েছিল ওই সভায়। কিন্তু পরে তো করোনার কারণে সিরিজটি স্থগিত হয়ে যায়। ১৮ থেকে ২২ ডিসেম্বরের এ তিন ম্যাচের সিরিজ পিছিয়ে আগামী জুনে নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত