দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আগামী ২৬ মার্চ চেন্নাই সুপার কিংস-কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অর্থের ঝনঝনানির ১৫ তম আসর।
১১ বছর পর দশ দল নিয়ে হবে আইপিএল। নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ায় বাড়ছে ম্যাচের সংখ্যা। সম্প্রচার স্বত্ব থেকে তাই আরও বেশি আয়ের সুযোগ পাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
২০০৮ সালে উদ্বোধনী আসর থেকে ২০১৭ সাল পর্যন্ত আইপিএলের সম্প্রচার স্বত্ব ছিল সনি পিকচার্স নেটওয়ার্কের হাতে। ১০ মৌসুমে বিজ্ঞাপন থেকে সনি আয় করে ১৩৭ কোটি টাকারও বেশি। এর আগেই আইপিএল ভারতে প্রধান টেলিভিশন সম্পদে পরিণত হয়। ফলে টুর্নামেন্টের টিভি স্বত্ব কিনতে ঝাঁপিয়ে পড়ে সনির প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্টার স্পোর্টস। একপর্যায়ে সফলও হয় তারা।
২০১৭ সালের সেপ্টেম্বরে সনি পিকচার্স নেটওয়ার্ককে সরিয়ে পাঁচ মৌসুমের জন্য স্টার স্পোর্টসকে টিভি স্বত্ব দেয় বিসিসিআই। স্টারের সঙ্গে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন বোর্ডের মেয়াদ ফুরোচ্ছে এ মৌসুম শেষে। এরপর নতুন করে স্বত্ব বিক্রি করবে বোর্ড। চটজলদি দরপত্রের বিজ্ঞপ্তি দিতে যাচ্ছে তারা। নতুন চুক্তিতে আয় অনেক বেশি আয় হবে বলে আশাবাদী বিসিসিআই।
২০১৮ থেকে ২০২১ মৌসুমে বিসিসিআইকে ৬৮ হাজার কোটি টাকা দিয়েছে স্টার স্পোর্টস। এ মৌসুমে দুটি দল বাড়ায় অতিরিক্ত ২২ হাজার কোটি টাকা দেবে সম্প্রচার প্রতিষ্ঠানটি। ২০২৩ মৌসুম থেকে নতুন চুক্তিতে টেলিভিশন স্বত্ব থেকে আয় দ্বিগুণ হতে পারে বলে মনে করছে বিসিসিআই।
গত বছরের অক্টোবরে দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা থাকলেও গড়িমসি করছে বিসিসিআই। অভিযোগ উঠেছে স্টার স্পোর্টসের চাপে সময়মতো কাজ করতে পারছে না বোর্ড। তবে বিসিসিআইয়ের এক কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে স্টারের কোনো আপত্তি নেই। দ্রুতই প্রকাশ হবে।
এবার স্টার স্পোর্টস ও সনি পিকচার্স নেটওয়ার্কের পাশাপাশি বিড করতে পারে রিলায়েন্স ও আমাজন প্রাইম ভিডিও।
দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আগামী ২৬ মার্চ চেন্নাই সুপার কিংস-কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অর্থের ঝনঝনানির ১৫ তম আসর।
১১ বছর পর দশ দল নিয়ে হবে আইপিএল। নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ায় বাড়ছে ম্যাচের সংখ্যা। সম্প্রচার স্বত্ব থেকে তাই আরও বেশি আয়ের সুযোগ পাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
২০০৮ সালে উদ্বোধনী আসর থেকে ২০১৭ সাল পর্যন্ত আইপিএলের সম্প্রচার স্বত্ব ছিল সনি পিকচার্স নেটওয়ার্কের হাতে। ১০ মৌসুমে বিজ্ঞাপন থেকে সনি আয় করে ১৩৭ কোটি টাকারও বেশি। এর আগেই আইপিএল ভারতে প্রধান টেলিভিশন সম্পদে পরিণত হয়। ফলে টুর্নামেন্টের টিভি স্বত্ব কিনতে ঝাঁপিয়ে পড়ে সনির প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্টার স্পোর্টস। একপর্যায়ে সফলও হয় তারা।
২০১৭ সালের সেপ্টেম্বরে সনি পিকচার্স নেটওয়ার্ককে সরিয়ে পাঁচ মৌসুমের জন্য স্টার স্পোর্টসকে টিভি স্বত্ব দেয় বিসিসিআই। স্টারের সঙ্গে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন বোর্ডের মেয়াদ ফুরোচ্ছে এ মৌসুম শেষে। এরপর নতুন করে স্বত্ব বিক্রি করবে বোর্ড। চটজলদি দরপত্রের বিজ্ঞপ্তি দিতে যাচ্ছে তারা। নতুন চুক্তিতে আয় অনেক বেশি আয় হবে বলে আশাবাদী বিসিসিআই।
২০১৮ থেকে ২০২১ মৌসুমে বিসিসিআইকে ৬৮ হাজার কোটি টাকা দিয়েছে স্টার স্পোর্টস। এ মৌসুমে দুটি দল বাড়ায় অতিরিক্ত ২২ হাজার কোটি টাকা দেবে সম্প্রচার প্রতিষ্ঠানটি। ২০২৩ মৌসুম থেকে নতুন চুক্তিতে টেলিভিশন স্বত্ব থেকে আয় দ্বিগুণ হতে পারে বলে মনে করছে বিসিসিআই।
গত বছরের অক্টোবরে দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা থাকলেও গড়িমসি করছে বিসিসিআই। অভিযোগ উঠেছে স্টার স্পোর্টসের চাপে সময়মতো কাজ করতে পারছে না বোর্ড। তবে বিসিসিআইয়ের এক কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে স্টারের কোনো আপত্তি নেই। দ্রুতই প্রকাশ হবে।
এবার স্টার স্পোর্টস ও সনি পিকচার্স নেটওয়ার্কের পাশাপাশি বিড করতে পারে রিলায়েন্স ও আমাজন প্রাইম ভিডিও।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে