রাঁচি টেস্টের পারফরম্যান্সের পুরস্কার হাতে নাতেই পেয়েছিলেন ধ্রুব জুরেল। ম্যাচ জেতানো ৯০ এবং অপরাজিত ৩৯ রানের জন্য হয়েছিলেন ম্যাচসেরা। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টের পারফরম্যান্স দিয়ে এবার র্যাঙ্কিংয়েও বড় লাফ দিলেন উদীয়মান ব্যাটার।
আজ আইসিসি প্রকাশিত র্যাঙ্কিংয়ে ৩১ ধাপ এগিয়েছেন জুরেল। টেস্ট ব্যাটারদের ৬৯ তম স্থানে থাকা উইকেটরক্ষক ব্যাটারের মতো র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে যশস্বী জয়সওয়ালেরও। ইংল্যান্ডের বিপক্ষে ভারতকে সিরিজ জেতাতে অনবদ্য অবদান রাখা জয়সওয়াল দ্বিতীয় ও তৃতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন। সেই ছন্দটা ধরে রেখেছিলেন রাঁচি টেস্টেও। প্রথম ইনিংসে ৭৩ রানের পর পরের ইনিংসে করেন বিপরীত ৩৭ রান। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ৩ ধাপ এগিয়ে ১২ তম স্থানে আছেন। সিরিজ শুরুর সময় বাঁহাতি ব্যাটারের অবস্থান ছিল ৬৯ তম।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে জো রুটেরও। প্রথম তিন টেস্টে ফর্ম ও ব্যাটিংয়ের ধরন নিয়ে সমালোচিত হওয়া ইংলিশ ব্যাটার রাঁচি টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন। তাঁর সেঞ্চুরি দলের কাজে না আসলেও ব্যক্তিগতভাবে এসেছে। ১২২ ও ১১ রানের ইনিংসের সৌজন্যে দুই ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন এক সময় শীর্ষে থাকা এই ব্যাটার। অন্যদিকে তাঁর সতীর্থ জ্যাক ক্রলি ১০ ধাপ এগিয়ে আছেন ১৭ নম্বরে। ৮৯৩ পয়েন্টে সবার শীর্ষে আছেন নিউজিল্যান্ডের ব্যাটার কেন উইলিয়ামসন। শুধু যে ব্যাটিংয়েই উন্নতি হয়েছে রুটের এমনটা অবশ্য নয়।
অলরাউন্ডারের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে রুটের। ব্যাটিংয়ের পারফরম্যান্সের সঙ্গে বোলিংয়ে এক উইকেট নিয়ে তিন ধাপ এগিয়েছেন তিনি। ২৮২ রেটিং পয়েন্টে এখন চারে আছেন ৩৩ বছর বয়সী ব্যাটার। তাঁর ওপরে আছেন সাকিব আল হাসান (৩২০) রবিচন্দ্রন অশ্বিন (৩২৩) এবং শীর্ষে থাকা রবীন্দ্র জাদেজা (৪৪৯)। অন্যদিকে বোলিংয়ে রাঁচি টেস্টে ৫ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা জসপ্রীত বুমরার ঘাড়ে নিশ্বাস ফেলেছেন অশ্বিন। ৮৬৭ রেটিং পয়েন্টে শীর্ষে থাকা ভারতীয় পেসারের সঙ্গে অফ স্পিনারের পার্থক্য এখন ২১ পয়েন্টের। অশ্বিনের রেটিং এখন ৮৪৬। সর্বশেষ টেস্টে ৪ উইকেট নেওয়া ভারতের আরেক স্পিনার কুলদীপ যাদব ১০ ধাপ এগিয়ে এখন ৩২ নম্বরে আছেন। আর অভিষেক সিরিজ খেলতে নামা ইংল্যান্ডের অফ স্পিনারও শোয়েব বশির ৩৮ ধাপ এগিয়ে ৮০ নম্বরে আছেন।
অন্যদিকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে দলের এবং নিজের ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট পেয়েছেন বার্নাড শোল্টজ। আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ ত্রিদেশীয় সিরিজে নেপালের বিপক্ষে ৩১ রানে ৪ এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ১৫ রানে ২ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ১১ তম স্থানে উঠে এসেছেন নামিবিয়ার বাঁহাতি স্পিনার। তাঁর আগে নামিবিয়ার কোনো খেলোয়াড় এই সংস্করণে ৬৪২ রেটিং পায়নি। ৭১৬ রেটিং নিয়ে শীর্ষে আছেন কেশব মহারেজ। ব্যাটিংয়ে শীর্ষে আছেন বাবর (৮২৪)।
রাঁচি টেস্টের পারফরম্যান্সের পুরস্কার হাতে নাতেই পেয়েছিলেন ধ্রুব জুরেল। ম্যাচ জেতানো ৯০ এবং অপরাজিত ৩৯ রানের জন্য হয়েছিলেন ম্যাচসেরা। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টের পারফরম্যান্স দিয়ে এবার র্যাঙ্কিংয়েও বড় লাফ দিলেন উদীয়মান ব্যাটার।
আজ আইসিসি প্রকাশিত র্যাঙ্কিংয়ে ৩১ ধাপ এগিয়েছেন জুরেল। টেস্ট ব্যাটারদের ৬৯ তম স্থানে থাকা উইকেটরক্ষক ব্যাটারের মতো র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে যশস্বী জয়সওয়ালেরও। ইংল্যান্ডের বিপক্ষে ভারতকে সিরিজ জেতাতে অনবদ্য অবদান রাখা জয়সওয়াল দ্বিতীয় ও তৃতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন। সেই ছন্দটা ধরে রেখেছিলেন রাঁচি টেস্টেও। প্রথম ইনিংসে ৭৩ রানের পর পরের ইনিংসে করেন বিপরীত ৩৭ রান। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ৩ ধাপ এগিয়ে ১২ তম স্থানে আছেন। সিরিজ শুরুর সময় বাঁহাতি ব্যাটারের অবস্থান ছিল ৬৯ তম।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে জো রুটেরও। প্রথম তিন টেস্টে ফর্ম ও ব্যাটিংয়ের ধরন নিয়ে সমালোচিত হওয়া ইংলিশ ব্যাটার রাঁচি টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন। তাঁর সেঞ্চুরি দলের কাজে না আসলেও ব্যক্তিগতভাবে এসেছে। ১২২ ও ১১ রানের ইনিংসের সৌজন্যে দুই ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন এক সময় শীর্ষে থাকা এই ব্যাটার। অন্যদিকে তাঁর সতীর্থ জ্যাক ক্রলি ১০ ধাপ এগিয়ে আছেন ১৭ নম্বরে। ৮৯৩ পয়েন্টে সবার শীর্ষে আছেন নিউজিল্যান্ডের ব্যাটার কেন উইলিয়ামসন। শুধু যে ব্যাটিংয়েই উন্নতি হয়েছে রুটের এমনটা অবশ্য নয়।
অলরাউন্ডারের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে রুটের। ব্যাটিংয়ের পারফরম্যান্সের সঙ্গে বোলিংয়ে এক উইকেট নিয়ে তিন ধাপ এগিয়েছেন তিনি। ২৮২ রেটিং পয়েন্টে এখন চারে আছেন ৩৩ বছর বয়সী ব্যাটার। তাঁর ওপরে আছেন সাকিব আল হাসান (৩২০) রবিচন্দ্রন অশ্বিন (৩২৩) এবং শীর্ষে থাকা রবীন্দ্র জাদেজা (৪৪৯)। অন্যদিকে বোলিংয়ে রাঁচি টেস্টে ৫ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা জসপ্রীত বুমরার ঘাড়ে নিশ্বাস ফেলেছেন অশ্বিন। ৮৬৭ রেটিং পয়েন্টে শীর্ষে থাকা ভারতীয় পেসারের সঙ্গে অফ স্পিনারের পার্থক্য এখন ২১ পয়েন্টের। অশ্বিনের রেটিং এখন ৮৪৬। সর্বশেষ টেস্টে ৪ উইকেট নেওয়া ভারতের আরেক স্পিনার কুলদীপ যাদব ১০ ধাপ এগিয়ে এখন ৩২ নম্বরে আছেন। আর অভিষেক সিরিজ খেলতে নামা ইংল্যান্ডের অফ স্পিনারও শোয়েব বশির ৩৮ ধাপ এগিয়ে ৮০ নম্বরে আছেন।
অন্যদিকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে দলের এবং নিজের ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট পেয়েছেন বার্নাড শোল্টজ। আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ ত্রিদেশীয় সিরিজে নেপালের বিপক্ষে ৩১ রানে ৪ এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ১৫ রানে ২ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ১১ তম স্থানে উঠে এসেছেন নামিবিয়ার বাঁহাতি স্পিনার। তাঁর আগে নামিবিয়ার কোনো খেলোয়াড় এই সংস্করণে ৬৪২ রেটিং পায়নি। ৭১৬ রেটিং নিয়ে শীর্ষে আছেন কেশব মহারেজ। ব্যাটিংয়ে শীর্ষে আছেন বাবর (৮২৪)।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫