Ajker Patrika

ইয়াসির কি এশিয়া কাপ খেলতে পারবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১২: ২৬
ইয়াসির কি এশিয়া কাপ খেলতে পারবেন

একের পর এক ক্রিকেটারের চোটে এশিয়া কাপের দল ঘোষণার সময় বাড়িয়ে নিয়েছে বিসিবি। তবে তাতেও বোধ হয় কপালে চিন্তার ভাঁজ কমছে না। পিঠের পুরোনো চোটের শঙ্কা জাগিয়ে ঢাকায় ফিরছেন ইয়াসির আলি রাব্বী। ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটে পড়ে দেশে ফিরে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে ছিলেন এই মিডলঅর্ডার ব্যাটার। 

এর মধ্যে চোটের কারণে জিম্বাবুয়ে সফরেও যাওয়ার হয়নি ইয়াসিরের। এশিয়া কাপে ফেরার জন্য পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি। বাংলাদেশ টাইগার্সের হয়ে খুলনায় খেলতে যাওয়া সেটারই অংশ। গতকাল এইচপির বিপক্ষে ২৮ রানের ইনিংসও খেলেন। তবে পিঠের ব্যথা মাথাচাড়া দিয়ে উঠতেই মাঠ ছাড়েন। আজ ঢাকায় ফিরছেন ইয়াসির। 

বিসিবি সূত্রে জানা গেছে, ইয়াসির ঢাকায় ফিরলে চিকিৎসকেরা দেখবেন তাঁকে। এরপর তাঁর পরবর্তী অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন তারা। চোটের সমস্যায় পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ মিরপুরে ফিটনেস পরীক্ষা উতরে গেলে এশিয়া কাপের দলে সুযোগ হতে পারে এই অলরাউন্ডারের। তবে উতরে যেতে না পারলেও সুযোগ থাকবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত