ক্রীড়া ডেস্ক
স্বীকৃতি টি-টোয়েন্টিতে আজকের আগে একবারও ৫ উইকেট নিতে পারেননি মিচেল স্টার্ক। এই অপূর্ণতা অস্ট্রেলীয় পেসার ঘোচালেন আজ আইপিএলে। ৩৫ রান দিয়ে নিলেন ৫ উইকেট। আর তাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে স্টার্কের দল দিল্লি ক্যাপিটাল জিতেছে ৭ উইকেটে।
বিশাখাপট্টনামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল হায়দরাবাদ। পাওয়ার প্লেতেই ইশান কিষান (২), নীতিশ কুমার রেড্ডি (০) ও ট্রাভিস হেডকে (২২) ফিরে হায়দরাবাদের বড় স্কোর গড়ার পথে বাধা হয়ে দাঁড়ান স্টার্ক। পরে ডেথ ওভারেও ফিরিয়ে দেন হর্ষিত প্যাটেল (৫) ও উইগান মুল্ডারকে (৯)। তাতে ১৮.৪ ওভারে ১৬৩ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ।
৫ উইকেট টি-টোয়েন্টিতে এটাই প্রথম স্টার্কের। এর আগে স্বীকৃতি টি-টোয়েন্টিতে তাঁর সেরা বোলিং ছিল ১৫ রানে ৫ উইকেট। আজ স্টার্কের ৫ উইকেট পাওয়ার আগে আইপিএলে ৫ উইকেটে পেয়েছিলেন ১৭ বছর আগে অমিত মিশ্র। ২০০৮ আইপিএলে সেসময়ের দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ১৭ রান দিয়ে মিশ্র ৫ উইকেট নিয়েছিলেন ডেকান চার্জাসের বিপক্ষে।
স্টার্কের বোলিং সাফল্যের পরও ৪১ বলে ইনিংস সর্বোচ্চ ৭৪ রান করেন অনিকেত ভার্মা। ৩২ রান আসে হেনরিক ক্লাসেনের ব্যাটে।
লক্ষ্য তাড়ায় ২৪ বল ও ৭ উইকেট হাতে রেখেই জিতে যায় অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস। ইনিংস সর্বোচ্চ ৫০ করেন ফাফ ডু প্লেসি। জিশান আনসারি নেন ৩ উইকেট।
স্বীকৃতি টি-টোয়েন্টিতে আজকের আগে একবারও ৫ উইকেট নিতে পারেননি মিচেল স্টার্ক। এই অপূর্ণতা অস্ট্রেলীয় পেসার ঘোচালেন আজ আইপিএলে। ৩৫ রান দিয়ে নিলেন ৫ উইকেট। আর তাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে স্টার্কের দল দিল্লি ক্যাপিটাল জিতেছে ৭ উইকেটে।
বিশাখাপট্টনামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল হায়দরাবাদ। পাওয়ার প্লেতেই ইশান কিষান (২), নীতিশ কুমার রেড্ডি (০) ও ট্রাভিস হেডকে (২২) ফিরে হায়দরাবাদের বড় স্কোর গড়ার পথে বাধা হয়ে দাঁড়ান স্টার্ক। পরে ডেথ ওভারেও ফিরিয়ে দেন হর্ষিত প্যাটেল (৫) ও উইগান মুল্ডারকে (৯)। তাতে ১৮.৪ ওভারে ১৬৩ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ।
৫ উইকেট টি-টোয়েন্টিতে এটাই প্রথম স্টার্কের। এর আগে স্বীকৃতি টি-টোয়েন্টিতে তাঁর সেরা বোলিং ছিল ১৫ রানে ৫ উইকেট। আজ স্টার্কের ৫ উইকেট পাওয়ার আগে আইপিএলে ৫ উইকেটে পেয়েছিলেন ১৭ বছর আগে অমিত মিশ্র। ২০০৮ আইপিএলে সেসময়ের দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ১৭ রান দিয়ে মিশ্র ৫ উইকেট নিয়েছিলেন ডেকান চার্জাসের বিপক্ষে।
স্টার্কের বোলিং সাফল্যের পরও ৪১ বলে ইনিংস সর্বোচ্চ ৭৪ রান করেন অনিকেত ভার্মা। ৩২ রান আসে হেনরিক ক্লাসেনের ব্যাটে।
লক্ষ্য তাড়ায় ২৪ বল ও ৭ উইকেট হাতে রেখেই জিতে যায় অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস। ইনিংস সর্বোচ্চ ৫০ করেন ফাফ ডু প্লেসি। জিশান আনসারি নেন ৩ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫