Ajker Patrika

এশিয়া কাপের সূচি ঘোষণা

আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৯: ০০
এশিয়া কাপের সূচি ঘোষণা

রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে কদিন আগে শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপ সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। এবার টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা হলো।

আগামী ২৭ আগস্ট শুরু হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। ফাইনাল ১১ সেপ্টেম্বর। ভেন্যু হিসেবে দুবাই ও শারজাকে বেছে নেওয়া হয়েছে। টি-টোয়েন্টি সংস্করণের হওয়ায় সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

আজ বিষয়টি নিশ্চিত করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহ। সামাজিক মাধ্যমে সূচি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার অবসান। এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই শুরু ২৭ আগস্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইনাল ১১ সেপ্টেম্বর। এশিয়া কাপের ১৫ তম আসর টি-টোয়ন্টি বিশ্বকাপ প্রস্তুতির আদর্শ মঞ্চ হতে যাচ্ছে।’

টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। শারজায় তাদের প্রথম ম্যাচ ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে। দুবাইয়ে দ্বিতীয়টি ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। ২৭ আগস্ট বাংলাদেশের গ্রুপ পর্বের দুই প্রতিপক্ষকে দিয়ে শুরু হবে টুর্নামেন্ট।

পরদিনই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। ‘এ’ গ্রুপে তাদের আরেক প্রতিপক্ষ নির্ধারিত হবে বাছাই পর্বের পর। 

এশিয়া কাপের সূচি:

তারিখদলগ্রুপভেন্যু
২৭ আগস্ট (শনিবার)শ্রীলঙ্কা-আফগানিস্তানবিদুবাই
২৮ আগস্ট (রবিবার)ভারত-পাকিস্তানদুবাই
৩০ আগস্ট (মঙ্গলবার)বাংলাদেশ-আফগানিস্তানবিশারজা
৩১ আগস্ট (বুধবার)ভারত-বাছাইয়ে নির্ধারিত হবেদুবাই
১ সেপ্টম্বর (বৃহস্পতিবার)বাংলাদেশ-শ্রীলঙ্কাবিদুবাই
২ সেপ্টেম্বর (শুক্রবার)পাকিস্তান- বাছাইয়ে নির্ধারিত হবেশারজা
৩ সেপ্টেম্বর (শনিবার)বি১-বি২সুপার ফোরশারজা
৪ সেপ্টেম্বর (রবিবার)এ১-এ২সুপার ফোরদুবাই
৬ সেপ্টেম্বর (মঙ্গলবার)এ১-বি১সুপার ফোরদুবাই
৭ সেপ্টেম্বর (বুধবার)এ২-বি২সুপার ফোরদুবাই
৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)এ১-বি২সুপার ফোরদুবাই
৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)বি১-এ২সুপার ফোরদুবাই
১১ সেপ্টেম্বর (শনিবার)ফাইনালদুবাই

 

খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত