ক্রীড়া ডেস্ক
লস অ্যাঞ্জেলেস অলিম্পিক শুরু হতে বাকি এখনো তিন বছর। তবে ক্রিকেট যেহেতু দীর্ঘদিন পর অলিম্পিকে ফিরছে, সেটা নিয়ে আগ্রহ তো অনেকেরই রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এখানে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে স্বচ্ছতা চাইছে।
আইসিসি গত ১০ এপ্রিল এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নারী-পুরুষ দুই ক্রিকেটেই ছয়টি করে দল থাকবে অলিম্পিকে। তখন টি-টোয়েন্টি সংস্করণে হবে টুর্নামেন্ট। কীভাবে ৬ দল নির্ধারিত হবে, সেটা এখনো ঠিক হয়নি। ধারণা করা হচ্ছে, র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ঠিক করা হবে। এখানেই আইসিসির কাছে স্পষ্ট ধারণা চাইছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে সিডব্লিউআই অলিম্পিকের ব্যাপারে আইসিসিকে দুটি পরামর্শ দিয়েছে। প্রথমত, যদি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে হলে ওয়েস্ট ইন্ডিজের পুরুষ-নারী দুই দলই অলিম্পিকে ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করবে। সেক্ষেত্রে অলিম্পিক তাদের অধিভুক্ত দেশগুলো নিয়ে বাছাইপর্ব আয়োজন করতে পারে। তাতে নির্ধারিত হবে অলিম্পিকে কোন দ্বীপগুলো ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করবে। দ্বিতীয়ত, আইসিসির সহযোগী দেশগুলো নিয়ে বৈশ্বিকভাবে একটি বাছাইপর্ব আয়োজন করতে পারে। সেক্ষেত্রে পাঁচটি আইসিসির ডেভেলপমেন্ট এলাকায় ভাগ করা যেতে পারে। তাদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের দেশগুলো থাকবে।
জ্যামাইকা, অ্যান্টিগা, গায়ানা, বার্বাডোজ, সেন্ট কিটস এন্ড নেভিস, সেন্ট লুসিয়াসহ অসংখ্য দ্বীপরাষ্ট্র একত্রিত হয়ে ওয়েস্ট ইন্ডিজ হয়ে ক্রিকেট খেলে। এক ও অখণ্ড ক্রিকেট বোর্ড সিডব্লিউআইয়ের হয়েই তারা খেলে। তবে অলিম্পিকে সার্বভৌম জাতিরাই খেলার সুযোগ পায়। আর আইসিসির সবশেষ র্যাঙ্কিং অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেট দল টি-টোয়েন্টিতে অবস্থান করছে ছয় নম্বরে। ক্যারিবীয় পুরুষ ক্রিকেট দল ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে পাঁচ নম্বরে রয়েছে। বাংলাদেশ ছেলেরা টি-টোয়েন্টিতে ৯ নম্বরে আছে। আর নিগার সুলতানা জ্যোতির দল এই সংস্করণে ১০ নম্বরে অবস্থান করছে।
ওয়েস্ট ইন্ডিজের তরুণ ক্রিকেটাররা লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে যেন অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে ব্যাপারে জোর দিয়েছেন সিডব্লিউআই সভাপতি কিশোর শ্যালো। এক বিবৃতিতে শ্যালো বলেন, ‘ক্যারিবিয়ানরা সব সময়ে অলিম্পিকে তাদের সামর্থ্য দেখায়। আমাদের ক্রীড়াক্ষেত্রে নৈপুণ্য দেখিয়ে বিশ্বকে অনুপ্রাণিত করি। ২০২৮ অলিম্পিকে ক্রিকেট ফিরছে আর এখানে আমাদের তরুণ ক্রিকেটারদের অংশ নেওয়ার যে স্বপ্ন রয়েছে, যেটা অ্যাথলেটদের অনুপ্রাণিত করে, সেখানে আমরা তো তাদের বাদ দিতে পারি না। অলিম্পিক চার্টার ন্যায্যতা, স্বচ্ছতা ও সর্বজনীনতার ওপর জোর দেয়। শুধু স্পিরিটেই নিয়মের ব্যাপারে জোর দিলে চলবে না। কাঠামোগত ব্যাপারও ঠিক থাকতে হবে।’
অলিম্পিকের ইতিহাসে ক্রিকেট একবারই হয়েছে এবং সেটা ১৯০০ সালেই। ফ্রান্সে অনুষ্ঠিত সেই অলিম্পিকে ফ্রান্স ও গ্রেট ব্রিটেন অংশ নিয়েছিল। ফ্রান্সের ভিনসেস শহরে দুই দিনের একটি ম্যাচে ফ্রান্সকে ১৫৮ রানে হারিয়েছিল গ্রেট ব্রিটেন।
লস অ্যাঞ্জেলেস অলিম্পিক শুরু হতে বাকি এখনো তিন বছর। তবে ক্রিকেট যেহেতু দীর্ঘদিন পর অলিম্পিকে ফিরছে, সেটা নিয়ে আগ্রহ তো অনেকেরই রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এখানে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে স্বচ্ছতা চাইছে।
আইসিসি গত ১০ এপ্রিল এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নারী-পুরুষ দুই ক্রিকেটেই ছয়টি করে দল থাকবে অলিম্পিকে। তখন টি-টোয়েন্টি সংস্করণে হবে টুর্নামেন্ট। কীভাবে ৬ দল নির্ধারিত হবে, সেটা এখনো ঠিক হয়নি। ধারণা করা হচ্ছে, র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ঠিক করা হবে। এখানেই আইসিসির কাছে স্পষ্ট ধারণা চাইছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে সিডব্লিউআই অলিম্পিকের ব্যাপারে আইসিসিকে দুটি পরামর্শ দিয়েছে। প্রথমত, যদি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে হলে ওয়েস্ট ইন্ডিজের পুরুষ-নারী দুই দলই অলিম্পিকে ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করবে। সেক্ষেত্রে অলিম্পিক তাদের অধিভুক্ত দেশগুলো নিয়ে বাছাইপর্ব আয়োজন করতে পারে। তাতে নির্ধারিত হবে অলিম্পিকে কোন দ্বীপগুলো ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করবে। দ্বিতীয়ত, আইসিসির সহযোগী দেশগুলো নিয়ে বৈশ্বিকভাবে একটি বাছাইপর্ব আয়োজন করতে পারে। সেক্ষেত্রে পাঁচটি আইসিসির ডেভেলপমেন্ট এলাকায় ভাগ করা যেতে পারে। তাদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের দেশগুলো থাকবে।
জ্যামাইকা, অ্যান্টিগা, গায়ানা, বার্বাডোজ, সেন্ট কিটস এন্ড নেভিস, সেন্ট লুসিয়াসহ অসংখ্য দ্বীপরাষ্ট্র একত্রিত হয়ে ওয়েস্ট ইন্ডিজ হয়ে ক্রিকেট খেলে। এক ও অখণ্ড ক্রিকেট বোর্ড সিডব্লিউআইয়ের হয়েই তারা খেলে। তবে অলিম্পিকে সার্বভৌম জাতিরাই খেলার সুযোগ পায়। আর আইসিসির সবশেষ র্যাঙ্কিং অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেট দল টি-টোয়েন্টিতে অবস্থান করছে ছয় নম্বরে। ক্যারিবীয় পুরুষ ক্রিকেট দল ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে পাঁচ নম্বরে রয়েছে। বাংলাদেশ ছেলেরা টি-টোয়েন্টিতে ৯ নম্বরে আছে। আর নিগার সুলতানা জ্যোতির দল এই সংস্করণে ১০ নম্বরে অবস্থান করছে।
ওয়েস্ট ইন্ডিজের তরুণ ক্রিকেটাররা লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে যেন অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে ব্যাপারে জোর দিয়েছেন সিডব্লিউআই সভাপতি কিশোর শ্যালো। এক বিবৃতিতে শ্যালো বলেন, ‘ক্যারিবিয়ানরা সব সময়ে অলিম্পিকে তাদের সামর্থ্য দেখায়। আমাদের ক্রীড়াক্ষেত্রে নৈপুণ্য দেখিয়ে বিশ্বকে অনুপ্রাণিত করি। ২০২৮ অলিম্পিকে ক্রিকেট ফিরছে আর এখানে আমাদের তরুণ ক্রিকেটারদের অংশ নেওয়ার যে স্বপ্ন রয়েছে, যেটা অ্যাথলেটদের অনুপ্রাণিত করে, সেখানে আমরা তো তাদের বাদ দিতে পারি না। অলিম্পিক চার্টার ন্যায্যতা, স্বচ্ছতা ও সর্বজনীনতার ওপর জোর দেয়। শুধু স্পিরিটেই নিয়মের ব্যাপারে জোর দিলে চলবে না। কাঠামোগত ব্যাপারও ঠিক থাকতে হবে।’
অলিম্পিকের ইতিহাসে ক্রিকেট একবারই হয়েছে এবং সেটা ১৯০০ সালেই। ফ্রান্সে অনুষ্ঠিত সেই অলিম্পিকে ফ্রান্স ও গ্রেট ব্রিটেন অংশ নিয়েছিল। ফ্রান্সের ভিনসেস শহরে দুই দিনের একটি ম্যাচে ফ্রান্সকে ১৫৮ রানে হারিয়েছিল গ্রেট ব্রিটেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে