ক্যারিয়ারের বেশির ভাগ সময় চার নম্বরে ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম। সিলেট স্ট্রাইকার্সে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ‘প্রিয় পজিশনটা’ জাকির হাসানকে ছেড়ে দিয়েছেন মুশফিক। জাকিরও সুযোগটা দারুণভাগে কাজে লাগাচ্ছেন। মুশফিককে তাই ‘ধন্যবাদ’ জানালেন তরুণ এই বাঁহাতি ব্যাটার।
এবারের বিপিএলে এখন পর্যন্ত জাকির খেলেছেন ৪ ম্যাচ। ৫৭ বলে করেছেন ১০০ রান। চার এবং ছক্কা মেরেছেন ৭টি করে। ৩ ম্যাচে চার নম্বরে এবং ১ ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করেছেন। মুশফিকের জায়গায় ব্যাটিং করা সম্মানের মনে করছেন জাকির। এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘মুশফিক ভাইয়ের মতো ক্রিকেটার ওনার জায়গা ছেড়ে আমাকে সুযোগ করে দিচ্ছেন। আসলে এটা বলার মতো ভাষা নেই। আমি, তৌহিদ হৃদয় বা আমার মতো যারা আছে, উনি সবসময়ই জিনিসটা ফ্লেক্সিবল করে দিয়েছেন। এই জিনিসটা খুবই ভালো লাগে।’
১০০ রানের মধ্যে সর্বোচ্চ ৪৩ রান জাকির করেছেন ফরচুন বরিশালের বিপক্ষে। ১৯৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১১.৪ ওভারে ১০২ রানে ২ উইকেট হারায় সিলেট। ব্যাটিংয়ে নেমে ১৮ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এই ইনিংসেই মূলত সিলেটের জয় সহজ করে দিয়েছিল। সেই ইনিংস সম্পর্কে জাকিরের বক্তব্য, ‘যেটা আমরা বরিশালের সঙ্গে ম্যাচ জিতেছি, ওটার পরিস্থিতিই ডিমান্ড করেছিল অমন খেলার। চেষ্টা করেছি ওই অনুযায়ী খেলার, বাকিটা আল্লাহর রহমত, আমিও পেরেছি।’
সিলেট দলকে এবার নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। মাশরাফির নেতৃত্বে খেলাটা খুব উপভোগ করেন বলে জানিয়েছেন জাকির। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘মাশরাফি ভাইয়ের নেতৃত্বে খেলতে সবসময় ভালো লাগে। উনার সঙ্গে আরও একবার খেলেছি, চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবারও খুব ভালো লাগছে। কোনো চাপ নেই, উনি বলেছেন নিজের স্বাধীনতা নিয়ে খেলতে। কোনো ভয় নেই।’
ক্যারিয়ারের বেশির ভাগ সময় চার নম্বরে ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম। সিলেট স্ট্রাইকার্সে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ‘প্রিয় পজিশনটা’ জাকির হাসানকে ছেড়ে দিয়েছেন মুশফিক। জাকিরও সুযোগটা দারুণভাগে কাজে লাগাচ্ছেন। মুশফিককে তাই ‘ধন্যবাদ’ জানালেন তরুণ এই বাঁহাতি ব্যাটার।
এবারের বিপিএলে এখন পর্যন্ত জাকির খেলেছেন ৪ ম্যাচ। ৫৭ বলে করেছেন ১০০ রান। চার এবং ছক্কা মেরেছেন ৭টি করে। ৩ ম্যাচে চার নম্বরে এবং ১ ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করেছেন। মুশফিকের জায়গায় ব্যাটিং করা সম্মানের মনে করছেন জাকির। এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘মুশফিক ভাইয়ের মতো ক্রিকেটার ওনার জায়গা ছেড়ে আমাকে সুযোগ করে দিচ্ছেন। আসলে এটা বলার মতো ভাষা নেই। আমি, তৌহিদ হৃদয় বা আমার মতো যারা আছে, উনি সবসময়ই জিনিসটা ফ্লেক্সিবল করে দিয়েছেন। এই জিনিসটা খুবই ভালো লাগে।’
১০০ রানের মধ্যে সর্বোচ্চ ৪৩ রান জাকির করেছেন ফরচুন বরিশালের বিপক্ষে। ১৯৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১১.৪ ওভারে ১০২ রানে ২ উইকেট হারায় সিলেট। ব্যাটিংয়ে নেমে ১৮ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এই ইনিংসেই মূলত সিলেটের জয় সহজ করে দিয়েছিল। সেই ইনিংস সম্পর্কে জাকিরের বক্তব্য, ‘যেটা আমরা বরিশালের সঙ্গে ম্যাচ জিতেছি, ওটার পরিস্থিতিই ডিমান্ড করেছিল অমন খেলার। চেষ্টা করেছি ওই অনুযায়ী খেলার, বাকিটা আল্লাহর রহমত, আমিও পেরেছি।’
সিলেট দলকে এবার নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। মাশরাফির নেতৃত্বে খেলাটা খুব উপভোগ করেন বলে জানিয়েছেন জাকির। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘মাশরাফি ভাইয়ের নেতৃত্বে খেলতে সবসময় ভালো লাগে। উনার সঙ্গে আরও একবার খেলেছি, চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবারও খুব ভালো লাগছে। কোনো চাপ নেই, উনি বলেছেন নিজের স্বাধীনতা নিয়ে খেলতে। কোনো ভয় নেই।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫