মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজিতে) অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্টের দ্বিতীয় দিনটা ছিল ডেভিড ওয়ার্নারেরই। শততম টেস্ট খেলতে নেমে ডাবল সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লেখান ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনারের ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরিতে ১৯৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকেরা।
১ উইকেটে ৪৫ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া, যেখানে ২১ রানে হারিয়েছিল তাদের প্রথম উইকেট। ওয়ার্নার আজকে সাবলীল ব্যাটিং করতে থাকেন। ৭২ বলে করলেন ফিফটি। দ্বিতীয় উইকেটে মারনাস লাবুশেনের সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন তিনি। ১৪ রান করা লাবুশেন রানআউটের ফাঁদে কাটা পড়েন। তাঁর বিদায়ের পর উইকেটে আসেন স্টিভ স্মিথ। তাঁকে নিয়ে তৃতীয় উইকেটে ২৩৯ রানের মহাকাব্যিক জুটি গড়েন ওয়ার্নার, যেখানে ৪৫তম ওভারের প্রথম বলে কাগিসো রাবাদাকে চার মেরে সাদা পোশাকে ২৫তম সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। তাতে দশম ব্যাটার হিসেবে শততম টেস্টে তিন অঙ্ক ছুঁলেন ওয়ার্নার।
একটা সময় মনে হচ্ছিল, ওয়ার্নারের মতো স্মিথও সেঞ্চুরি পেতে যাচ্ছেন। তবে স্মিথের তিন অঙ্ক ছোঁয়া হয়নি। ৮৫ রান করা স্মিথকে ফিরিয়ে ২৩৯ রানের জুটি ভাঙেন এনরিখ নরকিয়া। স্মিথের বিদায়ের অল্প কিছুক্ষণ পরই ওয়ার্নার পেলেন সেই মাহেন্দ্রক্ষণের দেখা। ৭৭তম ওভারের শেষ বলে ডিপ থার্ড ম্যান দিয়ে চার মেরে পূর্ণ করলেন ডাবল সেঞ্চুরি। জো রুটের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ইতিহাসে শততম ম্যাচে ডাবল সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। ২৫৪ বলে ১৬ চার ও ২ ছক্কায় ২০০ করেন ওয়ার্নার। এত লম্বা ইনিংস খেলার পর স্বাভাবিকভাবেই ক্লান্তি গ্রাস করেছিল ওয়ার্নারকে। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটারকে ইতিহাস গড়ার পরপরই মাঠ ছাড়তে হয়েছিল।
শুধু ওয়ার্নারই নন, ক্যামেরন গ্রিনকেও আহত হয়ে মাঠ ছাড়তে হয়েছিল। ২০ বলে ৬ রান করে মাঠ ছেড়ে চলে যান গ্রিন। আর অস্ট্রেলিয়া ৩ উইকেটে ৩৮৬ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। ৪৮ বলে ৪৮ রান করে অপরাজিত আছেন ট্রাভিস হেড। আর ৯ রান করে অপরাজিত আছেন অ্যালেক্স ক্যারে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজিতে) অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্টের দ্বিতীয় দিনটা ছিল ডেভিড ওয়ার্নারেরই। শততম টেস্ট খেলতে নেমে ডাবল সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লেখান ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনারের ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরিতে ১৯৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকেরা।
১ উইকেটে ৪৫ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া, যেখানে ২১ রানে হারিয়েছিল তাদের প্রথম উইকেট। ওয়ার্নার আজকে সাবলীল ব্যাটিং করতে থাকেন। ৭২ বলে করলেন ফিফটি। দ্বিতীয় উইকেটে মারনাস লাবুশেনের সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন তিনি। ১৪ রান করা লাবুশেন রানআউটের ফাঁদে কাটা পড়েন। তাঁর বিদায়ের পর উইকেটে আসেন স্টিভ স্মিথ। তাঁকে নিয়ে তৃতীয় উইকেটে ২৩৯ রানের মহাকাব্যিক জুটি গড়েন ওয়ার্নার, যেখানে ৪৫তম ওভারের প্রথম বলে কাগিসো রাবাদাকে চার মেরে সাদা পোশাকে ২৫তম সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। তাতে দশম ব্যাটার হিসেবে শততম টেস্টে তিন অঙ্ক ছুঁলেন ওয়ার্নার।
একটা সময় মনে হচ্ছিল, ওয়ার্নারের মতো স্মিথও সেঞ্চুরি পেতে যাচ্ছেন। তবে স্মিথের তিন অঙ্ক ছোঁয়া হয়নি। ৮৫ রান করা স্মিথকে ফিরিয়ে ২৩৯ রানের জুটি ভাঙেন এনরিখ নরকিয়া। স্মিথের বিদায়ের অল্প কিছুক্ষণ পরই ওয়ার্নার পেলেন সেই মাহেন্দ্রক্ষণের দেখা। ৭৭তম ওভারের শেষ বলে ডিপ থার্ড ম্যান দিয়ে চার মেরে পূর্ণ করলেন ডাবল সেঞ্চুরি। জো রুটের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ইতিহাসে শততম ম্যাচে ডাবল সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। ২৫৪ বলে ১৬ চার ও ২ ছক্কায় ২০০ করেন ওয়ার্নার। এত লম্বা ইনিংস খেলার পর স্বাভাবিকভাবেই ক্লান্তি গ্রাস করেছিল ওয়ার্নারকে। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটারকে ইতিহাস গড়ার পরপরই মাঠ ছাড়তে হয়েছিল।
শুধু ওয়ার্নারই নন, ক্যামেরন গ্রিনকেও আহত হয়ে মাঠ ছাড়তে হয়েছিল। ২০ বলে ৬ রান করে মাঠ ছেড়ে চলে যান গ্রিন। আর অস্ট্রেলিয়া ৩ উইকেটে ৩৮৬ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। ৪৮ বলে ৪৮ রান করে অপরাজিত আছেন ট্রাভিস হেড। আর ৯ রান করে অপরাজিত আছেন অ্যালেক্স ক্যারে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫