রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্টে সমানে সমানে লড়াই করছে দুই দল। ছেড়ে কথা বলছে না কেউ কাউকেই। ইংল্যান্ডের চার ব্যাটারের সঙ্গে সেঞ্চুরি পেয়েছেন পাকিস্তানের তিন ব্যাটার। আজ ১৫৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান।
বিনা উইকেটে ১৮১ রান নিয়ে আজ তৃতীয় দিন খেলতে নেমেছিল পাকিস্তান। ওপেনিং জুটিতে ইমাম-উল-হক ও আব্দুল্লাহ শফিক করেছেন ২২৫ রানের জুটি। এই দুই ওপেনারই টেস্টে পেয়েছেন তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন। ১১৪ রান করা শফিকের উইকেট নিয়ে ওপেনিং জুটি ভাঙেন উইল জ্যাকস। ১২১ রান করা ইমামও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেন। ইমামের উইকেট নেন জ্যাক লিচ। ২৭ রান করা আজহার আলির উইকেটও তুলে নেন লিচ। তাতে ৩ উইকেটে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ২৯০ রান। চতুর্থ উইকেটে বাবর আজম-সৌদ শাকিল ১২৩ রানের জুটি গড়েছেন। টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পেয়েছেন বাবর। ১৩৬ রান করেছেন পাকিস্তানি অধিনায়ক।
শাকিলকে ফিরিয়ে ৪র্থ উইকেটের ১২৩ রানের জুটি ভাঙেন রবিনসন। এরপর পাকিস্তানের ইনিংসে হালকা ধ্বস নামে। ৩ উইকেটে ৪১৩ থেকে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৪৯৭ রান। ৭ উইকেটে ৪৯৯ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জ্যাকস।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্টে সমানে সমানে লড়াই করছে দুই দল। ছেড়ে কথা বলছে না কেউ কাউকেই। ইংল্যান্ডের চার ব্যাটারের সঙ্গে সেঞ্চুরি পেয়েছেন পাকিস্তানের তিন ব্যাটার। আজ ১৫৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান।
বিনা উইকেটে ১৮১ রান নিয়ে আজ তৃতীয় দিন খেলতে নেমেছিল পাকিস্তান। ওপেনিং জুটিতে ইমাম-উল-হক ও আব্দুল্লাহ শফিক করেছেন ২২৫ রানের জুটি। এই দুই ওপেনারই টেস্টে পেয়েছেন তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন। ১১৪ রান করা শফিকের উইকেট নিয়ে ওপেনিং জুটি ভাঙেন উইল জ্যাকস। ১২১ রান করা ইমামও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেন। ইমামের উইকেট নেন জ্যাক লিচ। ২৭ রান করা আজহার আলির উইকেটও তুলে নেন লিচ। তাতে ৩ উইকেটে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ২৯০ রান। চতুর্থ উইকেটে বাবর আজম-সৌদ শাকিল ১২৩ রানের জুটি গড়েছেন। টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পেয়েছেন বাবর। ১৩৬ রান করেছেন পাকিস্তানি অধিনায়ক।
শাকিলকে ফিরিয়ে ৪র্থ উইকেটের ১২৩ রানের জুটি ভাঙেন রবিনসন। এরপর পাকিস্তানের ইনিংসে হালকা ধ্বস নামে। ৩ উইকেটে ৪১৩ থেকে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৪৯৭ রান। ৭ উইকেটে ৪৯৯ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জ্যাকস।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫